নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

টাকা-মাটি-মাটি-টাকা

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬


একটা নন-ফিকশন বই কতটা আকর্ষণীয়ভাবে লেখা যায়, কত প্রাঞ্জলভাবে অর্থনীতির কঠিন সব বিষয় তুলে আনা যায় তার সার্থক উদাহরণ পিটার শিফের হাউ অ্যান ইকোনোমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্র্যাশেস বইটি। আমাদের প্রায় সবার চিন্তাই টাকা পয়সা কেন্দ্রিক। কিন্তু এই টাকা জিনিসটা আসলে কী! বেতন বাড়লে আমরা খুশি হই, কিন্তু যদি উৎপাদন না থাকে, তাহলে এই টাকা দিয়ে আমরা কী করব? এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলার। কিন্তু কোনোদিন কি এই ডলারের মূল্যহীন হয়ে যাবার সম্ভাবনা আছে? মুদ্রাস্ফীতি হলে আমাদের টাকার বরকত কমে যায়, কিন্তু সেই বরকত কার কাছে যায়?
এইসব জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে গল্পের আদলে। গল্পের শুরু এক দ্বীপের তিনজন মানুষকে নিয়ে। তারা প্রতিদিন একটি করে মাছ ধরতে পারত। এর বেশি ধরার সামর্থ্য তাদের ছিল না। সেই মাছটি ধরতেই তাদের সময় চলে যেত, আর ধরার পর তারা খেয়ে ফেলত। এই তাদের জীবন। সেখানে অর্থনীতি বলে কিছু ছিল না। একদিন একজন একটা জাল বানিয়ে ফেলল। ফলে সে বেশি মাছ ধরতে শুরু করলো। এই আপাত সহজ বিষয়টা থেকে জন্ম নিল অর্থনীতির বেসিক কিছু ধারণা। সঞ্চয়, ঋণ, মূলধন, মুনাফা।
যেহেতু দ্বীপের মানুষ এখন অল্প সময়ে অধিক মাছ ধরতে পারে, ফলে তাদের আরো কিছু করার সময় থাকল। শুরু হতে লাগল উৎপাদন। বাইরের দ্বীপগুলির সাথেও তাদের ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো। তৈরি হলো রাষ্ট্র,সরকার, ব্যাংক।
দারুণ হিউমার এবং কার্টুনচিত্রের মাধ্যমে গল্প এগিয়ে নিয়ে যাওয়া হয়, বোরড হবার কোনো সম্ভাবনাই নেই! তবে পড়ে জটিলতা বাড়তে থাকে, এমন কী খুন খারাপিও চলে আসে। আর ফাঁকে ফাঁকে পিটার শিফ বিষয়গুলির সারমর্ম বলতে থাকেন।
অর্থনীতির সাথে আমরা সবাই জড়িত, আর তাই এই বেসিক বিষয়গুলি আমাদের জানা উচিত। তবে জানার জন্যে পাঠ্যবই না পড়ে এই বইটা পড়ুন আর আফসোস করুন, কেন আমাদের দেশে লেখকরা এই ধরণের বই লিখছেন না!
তাও ভালো যে অনুবাদ হচ্ছে। হিমাংশু কর এর সম্পাদনায় অপু তানভীরের অনুবাদ খুবই মুচমুচে হয়েছে। বইমেলায় গেলে ১০০ নং স্টলে (কুষ্টিয়া প্রকাশনী) থেকে বইটি নিতে পারবেন। আমি রেফার করছি।
রকমারি লিংক -https://www.rokomari.com/book/377827/how-an-economy-grows-and-why-it-crashes

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:


এগুলো সীমিত পরিসরের উদাহরণ'এর উপর সীমিত চিন্তার বই; উদাহরণটাও খুব একটা সঠিক নয়; মনে ভুল ধারণার সৃষ্টি করে।

অপু তানভীর কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করেছেন? উনি কোন কিছু বুঝেন বলে তো আমার মনে হয় না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: এটা আমজনতার জন্যে একটা বেসিক লেভেলের বই। উদাহরণ যথাযথই আছে।

ইংরেজি থেকে বাংলা। আপনার এই ধরণের জাজমেন্টাল চিন্তাভাবনা সমস্যাজনক।

তবে সম্পাদককে যথেষ্ট কাজ করতে হয়েছে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৬

আরইউ বলেছেন:



হাসান,
অপুর একটা পোস্টে এই বইটা সম্পর্কে জেনে পড়ার আগ্রহ পেয়েছিলাম এখন আপনার “মিনি রিভিউ” পড়ে মনে হচ্ছে বইটা সংগ্রহ করতেই হয়। অপুর করা বাংলা অনুবাদটা সংগ্রহ করার উপায় নেই তবে ইংরেজীটা পেয়ে যাবো।

আশা করি “সমুদ্র কন্যা” আর বাচ্চারা ভালো আছে। শুভকামনা!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: পড়ে ফেলুন। ভালো লাগবে।

সমুদ্র কন্যা এবং বাচ্চারা ভালো আছে। অনেক ধন্যবাদ মনে রাখার জন্যে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

শেরজা তপন বলেছেন: অপু তানভীর বলেনি কখনো এমন একটা অনুবাদে হাত দিয়েছে। সেদিন একজনের লেখায় জানলাম; এটা ওর অনুবাদের বই।
ওর অনুবাদ ভাল হবে জানা ছিল। ধন্যবাদ রিভিউ-এর জন্য। আগ্রহ আছে পড়ার। আপনার বইটা কি এসেছে রকমারিতে। বই মেলায় যাওয়া হবে না তাই একসাথে সবগুলো সংগ্রহ করার ইচ্ছে আছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: আমার বইটা বইমেলার পরে রকমারিতে দেবেন ইউসুফ ভাই। আপনি অনুপ্রাণনের পেইজে অর্ডার করতে পারবেন- https://www.facebook.com/AnupranonProkashon

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: জানলাম।
আপনাকে ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.