নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অনলি দাঁত কেলানো ইজ রিয়েল ......

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৮



ঢাকা শহর যখন ভেসে গেল জলাবদ্ধতায়।
তখন কিছু মানুষ গুগল ঘেটে দাঁত কেলিয়ে নানা দেশের ছবি পোস্টাতে শুরু করলো । দেখুন অন্যান্য দেশের অবস্থা । মন্ত্রী নগর পিতাদের দোষ দেয়ার আগে ছবি গুলো একবার দেখুন ।

ঢাকা শহর যখন যানজটে নাকাল হতে থাকে। দীর্ঘ লাইন যখন স্থবির হয়ে থাকে। আমরা ঘামি। ঘামতে থাকি। কতদূর আর কতদূর বল মা?
ঠিক সেই মুহুর্তে একদল গুগল প্রেমী গুগল ঘেটে বিভিন্ন দেশের যানজটের চিত্র । দাঁত কেলেয়ে বলে, দেখুন উন্নত দেশের অবস্থা । ভাবুন ।তারপর সমালোচনা করুন ।

আমরা আমজনতা ।ভাবি দেখি। আফিসের জানালা দিয়ে তাকিয়ে দেখি গাড়ি চলছে কিনা। জ্যাম আছে কিনা। ঠিকমত বাড়ি ফিরতে পারবো কিনা।

১১জন ট্রেনের ধাক্কায় মারা গেছে । রেল গেট ছিল না। গেটম্যান ছিলো না। মাইক্রোবাস বিনা দ্বিধায় চলে গেল লাইনের মাঝে। উন্নত দেশে এমন হয়। গুগল ঘেটে দেখতে পারেন। চোখ কান খোলা রাখুন। পাশের দেশেও তো ৩৩ জন মারা গেলো !কই থাকেন আপনারা। জনৈক গুগল প্রেমিরা বরাবরের মত দাঁত কেলিয়ে বলতেই পারেন ।

শিডিউলের বাইরেও ইলেক্ট্রিসিটি যাচ্ছে। রিজার্ভ নিয়ে আলোচনা চলছে। এদিকে গুগল প্রেমি আর তথ্য বিশারদরা পুরনো নথি নিয়ে হাজির।দেখুন দেখুন আগে কি ছিলো দেখুন। আমজনতা তখনো দেখেছে এখনো দেখছে। দেখতেই আছে। তাদের কাজেই তো দেখা।

নেতারা মাউথস্পিস ভেজান । মুখ থেকে থুথু নির্গত হয়। চালের দাম ৮০ টাকা। মানুষ চুপ। দেশে নিরব শান্তি বিরাজ করছে।

আমাদের জন্য আসলে কেউ নেই। ঐ দূর আকাশের সূর্যটা , সেটাও সন্ধ্যা হলেই হারিয়ে যাবে। এই দেশও কি আমার মত সান্ধ্যকালীন বিষন্নতায় ভোগে?

কিছুই নেই, শুধু এই দুর্গন্ধ যুক্ত মাউথস্পিসের দেশে অনলি দাঁত কেলানো ইজ রিয়েল ।


ছবিঃ কোন সাইট থেকে নিয়েছিলাম মনে নেই।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৩

সোনাগাজী বলেছেন:





লেকার সারমর্ম আছে নাকি? আমার কাছে কোন কিছুই পরিস্কার মনে হচ্ছে না।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিতো কঠিন করে কিছু লিখিনি। একেবারে সহজ ভাষায় সহজ করে লেখা। এর বেশি বলতে গেলে আমার লেখার প্রশংসা করা হয়ে যাবে।
দাঁত কেলানো মানে দাঁত বের করে নির্লজ্জের মতো হাসা।

২| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৪

জটিল ভাই বলেছেন:
গুগলে খুঁজলে আপনার এই পোস্টের মতো আরো হাজারো পোস্ট পাওয়া যাবে, যা দেখিয়ে দাঁত ক্যালিয়ে বলা যাবে, "দেখুন দেখুন, এমন পোস্ট আরো আগেও করা হয়েছে। পোস্টদাতা প্রশ্নফাঁস করে পাস করায় কন্সেপ্টা চুরি করেছে!" =p~
এই হচ্ছে অবস্থা......

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক , এমন পোস্ট আগেও অনেক করা হয়েছে।

৩| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৪

সোনাগাজী বলেছেন:



পড়তে সহজ, পানির মতো; কিন্তু উদ্দেশ্য ও আদর্শ খুঁজে পাচ্ছি না। কি বলতে চেয়েছিলেন? কে হাসছে, কেন হাসছে?

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কে হাসছে ?
অনেকেই আছে যারা দাঁত বের করে কৃতকর্ম কিংবা ব্যর্থতা ঢাকতে চায়।
বৃষ্টিতে জলাবদ্ধতা হলে ব্যর্থতা ঢাকতে দেশের পুরোনো নথি , গুগল থেকে অন্যান্য দেশের জলাবদ্ধতার ছবি এনে দেখায়। কিন্তু নিজেদের ব্যর্থতা স্বীকার করতে চায় না।

৪| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
এর ভিতরে সত্য আছে বলেই অনেকেই এর মর্মার্থ খুঁজে পাবে না।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জটিলতা ছিল না।

৫| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৯

জুল ভার্ন বলেছেন: "সবকিছু ঠিক আছে".....

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একেবারে

৬| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০১

শূন্য সারমর্ম বলেছেন:


গুগুলপ্রেমীরা সূর্য ডোবার সাথে সাথে বিষন্নতায় চলে যায় কিনা,জানা দরকার।জানেন আপনি?

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জানতে হবে।

৭| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কি বলার কথা কি বলছি / কি শোনার কথা কি শুনছি ........।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি দেখার কথা ছিল .....

৮| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্ট এতবার রিড হওয়ার মত কিছুনা। আরও আগে এতকম পোস্ট অনেকে দিছে। দাড়ান গুগল থেকে তথ্য উপাত্ত আনি --

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাথে দাঁত কেলানো ছবি দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.