নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আল্লাহর গোলাম।

রবিউল৪৬

রবিউল৪৬ › বিস্তারিত পোস্টঃ

সুফিবাদ ও ইসলাম

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

সুফিবাদ সম্পর্কে আমাদের সমাজে নানান ধরনের কুসংস্কার প্রচলিত আছে, আছে অনেক বাড়াবাড়ি যা বাস্তব তো নয়ই বরং কিছু ক্ষেত্রে তা বাড়াবাড়ি। তাই আজ আপনাদের জন্য কোরআন ও হাদীসের আলোকে সুফিবাদ সম্পর্কে লেখার এই ক্ষুদ্র চেষ্টা মাত্র, বাকী সব কিছু আল্লাহর ইচ্ছা।

অলী-আওলীয়াদের আহবানঃ

সুফীদের বিরাট একটি অংশ নবী-রাসূল এবং জীবিত ও মৃত অলী-আওলীয়াদের কাছে দুআ করে থাকে। তারা বলে থাকেঃ ইয়া জিলানী, ইয়া রিফাঈ, ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা তাঁকে ছাড়া অন্যেকে আহবান করতে নিষেধ করেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে দুআ করবে, সে মুশরিক হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেনঃ

وَلا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لا يَنْفَعُكَ وَلا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِين

‘‘তুমি আল্লাহ ব্যতীত এমন বস্ত্তকে ডাকবে না যে তোমার উপকার কিংবা ক্ষতি কোনটিই করতে পারে না। যদি তুমি তাই কর তবে তুমি নিশ্চিত ভাবেই জালেমদের মধ্যে গন্য হবে। (সূরা ইউনুসঃ ১০৬)।

আল্লাহ তাআলা আরও বলেনঃ

وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

‘‘এবং ঐ ব্যক্তির চেয়ে আর কে বেশী পথভ্রষ্ট যে আল্লাহ ব্যতীত এমন ব্যক্তিদেরকে আহবান করে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না এবং তারা তাদের ঐ আহবান থেকে সম্পূর্ণ বেখবর রয়েছে? (সূরা আহকাফঃ ৫)
ইনশা আল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে..........

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

কায়েশ খান বলেছেন: একদম জাহেলী মিথ্যে কথা। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করার কোন প্রশ্নই আসে না, সূফিবাদীরা তা কক্ষনোই করে না বরং আল্লাহর নেয়ামত প্রাপ্তদের উসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

আহলান বলেছেন: এমন বিষয়ে হাত দেন কেনো যে বিষয়ে জ্ঞ্যন দুই লাইন ...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.