নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ডিবাংকিং- সোশাল মিডিয়ায় ব্রুস লির নানচাক দিয়ে পিংপং খেলার ভিডিও

১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২


দুঃখিত, ব্রুস-লির নানচ্যাক দিয়ে টেবিল টেনিস খেলার ভিডিওটি view this link সত্যি নয়। ১৯৭০ সালে ব্রুস লি নানচ্যাক দিয়ে টেবিল টেনিস খেলেন নি। যাকে আপনারা দেখছেন, তিনি একজন ব্রুস লি লুক-এলাইক এবং খেলাটিও সত্যি না, ওটা আদতে একটি লিমিটেড এডিশন নোকিয়া মোবাইল ফোনের কমার্শিয়াল মাত্র। ২০০৮ সালে হংকংয়ের ভোক্তাদের জন্যে নোকিয়া অতি উচ্চ মূল্যের এই ফোনটি অতি অল্প পরিমাণ বের করে।

এর মূল্য রাখা হয়েছিলো ১৩০০ ডলার   ফোনটির বিশেষত্ব? সেখানে কিছু ব্রুস লি এক্সেসরিস দেয়া ছিলো, এবং একটি নানচাক সদৃশ কি হোল্ডার ছিলো। সেই ফোনের জন্যে তারা একটি ওয়েবসাইটও লঞ্চ করে http://www.nokia-lee.com.cn/ নামে, বর্তমানে যা অকার্যকর। 

যে কমার্শিয়ালটি ব্রুস-লির ১৯৭০ সালের কর্মকান্ড হিসেবে প্রচারিত হচ্ছে, সেখানে পিংপং বলটি ডিজিটাল উপায়ে তৈরি করা হয়েছে। ব্রুস-লির লুক এলাইক তার ইচ্ছেমত নানচাক নাড়াচাড়া করেছেন, পরে ভিডিও এডিট করে সেখানে পিংপং বল বসিয়ে দেয়া হয়েছে। এই আর কী! 

বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওর ১ মিনিট ১৬ সেকেন্ড থেকে দেখা শুরু করেন। Click This Link বিজ্ঞাপনটি এখানে দেখতে পাবেন। আর একটা কথা, “১৯৭০ সালের অমূল্য ভিডিও”র শেষে চাইনিজ একটা ওয়েবসাইটের লিংক দেখা যায়। ঐ সময় কি ওয়েবসাইট ছিলো?

আরো বিস্তারিত জানতে এই লিংকগুলি ভিজিট করুন-
https://www.snopes.com/fact-check/bruce-lee-ping-pong/
https://butterflyonline.com/no-the-bruce-lee-nunchucks-ping-pong-video-is-not-real-stop-sending-it-to-me-really/
https://www.indiatoday.in/fact-check/story/fact-check-this-is-not-bruce-lee-playing-ping-pong-with-nunchaku-1616947-2019-11-08

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: ঘটনাটি সত্যি হলেও অবিশ্বাস্য, অসত্য হলেও অবিশ্বাস্য!!

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: :-/

২| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম কমেন্টটাই আপনার !! :)
নান চাকু দিয়ে ব্রুস লী'র টেবিল টেনিস খেলার একটা অসাধারণ ভিনটেজ ভিডিও

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ ক্যাচ ধরেছেন! তখন এতকিছু মাথায় আসতো না। সব বিশ্বাস করে যেতাম!

৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: দারুণ ক্যাচ ধরেছেন! তখন এতকিছু মাথায় আসতো না। সব বিশ্বাস করে যেতাম!

১০ বছর আগের কথা। হতেই পারে। আমিও বিশ্বাস করেছিলাম তখন। তবে অতটা ভাবিনি। আজ আপনার পোস্ট দেখে মনে হলো।

১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

হাসান মাহবুব বলেছেন: শুভসন্ধ্যা।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ২:১৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অন্তর্জাল দেখছি এখন অন্তর জ্বালা পোড়ার কারন হয়ে দাঁড়াচ্ছে। এই ব্রুস লিকে জ্যান্ত করে ফেলল তো এই ডোয়াইন জনসন রককে দুম করে মেরে দিল।

১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: জ্বী, সবকিছুই খুব যাচাই করতে হয়।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪২

অনল চৌধুরী বলেছেন: ব্রুস লিকে নিয়ে ভালো কিছু লিখতে পারতেন।
তার চলচ্চিত্রের কারণেই পৃথিবীর শতকোটি লোক বিভিন্ন ধরণের আত্মরক্ষাকৌশল শিখেছে।

১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: ব্রুসলিকে নিয়ে খারাপ কিছু তো লিখি নি।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: হয়।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

আমি তুমি আমরা বলেছেন: ২ নং কমেন্টে স্বপ্নবাজ সৌরভের পর্যবেক্ষনটা অসাধারণ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আমি অভিভূত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.