নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

কমেন্টটি প্রাসঙ্গিক কি???

২০ শে মে, ২০২৩ দুপুর ১:২৮

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মীয় বিষয় কষ্ট দিলে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার লিখা এড়িয়ে যাবার।

(ছবি নেট হতে)

মন্তব্য শব্দটির মাঝে ইতিবাচক বা নেতিবাচক দুটো ভাবই বিদ্যমান রয়েছে। মন্তব্য মানেই ইতিবাচক কিছু হবেই এমন আশা করাটা বোকামি। তাই নেতিবাচক মন্তব্যও গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা হচ্ছে প্রসঙ্গ, মনন, এবং সৃজনশীলতার। অর্থাৎ মন্তব্য ইতি বা নেতি যেটাই হোক, তাতে কতোটা প্রসঙ্গ, মনন, এবং সৃজনশীলতা রয়েছে তাই হচ্ছে মুখ্য বিষয়। নয়তো ইতিবাচক মন্তব্যও অর্থহীণ।

কোনো লেখা পড়ে যখন পাঠক মন্তব্য করেন তখন এর মধ্যে মূলত দুটো বিষয় উপস্থিত থাকা জরুরী। প্রথম হচ্ছে মন্তব্যকারীর কমনসেন্স, আর দ্বিতীয়টি হচ্ছে ডেডিকেসন। মন্তব্যটি পড়লে যেনো বুঝা সম্ভব হয় যে মন্তব্যকারী ভদ্রসমাজে মিশে চলার মতো কমনসেন্স বা ব্যক্তিত্ব রাখেন, অপরদিকে মন্তব্যটি করা হয়েছে লেখককে উৎসাহ দান এবং সংশোধনের উদ্দেশ্যেই। মানুষ মাত্রই ভুল। আর লেখকও এর উর্ধে নয়। তাই যদি ভুল থেকে থাকে তা জানানো মন্তব্যকারীর জন্য জরুরী। কিন্তু সেই মন্তব্যের প্রকাশ ঘটতে হবে প্রসঙ্গ, মনন, এবং সৃজনশীলতার মাধ্যমে।

সবাই ভালো লিখবেন, সবাই কবি হবেন, কিংবা সবাই শুধু জ্ঞাণগর্ভ আলোচনা প্রকাশ করবেন এমন চিন্তা করাটা বাতুলতা ছাড়া কিছুই না। তেমনি বলতে পারেন যে, সবাই সৃজনশীল মন্তব্য করবে এমন আশা করাটাও বাতুলতা। আপনার কথায় যুক্তি আছে। কিন্তু যখন কেউ অনবরত এমন মন্তব্য করতে থাকে যার কোনো প্রসঙ্গ, মনন, বা সৃজনশীলতা নেই, তখন সেই মন্তব্যকারীকে পাঠক নয়, বরং মানসিক রোগী বলাই শ্রেয়।

আপনার সুবিশাল লিখা পড়ে যদি কেউ মন্তব্য করে যে, "সুন্দর" তখন আপনার খুশিতে গদগদ হবার চাইতে চিন্তার সাগরে ডুব দেওয়াটা বুদ্ধির কাজ। কারণ, এই "সুন্দর" শব্দটি কেবল শুনতে বা পড়তেই সুন্দর। ভাব প্রকাশে রয়েছে এর বিবিধ অর্থ। এটি যেমনি উৎসাহের উৎস, পাশাপাশি ইয়ার্কিরও অনন্য আধার। আবার পাঠক কি না পড়েই উক্ত কমেন্টটি করেছেন কিনা, সেটাও ভাবার বিষয়। তাই সুলেখকগণের এমন মন্তব্যে মাথাঘুরে যাবারই কথা। কারণ এটি পূর্ণরূপে না প্রকাশ করছে প্রসঙ্গ, না প্রকাশ করছে ডেডিকেসন। এটি শুধু একপাক্ষীকভাবে মন্তব্যকারীর কমনসেন্সকেই তুলে ধরছে।

আবার পোস্ট পড়ে যদি কেউ বলে বসে যে "টুট টুট", তখন সেটি না হবে প্রাসঙ্গিক, না হবে মনন, না হবে সৃজনশীলতা। সেটা শুধুমাত্র মন্তব্যকারীর কমনসেন্সহীণতারই প্রতিনিধিত্ব করবে। যার ফলে প্রশ্নবিদ্ধ হবে মন্তব্যকারীর ব্যক্তিত্বই। এতে করে এই ধরণের মন্তব্যকারীকে কেবল অপাঠক নয়, মানসিক রোগী বলাই উত্তম।

তাই, মন্তব্য করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের সবার খেয়াল রাখা উচিৎ। আমাদের মন্তব্য যেনো উপদেশমূলক হয়, অপমানমূলক নয়। কারো সঙ্গে ধারণা না মিললে কেনো অমিল তা যুক্তি দিয়ে নিজের মতামত পেশ করতেই পারি। তবে তা অবশ্যই সৃজনশীল এবং প্রাসঙ্গিক হতে হবে। সেইসঙ্গে হতে হবে লেখকের মতামতের সঙ্গে শ্রদ্ধা রেখে। আমি যা জানি বা বুঝি তাই স্বতঃসিদ্ধ এবং অন্য সবাই তা পালন করবে এমন হাম্বরাভাব পরিত্যাজ্য। সেইসঙ্গে হিউমারের মোড়কে অপ্রাসঙ্গিক মন্তব্যেও বিরত হওয়া বাঞ্ছনীয়।

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৭

শেরজা তপন বলেছেন: জ্ঞানগর্ভমুলক পোস্ট লিখছেন ইদানিং। :)
বেশ ভাল প্রসঙ্গ উত্থাপন করে বেশ জ্ঞানের কথা বিতরন করলেও- কে কে শুনবে বা পড়লেও আদৌ বুঝবে কিনা সেটা একটা বিষয়।

২০ শে মে, ২০২৩ বিকাল ৪:১৫

জটিল ভাই বলেছেন:
জ্ঞানগর্ভমুলক পোস্ট লিখছেন ইদানিং। :)
হাহাহাহাহা....... প্রিয় ভাই, ইদানিং বড্ড মানসিক চাপে পাগলপ্রায় অবস্থা। আর পাগলের যখন মাথায় সমস্যা দেখা দেয় তখন সে বুদ্ধিজীবী হয়ে যায়। আমারও হয়েছে সেই দশা =p~
ইদানিং ব্লগে তেমন সময় দেবার ইচ্ছে থাকলেও সময় নেই। তাই কারো লিখা পড়া বা মতামত দেওয়া হচ্ছে না। সেইসাথে আমার আরেক পোস্টের অনেক প্রতিউত্তর করা বাকি। কিন্তু কিভাবে যেনো পোস্টটিতে ঢুকলেই তা মোবাইল ভিউ হয়ে যাচ্ছে যেজন্য সেখানে প্রতিউত্তর করতে পারছি না :(

বেশ ভাল প্রসঙ্গ উত্থাপন করে বেশ জ্ঞানের কথা বিতরন করলেও- কে কে শুনবে বা পড়লেও আদৌ বুঝবে কিনা সেটা একটা বিষয়।
আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ জানবেন। কেউ শুনুক বা বুঝুক সেটা নিয়ে ভাবছি না। আমার প্রসব বেদনা উঠেছে, তাই প্রসব করলাম :P

২| ২০ শে মে, ২০২৩ বিকাল ৪:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য বিষয়ে ভালো লিখেছেন। তথাপি মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

জটিল ভাই বলেছেন:
বিরত নাকি অবিরত? :P
জটিলবাদ জানবেন :)

৩| ২০ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৯

গেঁয়ো ভূত বলেছেন: লিখাটি সত্যিই প্রাসঙ্গিক।

ভাই আমি কিন্তু পরেই মন্তব্য করেছি। =p~

২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

জটিল ভাই বলেছেন:
জেনে খুশি হলাম। সেজন্যে আন্তরিক জটিলবাদ গ্রহণ করুন :)
পরে যে মন্তব্য করেছেন সেতো দেখতেই পাচ্ছি। আপনার আগে শেরজা ভাই আর সনেট ভাইয়ের মন্তব্য রয়েছে =p~

৪| ২০ শে মে, ২০২৩ বিকাল ৫:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ আপনি এখন দারুণ পোস্ট করছেন !! এমন আরও চাই !!

২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

জটিল ভাই বলেছেন:
আগের পোস্টগুলো বুঝি করুণ ছিলো? =p~
মন্তব্যে জটিলবাদ জানবেন :)

৫| ২০ শে মে, ২০২৩ বিকাল ৫:১৫

নস্টালজিয়া ইশক বলেছেন: পোষ্টটি ভাল লাগল।

২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ জানবেন।

৬| ২০ শে মে, ২০২৩ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন:




পোষ্টের বক্তব্যের সাথে সহমত। সুন্দর লিখেছে জটিল।
এই যে এতো সুন্দর গোছানো সৃজনশীলতার কথা লিখেছে, লেখক নিজেও কিন্তু একসময় এমন মন্তব্যও করেছে যেটা না করলেও পারতো বা করা উচিৎ হয়নি, ঠিক বলেছি?

এই যেমন আমিও সম্প্রতি টেম্পার লুজ করে আউট অভ কন্ট্রোল মন্তব্য করেছি।
কারো লেখার দুটো লাইন পড়ে সত্যিই আমার বমির উদ্রেক হয়েছিলো।
I should have controlled myself but unfortunately I couldn't do it.

২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

জটিল ভাই বলেছেন:
সুন্দর :P

৭| ২১ শে মে, ২০২৩ সকাল ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: জটিল ভাই,




এখন ব্লগে মন্তব্যের খরা আর এক-দুই শব্দের মন্তব্যের কারনে পোস্টটি প্রাসঙ্গিক মনে হয়েছে।
শেষ প্যারার কথাগুলোই হলো মূখ্য।

পাঠকের সুবিধার্থে ঐ প্যারাটি কপি করে দিতে পারলে ভালো হতো কিন্তু সেই যে "কপিপেষ্ট" হুজুগের সময় "সামু" পোস্ট থেকে কপি করার আগের সুবিধায় যেবৈপ্লবিক :( পরিবর্তন সাধন করেছে তাতে করে কোনও পোস্ট থেকে আর একটা অক্ষরও কপি করা যাচ্ছে না।
বলে বসবেন না, এটা অপ্রাসঙ্গিক মন্তব্য! 8-| আপনার মূল বক্তব্যটি তুলে দিতে পারিনি বিধায়ই উপরের দুই লাইন লেখা প্রাসঙ্গিক বলে মনে হয়েছে।

২১ শে মে, ২০২৩ সকাল ১০:২৫

জটিল ভাই বলেছেন:
প্রিয় অগ্রজ,
আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ আছে কি?
এখনো ব্লগে কপি চলে। খালি একটু সিস্টেম জানা লাগে =p~
আপনার সুবিধার্থে প্যারাটি নিচে কপি করে দিলাম-
তাই, মন্তব্য করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের সবার খেয়াল রাখা উচিৎ। আমাদের মন্তব্য যেনো উপদেশমূলক হয়, অপমানমূলক নয়। কারো সঙ্গে ধারণা না মিললে কেনো অমিল তা যুক্তি দিয়ে নিজের মতামত পেশ করতেই পারি। তবে তা অবশ্যই সৃজনশীল এবং প্রাসঙ্গিক হতে হবে। সেইসঙ্গে হতে হবে লেখকের মতামতের সঙ্গে শ্রদ্ধা রেখে। আমি যা জানি বা বুঝি তাই স্বতঃসিদ্ধ এবং অন্য সবাই তা পালন করবে এমন হাম্বরাভাব পরিত্যাজ্য। সেইসঙ্গে হিউমারের মোড়কে অপ্রাসঙ্গিক মন্তব্যেও বিরত হওয়া বাঞ্ছনীয়।
আপনার মতো বর্ষীয়ান ব্লগারের যদি কমেন্ট করতে যেয়ে এভাবে হাত কাঁপে, তবে চলবে??? :P
আন্তরিক মতামতের জন্য আন্তরিক জটিলবাদ গ্রহণ করুন :)

৮| ২১ শে মে, ২০২৩ সকাল ৯:২২

অপু তানভীর বলেছেন: প্রাসঙ্গিক মন্তব্য করতে পারা একজন ব্লগারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । কিন্তু আমাদের ব্লগের এমন অনেকেই আছেন কী পোস্ট হচ্ছে তার দিকে কোন খেয়াল নেই মনে যা আসলো হুজুগে বসিয়ে দিলাম কিছু একটা ! কেউ কেউ আবার মনে করে পোস্ট দাতার বিরুদ্ধে কিছু একটা নেগেটিভ (তা সেটা পোস্টের সাথে প্রাসঙ্গিক হোক বা না হোক) মন্তব্য করতে পারাটাই ব্লগিংয়ের পরিচয় বহন করে ।

সামুতে যদি অপ্রাসঙ্গিক মন্তব্যের উপর ব্যবস্থা গ্রহন করা হয় তাহলে কতিপয় ব্লগার আছেন তারা যে কী মন্তব্য করবেন সেটা খুজেই পাবেন না ।

২১ শে মে, ২০২৩ সকাল ১০:৩৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় অপু ভাই,
প্রাসঙ্গিক মন্তব্য করতে পারা একজন ব্লগারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । -কথাটি যথার্থ এবং গুরুত্বপূর্ণ বটে। কিন্তু ঐ যে হাম্বরাভাব!!! এজন্যেইতো কেউ শিখতে নয়, বরং সবাই শিখাতে মরিয়া হয়ে আছে। কতিপয় ব্লগারের কি হবে জানিনা, তবে কম-বেশি সব ব্লগারেরই মন্তব্য করার আগে এটাও ভাবা উচিৎ যে, যার পোস্টে মন্তব্য করা হচ্ছে সেকি মন্তব্যের মাধ্যমে শিখতে চাচ্ছে? নাকি মন্তব্যে ভর করে আলোচিত পাতা আর পরিসংখ্যান বাড়ানোর ধান্ধা করছে =p~
আন্তরিক মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন :)

৯| ২২ শে মে, ২০২৩ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্টটি ভালো লাগলো

তবে যে পোস্ট সুন্দর মানে সুন্দর কথা বলার আর কিছু নেই সেইটা সুন্দর বলেই মন্তব্য শেষ করা আমার অভ্যাস

২২ শে মে, ২০২৩ সকাল ১০:৩৬

জটিল ভাই বলেছেন:
সুন্দর এবং আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ প্রিয় আভী :)

তবে এটাতো ভন্ডদের যুগ। তাই আমি মনে করি সুন্দরের সঙ্গে এমনকিছু যোগ করে মন্তব্য করা উচিৎ যাতে লেখক বুঝেন যে পাঠক পোস্টটি পড়ে মর্ম উদ্ধার করেই "সুন্দর" শব্দটি উচ্চারণ করেছেন।

১০| ১৩ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: কয়েক লাইনের একটি মন্তব্য কয়েক পাতার একটি পোস্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আমি অনেক সময় "সাম্প্রতিক মন্তব্য" কলামের অধীনে মন্তব্যকারীর নাম দেখে পোস্টে যাই, পোস্টের শিরোনাম দেখে নয়। মন্তব্যে ডেডিকেশন টাই বড় কথা।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১৪

জটিল ভাই বলেছেন:
আন্তরিক এবং গুরুত্বপূর্ণ মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় অগ্রজ ♥♥♥
আপনার সাম্প্রতিক মন্তব্য কলাম থিউরি তখন হতেই বুঝেছি যখন লক্ষ্য করেছি আপনি উত্তর করতে সাম্প্রতিক মন্তব্য কিউ ফলো করেন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং লেগেছে। সেই হতে আমিও ব্যপারটা ফলো করার চেষ্টা করি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.