নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

আপনার কি ব্লগিং করার স্ট্যাটাস আছে?

১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৫

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মীয় বিষয় কষ্ট দিলে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার লিখা এড়িয়ে যাবার।

(ছবি নেট হতে)

সামুতে ব্লগিং-এর আজ ১২ বছর ৪ দিন চলছে। এই সুদীর্ঘ এক যুগের বেশির ভাগ সময়টাই যদিও ইনএ্যাক্টিভ থেকে চলেছে, তবুও ব্লগিং করতে এসে যা বুঝেছি তা হচ্ছে, ব্লগিং-এ স্ট্যাটাস বা ব্যাকগ্রাউন্ড অনেক বড় একটা বিষয়। আগে ভেবেছিলাম ব্লগ হচ্ছে লিখার খেলা। এখানে কে কোথা হতে এসেছে তারচাইতে বড় বিষয় ভাবতাম কে কেমন লিখে। আর সেজন্য নিজের আইডেন্টি হাইড করার ব্যবস্থা ভাবতাম।

কিন্তু এখন মনে হচ্ছে তা নয়। ব্লগিং-এর জন্যে লিখার ওয়েট হেভী নয়, স্ট্যাটাসটাই হেভী হওয়া দরকার। সূত্রটা এমন যে, অমুকের স্ট্যাটাস যেহুতু তমুক, তাই তার ব্লগিংটাও সেই রকম। তাই এখন মনে হচ্ছে ব্লগিং-এর জন্য দরকার,
*একটা ভালো বংশ
*একটা ভালো ডিগ্রী
*একটা ভালো জব/পজিসন
*একটা ভালো আর্থিক অবস্থা
*একটা ভালো(!) দেশে অবস্থান
*একটা ভালো(!) জাতির দাসত্ব
*একটা ভালো ব্লা ব্লা ব্লা………
আর একটা ভালো লিখা? না, সেটা না হলেও চলবে। উপরের বিষয়গুলো থাকলেই বলা যায় আপনার ব্লগিংটা উন্নত। আপনার ধারণাগুলো সঠিক। আপনি একজন নির্ভুল হনু টাইপের ব্লগার। আপনি লিখার নামে যা-ই প্রসব করেন, তাই সুধা।

তাই ব্লগিং করার আগে ভেবে দেখুন, আপনার উপরের বিষয়গুলো আছেতো? নয়তো আজ হতেই নিজেকে ব্লগার জাহির করা বন্ধ করুন। ব্লগিং বিষয়টা আপনার জন্যে নয়।

জ্ঞাণ, মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা, কমনসেন্স ইত্যাদি ইত্যাদির কোনো মূল্য ব্লগিং-এর ক্ষেত্রে নেই! ভালো একটা ব্যাকগ্রাউন্ড না থাকলে সমাজে যেমন টিকে থাকা মুশকিল, ব্লগিংওতো সমাজের অংশ। তাই, আপনার ব্যাকগ্রাউন্ডই বলে দিবে আপনি কোন ধরণের ব্লগার।

সেদিন একটা গল্প পড়লাম। সেটা দিয়ে শেষ করছি।

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন। সেখানে জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
জেলেরা-বেশিক্ষণ না।

পর্যটক“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?”
জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।

পর্যটক“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?”
জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, বাগান করি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”।

পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
পর্যটক,“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

জেলেরা“এসব করতে কত সময় লাগবে?”
পর্যটক“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।”

“তারপর” জেলেরা সবিষ্ময় প্রশ্ন করলেন।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

জেলেরা,"ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?”
পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”।

তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি।
তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৪

মিরোরডডল বলেছেন:





“সেই কাজটাই তো আমরা এখন করছি।"

গুড ওয়ান। লেখা ভালো হয়েছে।




১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৮

জটিল ভাই বলেছেন:
সত্যি ভালো হয়েছে! কসম?

২| ১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৭

শেরজা তপন বলেছেন: আমারতো ওর কোন স্টাট্যাস-ই নেই তারপরে মানহীন আবজাব লিখি, আমার কি হবে?

১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৫১

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
নিজেইতো এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। আপনারে কি উত্তর দিবো!!! :(
মডু হয়তো এ ব্যাপারে কিছু বলতে পারবে। নয়তো যাঁদের এমন হেভী ওয়েট স্ট্যাটাস আছে, তাঁদের গুণ-কীর্তন করে দেখতে পারেন :P

৩| ১২ ই জুন, ২০২৩ সকাল ১০:৪১

রানার ব্লগ বলেছেন: ১২ বছর পুর্তিতে আপনাকে শুভেচ্ছা !

১২ ই জুন, ২০২৩ দুপুর ২:১৮

জটিল ভাই বলেছেন:
জটিলবাদস্।

৪| ১২ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: অভিনন্দন ব্লগে এক যুগ পার করে দেওয়ার জন্য।
আমার নিজের কোন স্টাটাস নেই তারপরও ব্লগে আসি।

১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫০

জটিল ভাই বলেছেন:
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় :)

৫| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে অভিনন্দন ।

অনেকদিন পর আপনার কোন পোস্ট এর বক্তব্যের সাথে সহমত পোষন করলাম।

মডারেশন থেকে বার বার বলা হয়েছে তাদের সমালোচনা করার কারণে কোন ব্লগারকে কোনদিন নীতিমালায় আসতে হবে না এবং সমালোচনাকে তারা ইতিবাচক দৃষ্টিতে দেখবেন ।


কিছু কিছু ব্লগার ব্লগে নাম করেছেন তাই তারা যাই লিখে তাই নির্বাচিত পাতায় চলে যায়। যদিও নির্বাচিত পাতায় আমি সর্বশেষ কবে ক্লিক করছি জানিনা। বৈষম্য দূর হোক।

১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫১

জটিল ভাই বলেছেন:
হুম। অনেকদিন হয় আপনার লিখা নির্বাচিত অংশে যায় না।
জটিলবাদ।

৬| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫০

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন:
সত্যি ভালো হয়েছে! কসম?


কসম কাটার অভ্যাস যে আমার নেই!

পার্টলি ভালো হয়েছে। যেমন জোকসের স্টোরি ওটা ভালো হয়েছে।

মেইন পোষ্টে যে স্ট্যাটাসের কথা যেটা বলা হয়েছে সেখানে দ্বিমত আছে।
আমি মনে করিনা স্ট্যাটাসের সাথে ভালো ব্লগার হবার কোন সম্পর্ক আছে।
যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেনো, ভালো ব্লগার যে ভালো লেখে, লেখার মাঝে তার ভাষার ব্যবহার, সৃজনশীলতা, যে বিষয়ের ওপর লিখছে সেটা কি, তার যে চিন্তা ভাবনার প্রতিফলন হচ্ছে এসবকিছু মিলিয়ে একজন ভালো ব্লগার।

সামুর কথা যদি বলি, এখানে সচরাচর যে ব্লগারদের ভালো ব্লগার বলা হয়, এক দুজনের বলা না, অনেকের মতেই তারা সেরার সেরা, তারা আসলেই তাদের লেখার গুণেই সেরা। তাদের পার্সোনাল লাইফে তারা কে কি বা তাদের প্রোফাইল আমরা কততুকুই বা জানি। ম্যাক্সিমাম এখানে অ্যানোনিমাস। আর যদিবা কেউ হয়েও থাকে সেইরকম স্ট্যাটাস, কিন্তু সেজন্য তার ভালো লেখার গুণতো আর মন্দ হয়ে যাবে না।

১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫২

জটিল ভাই বলেছেন:
আচ্ছা বুঝলাম।
জটিলবাদ।

৭| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৬

মিরোরডডল বলেছেন:



যদিও জানি স্ট্যাটাসের বিষয়টা বিদ্রূপ করেই লেখা হয়েছে, তারপরও আমি আমার মতামতটা জানালাম।
আমার কখনও মনে হয়নি সামুতে কেউ কারো স্ট্যাটাসের কারণে কোন ব্লগিয় সুবিধা নিচ্ছে বা সুনাম পেয়েছে।
যার যতটুকু প্রাপ্তি সেটা তার লেখার গুণেই।

১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫৪

জটিল ভাই বলেছেন:
ওহ্! আমিতো দেখি অনেকে অনেককে এখানে অনেককিছুই বলে।
জটিলবাদ।

৮| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

মিরোরডডল বলেছেন:



শেরজা তপন বলেছেন: আমারতো ওর কোন স্টাট্যাস-ই নেই তারপরে মানহীন আবজাব লিখি, আমার কি হবে?

শেরজা বরাবরই খুব বিনয়ী, এই কমেন্টও তারই প্রকাশ।

শেরজার লেখার মান অনেক ভালো, বর্তমানে একটিভ ব্লগারদের খুব কমজনই এতো লেখে।

স্ট্যাটাস আবার কি!! প্রত্যেক কেই যার যার জায়গায় ঠিক আছে।
যারা স্ট্যাটাস নিয়ে বেশি উদগ্রীব, হয় তারা বৈষম্যবাদী অথবা তাদের আইডেন্টিটি ক্রাইসিস সমস্যা।

১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫৫

জটিল ভাই বলেছেন:
শেরজা ভাইয়ের বিষয়ে মিররের ধারণা মুটামুটি ঠিক আছে।

৯| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১১

মিরোরডডল বলেছেন:



টাইপো এতো লেখে।

হবে, এতো ভালো লেখে ।

১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫৬

জটিল ভাই বলেছেন:
ওহ্!

১০| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

মিরোরডডল বলেছেন:



আজ ব্লগে মন দিতে পারছিনা, তাই বার বার ভুল হচ্ছে।

প্রত্যেক কেই এটা হবে প্রত্যেকেই


১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫৬

জটিল ভাই বলেছেন:
আচ্ছা তাই!

১১| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ব্লগিং করতে হলে একটা অবস্থান লাগে বলেই এতকাল ব্লগিং না করে ছিলাম । না হলে আমি সেই ২০১৬ সাল থেকেই ব্লগিং করতাম !!

সে যাক । এখন তো ব্লগার হৈছি । কী জুটেছে জানি না কী জুটবে জানি না তবে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যা বলে বোঝানো যাবে না !!


এখানে এসে সবাইকে আপন বলে মনে হয় ! কেন ? তাও জানি না !!

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৩৬

জটিল ভাই বলেছেন:
বাহ্! আপনিতো দারুণ মন্তব্য করেন!
চমৎকার!
জটিলবাদ মাল্টি :)

১২| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:৪৮

ঢাবিয়ান বলেছেন: আম্রিকায় থাকা একটা বিড়াট স্ট্যটাস। শুধু ব্লগে না, ব্লগের বাইরেও। বাংলাদেশের মানুষ তাদের খুবই দাম দেয়। অন্য আর কোন দেশে থাকারা তেমন পাত্তা পায় না।

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৫৯

জটিল ভাই বলেছেন:
=p~ =p~ =p~
প্রিয় ভাই,
অনেকেতো দেখি বাংলাদেশে থাকলেও তাকে দাম দেয় যদি কোনোভাবে আম্রিকার কারো সাথে পরিচয় থাকে :P
আন্তরিক মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন :)

১৩| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমত ১২ বছরের দীর্ঘ মাইল ফলক অতিক্রম করার জন্য আপনাকে অভিনন্দন।
স্ট্যাটাস নিয়ে কি আর বলবো। আমার নিজের ই কি স্ট্যাটাস আছে বোধগম্য নয়। তবে আপনার গল্প সেরাম হইছে।

১২ ই জুন, ২০২৩ রাত ১০:০০

জটিল ভাই বলেছেন:
আন্তরিক মন্তব্যে জন্যে আন্তরকি জটিলবাদ গ্রহণ করুন প্রিয় ভাই :)
আমিও জানিনা আমার স্ট্যাটাস :( আর গল্পটা আমার নয়, ফেইসবুকে পড়া।

১৪| ১২ ই জুন, ২০২৩ রাত ১১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: দ্বাদশ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। :)

১২ ই জুন, ২০২৩ রাত ১১:৩৪

জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় ভাই :)

১৫| ১২ ই জুন, ২০২৩ রাত ১১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ১ যুগের এই দীর্ঘ মাইল ফলক অতিক্রম করার জন্য আপনাকে অভিনন্দন। আরো যুগ যুগ রয়ে যান আমাদের মাঝে। পোস্টটি ভালো লাগল।

১২ ই জুন, ২০২৩ রাত ১১:৩৬

জটিল ভাই বলেছেন:
আন্তরিক মন্তব্যের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় ভাই :)
আপনাকে এখন তেমন একটা রেগুলার পাচ্ছি না যে?

১৬| ১৩ ই জুন, ২০২৩ রাত ১২:৩৮

আহমেদ জী এস বলেছেন: জটিল ভাই,




আপনার কি ব্লগিং করার স্ট্যাটাস আছে?
একযুগ পরে একটি প্রশ্ন করলেন তাও আবার জটিল একটি প্রশ্ন। :((
সঠিক উত্তরটি কোথায় পাবো খুঁজে দেখতে হবে...... :P

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩১

জটিল ভাই বলেছেন:
জটিল মানুষের জটিল মনের প্রশ্নতো জটিলই হবে সম্মানিত অগ্রজ।
আন্তরিক জটিলবাদ জানবেন :)

১৭| ১৩ ই জুন, ২০২৩ রাত ১:২৩

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। আপনিতো দেখছি সেই নুহু নবীর আমলের ব্লগার!!

আমার মনে হয় ব্লগে লেখার মান ভাল না হলে ব্লগাররা সেটা গ্রহণ করে না! সামাজিক স্ট্যাটাস এখানে বিষয় নয়!

তবে তীর্যক মন্তব্য আসতে পারে আপনার লেখার ধরনের উপর নির্ভর করে! আমি সামুতে একটি সিরিজ লেখেছিলাম ধর্ম, বিজ্ঞান এবং স্রষ্টার নিয়ে সেখানে কাট মোল্লা, অশিক্ষিত, ইংরেজি বুঝে পোরার জ্ঞান নেই সহ প্রচুর তীর্যন মন্তব্য পেয়েছিলাম তবে মন্তব্য পড়তাম আর আমি হাসতাম কারণ আমই ব্লগিং করি সমালোচনা প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে! (আমি বই বের করার পড় থেকে ব্লগে কিছুটা ব্যাক্তিগত বিষয় সামনে এনেছি তার আগে নিজের ব্যাপারে কিছুই বলতাম না!)

আসলে আপনি কি ধরনের পাঠক পাবেন বা মন্তব্য পাবেন সেটা আপনার লেখার বিষয় বস্তু এবং লেখাটা কোন দলের পক্ষে যায় সেটার উপর! সামাজিক ষ্ট্যাটাস মিস্টেটাস কোন বিষয় নয়!!! লেখায় মাল মেডিসিন না থাকলে ব্লগাররা সেটা গ্রহণ করে না! ব্লগাররা অত বোকা নয়!

শেষের গল্পটি দারুণ লাগল জটিল ভাই সাহেব!

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার জ্ঞাণী মানুষ। আর জ্ঞাণীদের জন্যে ইশারাই যথেষ্ঠ্য :)
আন্তরিক জটিলবাদ গ্রহণ করুন :)

১৮| ১৩ ই জুন, ২০২৩ ভোর ৪:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগিং করতে যে স্ট্যাটাসের প্রয়োজন পড়ে সেটা জানা ছিলো না। আমি সামুতে ব্লগিং শুরু করেছি ২০০৬-এ, তখন আমি কলেজ ছাত্র। বাবার হোটেলে খেয়েছি আর গায়ে হাওয়া দিয়ে বেড়িয়েছি। কানা-কড়িরও মুরোদ ছিলো না, না ছিলো কোন ডিগ্রী বা ঘিলু। চলে গিয়েছি কোন মতে সমস্যা হয় নি।

১২ বছর পূর্তিতে অভিনন্দন। এ মাসেই আমার সম্ভবত ১৭ বছর পূর্তি হবে, কোন স্ট্যাটাস ছাড়াই B-)

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৭

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
আপনারা এ্যাক্টিভলি ইনএ্যাক্টিভ অভিজ্ঞ মানুষ বলে কথা। তাই এসব নিশ্চই আপনাদের অজনা হবার কথা নয়। হয়তো বদান্যতার খাতিরে এড়িয়ে যান।
অভিনন্দন সাদরে গ্রহণ করলাম। এবার আপনিও আমার আন্তরিক জটিলবাদ গ্রহণ করে বাধিত করুন :)

১৯| ১৩ ই জুন, ২০২৩ সকাল ১১:০৭

নতুন বলেছেন: যখন কেউ কারুর সাথে যুক্তি দিয়ে আলোচনা করতে পারেনা তখন অন্য প্রসংঙ্গ নিয়ে আসে। তখন স্টাটাস খুজে বেড়ায়, ডিগ্রী খুজে বেড়ায়।

আমাদের সমাজের এই অবস্থা অনেকেই আছে আমি কি হনুরে ভাব নিয়ে চলে তাদের বিরোধীতা করলেই জিঙ্গাসা করে তুমি কোথাকার কে? B-))

ব্লগে এতো দিনে কত জিনিস দেখলাম। ব্লগে ঢু মারা এখন অভ্যাসে পরিনত হয়েছে। সবাই কি লিখলো আর একটু ক্যাচালে প্যচাল না পাড়লে ভালো লাগেনা।

১৩ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৪

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
আপনার মন্তব্য পরে উপলব্ধি করলাম ক্যান মুরব্বীগণ বলেন যে, "পুরান চাল ভাতে বাড়ে!" আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের পর আর কিছুই বলার বাকি থাকে না। আপনিতো আমার পোস্টের মর্মোদ্ধার করে ছাড়লেন।
আন্তরিক জটিলবাদ গ্রহণ করে ধন্য করুন :)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: দ্বাদশ বর্ষপূর্তি? এক যুগ, দীর্ঘ সময়! আমার চেয়ে চার বছরের সিনিয়র আপনি ব্লগিং অভিজ্ঞতার দিক থেকে। অভিনন্দন ও শুভেচ্ছা!

প্রতিদিন ব্লগারগণ ব্লগে তাদের একটি প্রোফাইল তৈ্রি ও আপডেট করে চলেছেন, তাদের পোস্ট, মন্তব্য এবং প্রতিমন্তব্যের মাধ্যমে। আমরা সে প্রোফাইল দেখেই তাদেরকে চিনে থাকি। অন্য কোন কিছু থেকে নয়।

৬,৭,৮- মিরোরডডল এর এ তিনটি মন্তব্যের সাথেই একমত।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

জটিল ভাই বলেছেন:
আন্তরিক মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় অগ্রজ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.