নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আমার ১৫ বছর

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

১৫ বছর পূর্তির এই পোস্টটা যখন লিখছি, তখন আমি একটা বড় পারিবারিক দূর্বিপাকের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ছোটভাইয়ের কনিষ্ঠ পুত্র, যার বয়স ১১ মাস, সে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রায় এক মাস ধরে। তার বেঁচে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। এখনও যে সংশয়মুক্ত, তা না। তবে অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তারপরেও হাসপাতাল থেকে বাসায় না ফেরা পর্যন্ত স্বস্তি নেই। এই মুহূর্তে তার পরিপূর্ণ সুস্থতা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই।
১১ মাস বয়সে গরম পানিতে পুড়ে যাওয়া আমার ভ্রাতুষ্পুত্র রঙিনের জন্মদিন চলে গেছে নভেম্বরের ২১ এ। ১ বছরে পা দিয়েছে সে হাসপাতালে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। আর সেদিনই ছিলো তার একটা যন্ত্রণাদায়ক অপারেশন।
এই ব্লগকে ভার্চুয়াল একটা দুনিয়া বলে এড়িয়ে যাওয়ার অবকাশ আমার অন্তত নেই। কারণ, ভার্চুয়াল এই জগৎ থেকেই আমি পেয়েছি আমার জীবনসঙ্গীকে। তাই এই দুঃসময়ে ভালোবাসার জায়গাটি থেকে একটু আশার কথা আর শুভকামনা আমার এই মুহূর্তে একান্ত প্রয়োজন।
১৫ বছর আগের আমি আর এখনকার আমি এক না। ব্লগে আমি নানারকম অসদাচরণ করেছি, অনেককেই কষ্ট দিয়েছি। আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।
আমি চাই রঙিনের ফিরে আসার গল্পটা এখানে লিখতে।

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: রঙ্গিনের জন্য শুভকামনা আর ভালোবাসা!

মন থেকে দোয়া রইলো হামাভাইয়ু।

ইনশাআল্লাহ রঙ্গিনের ভালো হয়ে ওঠার গল্পটাই শুনবো আমরা।


না আমরা কিছু মনে রাখি না। রাখবোও না। কারো জন্য অশুভ চাইনা আমরা।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো থাকবেন শায়মান্টি। (রঙ্গিন না রঙিন)।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: ওহ স্যরি এখনও বানান ভুল করি মাঝে মাঝে। :(


রঙিনের জন্য অনেক অনেক দোয়া।


আল্লাহ তাকে খুব শিঘ্রী সুস্থ্য করে দিন!!

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকিউ সো মাচ!

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

ঢাবিয়ান বলেছেন: রঙিনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

১৫ বছর পুর্তির জন্য অভিনন্দন।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Congratulations

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

হাসান মাহবুব বলেছেন: -

৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

বাকপ্রবাস বলেছেন: রঙ্গিনের একটা সুন্দর গল্পের অপেক্ষায় এবং দোয়া রইল সুস্থ্যতার

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস। শুভেচ্ছা রইলো।

৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

গেঁয়ো ভূত বলেছেন: রঙিনের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালবাসা।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ গেঁয়ো ভূত। ভালো থাকবেন।

৭| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

আমি সাজিদ বলেছেন: রঙিন খোকাবাবুর প্রত্যাবর্তনের গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: খুব তাড়াতাড়ি আসুক এই সময়টা সাজিদ, ভালো থাকবেন।

৮| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: অভনন্দন। ❤

সামুর যে কয়েকজন ব্লগারকে আমি খুবই শ্রদ্ধা করি, অনুসরণ করি আপনি তাদের মধ্যে একজন। ১৫ বছর পূর্তিতে আপনার প্রতি আমার একটা অনুরোধ আছে। আমি চাই আপনি ব্লগে না লিখেন অন্তন সবসময় অনলাইন থাকেন। পোস্ট ও কমেন্ট গুলো আগের মতো নজরে রাখেন। অনলাইনে থাকা ব্লগারের লিস্টে আপনাকে দেখলে আমার অনেক ভালো লাগে।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: এমন অনুরোধ তো ফেলা যায় না গোফরান! এরকম একটা আন্তরিক আবেদন অপ্রত্যাশীত ছিলো। মন ভালো করে দিলেন। ভালো থাকবেন।

৯| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রঙিন এর দ্রুত সুস্থতা কামনা করছি।
১৫ বছর পুর্তির শুভেচ্ছা নিন হামা ভাই।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবা লিটন ভাই। ভালো থাকবেন।

১০| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১

আরোগ্য বলেছেন: এত দীর্ঘ সময় অতিক্রম করার জন্য অনেক শুভ কামনা রইলো। রঙিনের সার্বিক সুস্থতা কামনা করি।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আরোগ্য। রঙিনের জন্যে আপনাকেই দরকার!

১১| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

জনারণ্যে একজন বলেছেন: @ হাসান, আপনার এবং আপনার পরিবারের সবার জন্য সহমর্মিতা রইলো।

রঙিনের জন্য রইলো অনেক ভালোবাসা। ছোট্ট একটা বাচ্চা; প্রথম জন্মদিনে যার থাকার কথা ছিল সবার বুকের মধ্যে, সে এখন যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, এটা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। ওর বাবা-মা'র জন্য রইলো অনেক অনেক শুভকামনা। এই ট্রমা কাটিয়ে ওঠা ওনাদের জন্য সহজ হবে না।

আপনি অবশ্যই লিখবেন রঙিনের ফিরে আসার গল্প, পড়বো আমরা।

ভালো থাকবেন।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এমন সহমর্মিতা প্রকাশের জন্যে। আপনাদের জন্যে রঙিন ফিরে আসবে।

১২| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বছর পূর্তির শুভেচ্ছা রইল। ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



১৫ বছর পূর্তির এই পোস্টটা যখন লিখছিলেন , তখন একটা বড় পারিবারিক দূর্বিপাকের মধ্যে দিয়ে
যাচ্ছিলেন শুনে খুবই মর্মপিড়িত হলাম । এ মর্মপিড়া আরো বাড়ল যখন শুনলাম মাত্র ১১ মাস বয়সি
আপনার ছোটভাইয়ের কনিষ্ঠ পুত্র দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে প্রায় এক মাস ধরে জীবন
সংগ্রামে রত । সে এখনো সংশয়মুক্ত না শুনে খুবই বিচলিত বোধ করছি । তার পরিপূর্ণ সুস্থতা
ছাড়া এ মহুর্তে আপনার মত আমাদেরো আর কিছুই চাওয়ার নেই।

এর মাঝেও রঙিনের জন্মদিন চলে গেলেও তার জন্য রইল অফুরান দোয়া ও শুভেচ্ছা ।

এ ব্লগে সাফল্যময় ১৫ বছর পারি দেয়ার জন্য আপনার প্রতি রইল উষ্ণ সম্বর্ধনা ।

আমাদের সকলের প্রিয় রঙিনের ফিরে আসার আনন্দঘন গল্প শুনার জন্য
অধির আগ্রহে অপেক্ষায় রইলাম ।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আলি ভাই সহৃদয় মন্তব্যের জন্যে। ভালো থাকবেন। ব্লগ আপনার প্রাজ্ঞবচনে ঋদ্ধ হোক।

১৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:২৭

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার বর্তমান এই কষ্টের সময়ে ,পরিবারের সবাইকে নিয়ে সামলে উঠবেন ,আপনার ছোটভাইয়ের ছেলে সুস্থ হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ যুবরাজ। আপনার সহৃদয় শুভকামনা বাস্তবায়িত হোক।

১৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:২৩

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,



সমবেদনা আপনার পরিবারের সকলের জন্যে।
সৃষ্টিকর্তা তার অসীম রহমতের ছায়ায় এনে রঙিন এর জীবনটাকে যেন রঙিন করে তোলেন!
আর আপনার ১৫ বছরপূর্তির সময়কালটা যেন পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠা রঙিনের হাসিমুখে নতুন করে লেখা হয়!

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ প্রিয় জীএস ভাই। এই লেখাটা লেখার অপেক্ষা ফুরোক তাড়াতাড়ি।

১৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

বিজন রয় বলেছেন: আপনার পরিবারের এই কষ্টের সময়ে পাশে আছি।

ব্লগের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক ব্লগার।

আপনাকে অভিনন্দন।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এত বড় একটা অভিধার হয়তো আমি যোগ্য না, কিন্তু আমার কাছে আপনার আন্তরিকতাটাই মুখ্য।

১৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:

আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। হাসবে খেলবে। বাচ্চাদের হাসি অনেক নির্মল সুন্দর। সচ্ছ। তাদের মধ্যে কোন অসত্য নেই।

আপনার ১৫ বছরের শুভ কামনা রইল।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ অপু। ভালো থাকবেন।

১৮| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: অভিনন্দন!!
১৫ বছর অনেক লম্বা সময়।

৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১৯| ৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

মিরোরডডল বলেছেন:




রঙিন, নামটির মতো আলোকিত হয়ে উঠুক তার জীবন।
ভালো হয়ে ফিরে এসে সবার জীবন রাঙিয়ে তুলুক।

রঙিন, হাসান এবং পুরো পরিবারের জন্য শুভকামনা।


০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মিরোর। আপনি আগের মতোই উচ্ছ্বল হয়ে ব্লগ মাতিয়ে তুলুন।

২০| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

মনিরা সুলতানা বলেছেন: আপনার ব্লগ বর্ষপূর্তির শুভেচ্ছা।
রঙিনের জন্য শুভ কামনা।

০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মনিরা। ভালো থাকবেন।

২১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: হে আল্লাহ, "আনতাস সালাম ও মিনকাস সালাম", অর্থাৎ তুমিই শান্তি এবং তুমিই সকল শান্তির উৎস (তোমা থেকেই সকল শান্তি আসে)! তুমি রঙিনকে দ্রুত সুস্থ করে দাও, তার ব্যথা বেদনার উপশম করে দাও, তোমার নামের ওসিলায় রঙিনের বাবা-মা, চাচা-চাচী ও পরিবারের সকলের অন্তরে প্রশান্তি দান করো! রঙিনকে সম্পূর্ণ সুস্থ করে নিজ বাড়িতে ফিরিয়ে আনো!

আপনার এ পোস্ট পড়ে মনে হলো, প্রথম জন্ম বার্ষিকীতে যার জনে জনের কোলে কোলে থাকার কথা ছিল, কি দুঃসহ যন্ত্রণা নিয়েই না সে হাসপাতালে সময় কাটাচ্ছে! আবার সেই দিনই তার কচি শরীরে একটা অস্ত্রোপচারও করা হবে! চিন্তা করেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠলো!

ব্লগে পনের বছর পুর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!!

০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

হাসান মাহবুব বলেছেন: আপনার আন্তরিক শুভকামনা আমাকে আর্দ্র করলো খায়রুল ভাই। ভালো থাকবেন।

২২| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

জেরী বলেছেন: সব কিছু ঠিক হয়ে যাবে,মন ভাল করেন ভাই।সেই সাথে ব্লগ বর্ষপূর্তির শুভেচ্ছা।

০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জেরী। আপনাকে দেখে পুরোনো দিনগুলির কথা মনে পড়ে গেলো।

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

মহামতি আইভান বলেছেন: রঙিনের জন্য দোয়া রইলো।
সামুতে আমার যে ক'জন প্রিয় ব্লগার আছেন। আপনি তার মধ্যে অন্যতম। সব সময় অনেক শুভ কামনা রইলো আপনার জন্য ভাই।
আমাদের জন্য দোয়া করবেন। আর অনেক ভালো থাকবেন সব সময়।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: রঙিন এখন অনেক ভালো আছে। আমরা ওর ফেরার অপেক্ষা করছি। এত সুন্দর একটা মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার ভ্রাতুষপুত্রের জন্য সহমর্মিত প্রকাশ করছি ।
আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন।
শুভকামনা সব সময়।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনার শুভকামনার জন্যে। সুস্বাস্থ্যে থাকুন।

রঙিন এখন অনেকটাই ভালো। হয়তো দ্রুতই বাসায় ফিরবে।

২৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ১৫ বছরের পোস্ট দেখে অভিনন্দন জানাতে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম রঙিনের খবরটি।প্রতিমন্তব্যে বলেছেন ও অনেকটাই সুস্থ হয়ে উঠছে। খুব ভালো খবর।ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক দোয়া করি।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই। ভালো থাকবেন।

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:১৫

আলামিন১০৪ বলেছেন: কোন হাসপাতালে ভর্তি করেছিলেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

হাসান মাহবুব বলেছেন: Sheikh Hasina National Institute of Burn & Plastic Surgery.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.