নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ১

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

ছবি নেট।

অনেকে ছেড়ে চলে গেছে
আরও অনেকে যাবে
আমিও যাব
লিস্টে নাম তো আছে।

জন্ম এবং মৃত্যুতে আমার নিজের কোন হাত নেই
যারা বা যিনি এ কর্মটির সাথে জড়িত
তাদের বা তাঁকে ধন্যবাদ দেই।

ইদানীং ; লক্ষ্য করছি
চোখ বুজে থাকার চেয়ে শান্তি অন্য কিছুতে নেই
যে দু:খগুলো আমার সাথে ওঠাবসা করে
ওরাও ছেড়ে যায়
যখন ভেবে চলি তোমায়
এ সুত্র মতে বলা যেতে পারে
তুমি আমার দু:খ শুষে নেবার একমাত্র
উত্তম দাওয়াই।

প্রতিটি মুহূর্তে হারি
প্রতিটি মুহূর্তে জিতি আবার
আসলে হার জিত দুটোই আমার।

যখন নেমে আসে পারদ শূন্যের কোঠায়
হাড় মাংস কাঁপে
নিরুত্তাপ চাঁদ মাথা দেখায়
ন্যাড়া গাছের আগায়
ঠিক তখন
ঠিক তখন
তোমার সুতনু আমার ঘাম ঝরায় !

অনেকে ছেড়ে চলে গেছে
আরও অনেকে যাবে
আমি যাব
তুমিও যাবে
লিস্টে নাম তো আছে
হয়তো খুব কাছাকাছি এসে গেছি
রাতদিন কাটে দীর্ঘ অপেক্ষায়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার। পাঠ করলাম।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ইদানীং শুধু মরে যেতে চান কেন?

সুন্দর লেখা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭

স্প্যানকড বলেছেন: মরে যেতে চাই না। লিস্টে তো আছি সকলে। কে কখন যাই ঠিক নাই। উহা নিয়ে ভাবি মাঝেমধ্যে। ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন সব সময় :) বাই দ্যা ওয়ে এই নিকের ছবিটি কি আপনার?

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

স্প্যানকড বলেছেন: মিরোর !

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: মন্তব্য এবং প্রতিউত্তর দুটিই নাম।কিন্তু নামের শেষে চিহ্ন আলাদা।

১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৮

স্প্যানকড বলেছেন: হা হা হা... :) হাসাইলেন। ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন, সাবধানে থাকবেন :)

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: ওয়াও, অসাধারণ!!
হ্যাটস অফ!!

হ্যালুসিনেশান ৩০ এ সমাপ্ত হলো।
হারজিত শুরু হলো, একটি অনবদ্য কবিতা দিয়ে।

বাহ!!

১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৯

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :) দেখি হার জিত যায় কতদূর। দোয়া করবেন। ভালো থাকবেন সব সময় :)

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাই দ্যা ওয়ে এই নিকের ছবিটি কি আপনার?

হ্যাঁ আমারই হবি, ২০১৫ সালে যখন প্রথম বই বের হয়, তখন তুলেছিলাম।

১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪০

স্প্যানকড বলেছেন: সুন্দর ছবি। ধন্যবাদ মন্তব্যের জন্য। এইবার বই বের হবে না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.