নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মতো ঘুম চাই

ফটিকলাল

ইহা একটু হৃস্টপুস্ট ব্লগ কারন ব্লগ দিয়েই তো ইন্টারনেট চালাই

ফটিকলাল › বিস্তারিত পোস্টঃ

কেমন আছেন সবাই?

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

হিংসার চাষে স্বতঃস্ফূর্ততা আছে।মানুষের মনে তার যাতায়াত সাবলীল। এমন যাতায়াতের জন্য প্রয়োজন হয় না কোনো আমন্ত্রনপত্র, ক্রোড়পত্র অথবা সামান্য আকুতি মিনতি। মানুষের মনে হিংসার ক্ষুধা সবসময়ই ছিলো, আছে, থাকবে। তাই বলে একে মেনে নেয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোনো একদিন পুরো জাতী, গোত্র আত্মঘাতী হয়ে যায়।

প্রচন্ড গরমে অনেক সাপের মাথায় এমন কিছু ঘটে যা ব্যাখ্যাতীত। সে নিজের লেজ কামড়াতে শুরু করে। ওরাবোরাস নামের এই প্রক্রিয়ার ব্যাখ্যা খুব একটা জানা যায়নি তবে বিশ্বের নানা সাহিত্যিক রূপকে এসেছে। যদিও কোনো সাপকে নিজের লেজ কামড়ে খেয়ে মরে যেতে হয়নি। তাদের কামড়ে খাওয়াটা প্রানসংহারী নয়,শুধু কামড়ে বসে থাকা। কিছু কিছু প্রানী তো সত্যি সত্যি আত্মহত্যা করে। মানুষের মধ্যে এমন আত্মঘাতী বা অরাবোরাস চরিত্রটি দেখা যায়নি। তবে তারা যুদ্ধের নামে, দাঙ্গা বা মবলিঞ্চিংয়ের নামে নিজেদেরকেই হত্যা করছে। হত্যা খুনের এই শৈল্পিক কার্যক্রম চলছে হাজার বছর ধরে।

ধর্মবিশ্বাস কখনো পন্য হবে সেটাও ভাবিনি। মানুষের ব্যাক্তিগত ব্যাপার যখন অন্য মানুষের ক্ষতির কারন হয় তখন সাপের সাথে আমাদের একটা পার্থক্য হয়ে যায়। সাপ নিজেকে কামড়ে ধরে মাথার সমস্যা দেখা দিলে, আমরা নিজেদের ধ্বংস করি হিংসার চাষের আদলে। আজ কুস্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে। দুজন লোকের এ কর্ম সিসিটিভিতে ধরা পড়েছে।


ছবি সৌজন্যে: বিডি নিউজ ২৪। এখানে দুজন মাদ্রাসাছাত্রকে দেখা যাচ্ছে


ছবি সৌজন্যে: বিডিনিউজ২৪। ভাস্কর্য ভাঙ্গাতে মাদ্রাসার ছাত্রদের সরাসরি অংশগ্রহন


মূখ্য নয় যে ভাস্কর্য আমাদের জন্য প্রয়োজনীয় না ক্ষতিকর, এটাও মূখ্য নয় যে মানুষের ব্যাক্তি বিশ্বাসে এটা হারাম না হালাল। মূখ্য হলো উভয়ের হিংসার চাষে রাস্তায় কত রক্ত ঝরবে এবং দেশের পরিস্থিতি কতটা খারাপ হবে। মূখ্য এটাই যে বাংলাদেশের রাজনীতি যেদিকেই মোড় নিক, বিরোধীপক্ষের নামে প্রত্যেকে কতটা নির্যাতনের স্বীকার হবে। আমরা মুসলমান হবার কারনে নিরাপদ সেটাও ভুল। যদি ক্বওমী পক্ষ ক্ষমতায় আসে, তাহলে সুফিদের ঘাড়ে বিদায়াতের নামে কোপ পড়বে। চরমোনাই চড়াও হবে দেওয়ানবাগীর ওপর, নামাজে আমিন কেন জোড়ে বললাম, বাল্যবিবাহের বিরুদ্ধাচারন কেন করলাম অথবা কিছুই করিনি, শাতিমে রাসূলের গুজবে আমাকে কতল যে কেউ পুড়িয়ে ফেলতে পারে। শাতিমে রাসূলের ফতোয়া তো এটাই।

অথচ আমাদের দেশের শহীদ মিনার, স্বাধীনতার ভাস্কর্য, বুদ্ধ মন্দির, লালনের মাজার কারো কোনো ক্ষতি করছে না। কারন এতদিন এসব নিয়ে কারো মাথাব্যাথা ছিলো না। এখন হিংসা বাসা বাধছে, আমরা সহিংস পথে জান্নাতের হুর খুজি!

এদিকে ছোট বেলার প্রিয় বন্ধু রাহুলের বাসায় গিয়ে বলতে পারি না:

সবাই কেমন আছেন?

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



আমাদের আগের ধর্ম হচ্ছে, জুডাইজম ও খৃশ্চিয়ানিজম; ওরা বর্তমান আধুনিক বিশ্বের পথিকৃৎ; ওরা যা করছে, আমরা তা করলে ভুল হবে না।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

ফটিকলাল বলেছেন: উন্নতবিশ্বে নাস্তিক এবং সংশয়বাদীদের হার বাড়ছে দিনকে দিন। এমনকি খ্রিশ্চিয়ানিটি তাদের ধর্মবিরোধী অনেক রীতি হালাল ঘোষনা করছে, ইহুদীরাও করছে। ইসলামে সে সুযোগ নেই পা থাকলেও সেটা মেনে নেবার মতো মন মানসিকতা কারো নেই। এ বিষয়ে আপনার কি মত?

২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


জুডাইজম ও খৃশ্চিয়ানিজম আরবের ততকালীন শিক্ষিত এলাকায় জন্ম নিয়েছে; ইসলাম এসেছে বেদুইন এলাকা থেকে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

ফটিকলাল বলেছেন: তাহলে পরিবর্তন মেনে না নেয়ার প্রধান কারন কি এই বেদু্ঈন?

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ফটিকলাল বলেছেন: সুবহানাল্লাহ

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: তাহলে পরিবর্তন মেনে না নেয়ার প্রধান কারন কি এই বেদু্ঈন?

-জেরুযালেমের সভ্যতা ও বেদুইন সভ্যতার নিয়মকানুন আলাদা ছিলো; এখন তা আরো পরিস্কার।

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩২

ফটিকলাল বলেছেন: সেটা পরিস্কার তবে ইসরাইলেও মৌলবাদী ইহুদী আছেন যারা খোদ ইসরাইলী রাস্ট্রের বিরোধী। তাদের ওখানে কোনো বিদ্যুৎ নেই, একেক জন্য ১০-১২ টা বিয়ে এবং ২০-২৫ জন সন্তান নিয়েছি এবং তারা বিদ্যুৎ পর্যন্ত ব্যাবহার করেন না। এরা হলো ওখানকার গোড়া ইহুদী এবং তারা রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও প্রভাবশালী।

তাদের সম্পর্কে আপনার কি মতামত?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন উপলব্ধি।

ঘৃণার চাষবাস দিশেহারা জাতি। কখনো ধর্মের তো কখনো চেতনা, কখনো স্বার্থের তো কখনো ক্ষমতার!
বলি হয় আমজনতা! তাদের স্বাভাবিক সুস্থ জীবনের স্বপ্ন! নূন্যতম খেয়ে পড়ে নিরুপদ্রম বেঁচে থাকার আকাংখা!
কখনো টুপি দাড়িতে, কখনো ভিন্নমতে খড়গ নেমে আসে!
কখনো স্ব-দেশী কখনো ভিনদেশী চক্রান্তের ফাঁদে পা দেয় - স্বজাত্য বোধকে হত করে! ম্ব-ধর্মকে কলুষিত করে।

ফিরে আসুক সুস্থতা। ফিরে আসুক স্বাভাবিকতা। অন্যায় ক্ষমতার চর্চা বন্ধ হোক।
মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। মানুষের জন্য হোক সব।
যাতে করে নিসংকোচে রাহুলকে বলতে পারি- কিরে কেমন আছিস?

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০

ফটিকলাল বলেছেন: প্রিয় কবি

কেমন আছেন এটা তো বললেন না?

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

আমি সাজিদ বলেছেন: অসাধারণ কিছু কথা। আমি আপনার গুনমুগ্ধ। সামহোয়্যারইনে স্বাগতম ফটিকলাল।

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৫

ফটিকলাল বলেছেন: আপনি তো পুরো ব্লগের সবার মন জয় করে বসে আছেন! সে কথা কে বলবে??

ধন্যবাদ হে প্রিয়

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একই সময় যদি দুট ভাল জিনিস থাকে তবে যেটি বেশি ভাল সেটি বেছে নিতে হবে।এটাই বিজ্ঞান,এটাই যৌক্তিক ।

ধর্ম কোনটাই ভাল না,সেটা হোক হিন্দু,খৃষ্টান,ইহুদি বা ইসলাম।প্রত্যেকেই পরস্পরকে হিংসা করে,ছোট করে।ইসলাম সকলকেই ছোট করে এমন কি সকল সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বিধর্মীরা এমন কথাও বলে।ধর্ম থাকবে হিংসা থাকবেনা এটা এক অসম্ভব চিন্তা ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৩

ফটিকলাল বলেছেন: তাহলে এর সমাধান কি হতে পারে? ইসলামের অনুসারী ২০০ কোটির মতো। আপনি মুসলমানদের ব্যাপারে কি মনে করছেন?

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো মন দিয়ে পড়লাম।
আমি নাদান মানুষ। কম বুঝি। মন্তব্য করতেও ভয় পাই। প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখছি।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৬

ফটিকলাল বলেছেন: আপনার কাছ থেকেও শিখছি। বিশেষ করে আপনি প্রতিমন্তব্য দেখার জন্য ফিরে এসে নিজের উপস্থিতি ও ধন্যবাদজ্ঞাপন করছেন সেটা থেকেও শিক্ষনীয় আছে। ব্লগিয় অহিংসা এবং সম্প্রীতির জন্য আপনার এসব কাজ উদাহরন হতে পারে।

সেক্ষেত্রে আপনি একজন অনন্য ব্লগার

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: আমি ভালো নেই।
আপনি কেমন আছেন?

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৮

ফটিকলাল বলেছেন: আপনি ভালো নেই তার অর্থ কেউ ভালো নেই। পত্রিকা পড়লে শঙ্কিত হই, কেউ উচ্চস্বরে কথা বললে জীবনশঙ্কা হয়, কেউ আলোচনার জন্য এগিয়ে আসলে চুপ করে থাকি, কেউ অন্যায় করলে মুখ লুকিয়ে চলে আসি আরেকটা দিন বেচে থাকার আশায়।

একে কি ভালো থাকা বলা যায়?

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মনে করার কিছু নাই।এই ২০০ কোটির অবস্থা বাকি ৬০০ কোটি দেখছে।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪১

ফটিকলাল বলেছেন: তা দেখছে। কিন্তু আপনি কি এদের দূরে সরিয়ে রেখে কিছু করতে চান? সেটাও তাে পারছেন না। তার জন্য ভুক্তভোগী সাধারন জনগন হচ্ছে? সাধারন মুসলমানরা ইসলামোফোবের শিকার হচ্ছে আর বিধর্মীরা শিকার হচ্ছে জঙ্গিবাদের। এর মাঝামাঝি কি কোনো সমাধান হতে পারে না?

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: আমরা ধর্ম রাজনীতি সমাজ সব নিয়ে বিভক্ত হয়ে গিয়েছি। তাই বলতে পারি না কেমন আছেন সবাই

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২৯

ফটিকলাল বলেছেন: রাজনীতি নিয়ে বিভক্তি থাকতে পারে কিন্তু ধর্ম নিয়ে কেন? একটি কোরান আমাদের এবং হাতে গোনা তার হাদিস। সেসব হাদিসের ব্যাখ্যাও বিদ্যমান। তাহলে কেন এত বিভক্তি? খোদ সুন্নিদের মধ্যেই হাজারো দল। এমনকি হেফাজতের মধ্যেও বিভক্তি শুরু হয়েছে। এই বিভক্তির কারন কি?

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনার উপলব্ধি চমৎকার। বিশ্বের সব মানুষের ভাগ্য পরিবর্তনে আগে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলান্ধতার মিথ্যে মোহমায়া বিসর্জন দিয়ে সত্যিকারের মানবতাবাদের ব্রত নিয়ে বিশ্বকে আবাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। +++

০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

ফটিকলাল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

কুস্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার অপরাধে দুজন মাদ্রাসাছাত্রকে ধরা হয়েছে। সিসিটিভির যে ছবি পাওয়া গেছে সেখানে তাদের এই অপকর্মটি করতে দেখা গেছে। এ ব্যাপারে আপনার কি মত?

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও
তুচ্ছ বলে যা চাইনি তাই মোরে দাও।


পেরিয়ে যাবার একটি ব্যাকরণ আছে, অতিক্রম করে যাবার একটি নিয়ম আছে। আবার কখনো কখনো এমন হয়েছে অতিক্রম করে গিয়েও নিজেকে ধরে রাখা যাচ্ছে না। ফিরে আসতে হচ্ছে গান গাইতে গাইতে। ওই যে গান আছে না- ‘ফিরে চল্ ফিরে চল্ মাটির টানে....।

০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

ফটিকলাল বলেছেন: এই গানটাও ধারন করা গেলে আজ দেশটা অনেক সুন্দর হতো, তাই না?

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



কুস্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার অপরাধে দুজন মাদ্রাসাছাত্রকে ধরা হয়েছে। সিসিটিভির যে ছবি পাওয়া গেছে সেখানে তাদের এই অপকর্মটি করতে দেখা গেছে। এ ব্যাপারে আপনার কি মত?

-অপরাধীকে অপরাধীই ভাবতে হবে। অপরাধীর ক্ষেত্রে কে মাদরাসার আর কে কলেজের, এসব বলে বিভক্তি আনার সুযোগ থাকা উচিত নয়।

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

ফটিকলাল বলেছেন: তাহলে যারা অপরাধ করছেন তাদেরকে বোঝানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহন করেছেন?

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল আছি। আপনি ভালতো ?

অনেক সময় অনেক কথা বলা যায়।

মিলেমিশে থাকুক সকলে। ভাল থাকুক দেশবাসী।

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

ফটিকলাল বলেছেন: শুকুরআলহামদুলিল্লাহ।

এই বাকস্বাধীনতার জন্যই তো আমরা স্বাধীনতা গনতন্ত্র অর্জন করেছি। যে বাকস্বাধীনতা আমাদের মাঝে বিভেদ, অশান্তি, ফেতনার সৃস্টি করে না সেটা তো আমাদের মৌলিক অধিকার।

কোরানের সুরা বাকারাতেই আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে।

মন্তব্যের জন্য ভালোলাগা

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: এই কর্ম হুজুরেরা করেছে। তারা ভালো কাজ করার ক্ষমতা রাখে না। তাই মন্দ কাজ করে। তাদের শিক্ষার অভাব রয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

ফটিকলাল বলেছেন: এই নিন আরেকটা ছবি। আমি মাহমুদুল হকের পেজের ভিডিও গুলো ফলো করি সেখানেই এমন উস্কানিমূলক কথা বার্তা বলছেন। এবং বাবুনগরী সাহেব যে মূর্তি ভেঙ্গে বুড়িগঙ্গাতে ফেলে দেয়ার কথা বলছেন তার পক্ষে রীতিমত সাফাই গাইলেও পরে বলছেন তারা এসব করতে বলছেন না কিন্তু জনগন যদি করে তাহলে সেটার পরিনতি হবে ভয়াবহ।

তারা কওমী মাদ্রাসার নিয়ন্ত্রক হওয়ায় এমন উস্কানীমূলক কথা বললে ছেলে পেলেদের রক্ত গরম হবে না বলে কি আপনি মনে করেন?

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

ফয়সাল রকি বলেছেন: পুরো ব্যাপারটাই দুঃখজনক!

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

ফটিকলাল বলেছেন: এর কি কোনো সমাধান আছে বলে মনে করেন? মাদ্রাসার যে ছেলে দুটোকে ধরা হয়েছে তাদেরকে এই কাজ করার জন্য আরো দুজন আদেশ দিয়েছিলো। তারাও পুলিশের হেফাজতে। এই সাম্প্রদায়িকতার বিষবাস্প কতদূর ছড়াবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.