| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
বাংলাদেশে চীনের তিস্তা প্রজেক্ট অনিদ্ষ্টি সময়ের জন্য স্থগিত। পরবর্তী নির্বাচিত সরকার চাইলে হতেও পারে। অন্যদিকে নীলফামারীতে অত্যাধুনিক হাসপাতাল স্থাপনা যতটা বড়পরিসরে হবার কথা ছিল, সেটা হচ্ছে না। মোদী দাদা চীন সফরে এক হ্যান্ডসেকেই বাজি মাত করে দিয়েছে। আশা ছিল, ভারতের কিছু রুগি হয়ত আমরা পাবো। অথবা উত্তরবঙ্গের রুগিদের ঢাকা/ওপারে যেতে হবে না। সেই আশায় গুড়ে বালি।
এখন চিকেনস নেকের আশেপাশের ২টা ফেলে রাখা বিমান ঘাটি ভারত মোটামুটি সচল করে ফেলেছে। বাংলাদেশ ১ বছর আগে থেকে লেগে থেকেও লালমনিহাটের বিমানঘাটির এখনও কিছুই শুরু করতে পারেনি। শুধু আসা-যাওয়া আর পরিদর্শনের ভেতরে পরে আছে। অভাগা দেশ।
এরপর হাসিনা বুবুর রিপ্লেসমেন্ট তারেক রহমানকে পেয়ে গেছে। ভোটের রায় জনগন মেনে না নিলে অরাজগতার প্রস্তুতি হিসেবে সকল আমলা বা লিগাল ভারতীয় অফিসারদের নিজ দেশে প্রাত্যাবর্তন করিয়েছে। ইউএস আর্মির চিফ অফিসার ওয়াকারুজ্জামানের সাথে ওপেন সিক্রেট বৈঠক করে গেছে গেল সপ্তাহে। শোনা যাচ্ছে, ভারতের অনুরোধ হল বাংলাদেশ সেনাবাহিনীকে তারেক রাহমানের সর্বোচ্চ সাপোর্ট যেন পায়, তা নিশ্চিত করা। মদি নিজে বলছে, আমেরিকাকে দিয়েও বলাচ্ছে। কি দারুন খেলা জমে উঠেছে...
ইন্টারনেটে বাংলাদেশ নির্ভরতা এড়াতে ভারত ৯০০ কিমি টাওয়ার ও স্টেশন বসিয়েছে গত ১ বছরে। সীমান্তে নতুন করে প্রায় ২০০ কিমি রাস্তা বা বেড়ার কাজ শেষ করে ফেলেছে।
আবার আমেরিকার অতিরিক্ত কর মওকুফের ঘোষনা আসছে। ট্রাম্পকে নাকি ম্যানেজ করা গেছে ।
গেল বছর, প্রায় ১৪ হাজার ভারতীয়কে ট্রাম্প ফেরত পাঠিয়েছে, তার বিপরীতে ৯টা জায়ান্ট আমেরিকান আইটি ফার্ম ভারতে নতুন ব্রাঞ্চ খুলে ফেলেছে। ভারতীয়রাই সেখানে চাকরী করবে। রাতারাতি মোদির এই সব খেলা দেখলে গা শিউরে ওঠে। ক্যামনে পারে ?
Modi is a great magician.
২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:১১
অপলক বলেছেন: সব টিভি চ্যানেলেই খবরগুলো টুকরো টুকরো করে এসেছে। নিউজপেপারেও পাবেন। কয়টা লিঙ্ক দিব? তাছাড়া রেফারেন্স ব্লগার ছুয়েও দেখে না।
২|
২৯ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৪:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাতারাতি মোদির এই সব খেলা দেখলে
.................................................................
মাথা খাটাতে হবে ,
এই মোদী সন্ত্রাসী ছিলো,
বাবরী মসজিদ ভাঙ্গার জন্য
হাজার হাজার অভিশাপ পেলো,
তাতে কপাল খুলে গেলো, কংগ্রেস হটায়ে গদী দখল করল ।
এখন আবার পাগলা ট্রাম্পকে ও ম্যানেজ করে ফেলে
তাহলে আমাদের খবর আছে ,
সেভেন সিস্টার্স এর সাথে + ওয়ান ব্রাদার যোগ হয়ে যায় কিনা ???
.............................................................................................
পঙ্গপাল সব পালায়ে মিয়ানমার আশ্রয় নেবে নাকি ???
২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:১৪
অপলক বলেছেন: ওয়ান ব্রাদার হয়ে গেলে অনেকের আরাম আয়েশ বেড়ে যাবে, অনেকের কমে যাবে। কেউ কেউ সূচির মত আজীবন রাজবন্দী হয়ে যাবে।
আর মোদী এত কাঁচা খেলোয়াড় না। যদি ওয়ান ব্রাদার না বানিয়েই সেই একই ফায়দা পাওয়া যায়, তবে অযথা ঘাড়ে পুটলি তুলবে কেন?
৩|
২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৭:৪৭
নিমো বলেছেন: আহারে!জা-শি, শাপলা কুঁড়ি, ছাপড়ি, ইউনূসের কী হবে?
২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:১৮
অপলক বলেছেন: ওনারা বোধায় যেন গেছেন, আর দৌড়িয়ে লাভ নেই। ইদানিং কালের সভাগুলোতে কাউকেই ঝাঝালো বক্তৃতা দিতে দেখা যাচ্ছে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৩
আলামিন১০৪ বলেছেন: রেফারেন্স?