নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ৪

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

ছবি নেট।

মেয়ে,
আজকাল তোমাকে তছনছ করতে
দেহ মন ভীষণরকম চায়
আমরা কেউ ইশ্বর তো নই !
আমাদের ঘুম আছে
ওম আছে
স্বপ্ন আছে
দু:খ আছে
ক্ষুধা আছে
কাম আছে
আছে মিথ্যে বলার নিখুঁত কারুকাজ।

আমাদের শীত আছে
গ্রীষ্ম আছে
আছে ঘন বর্ষায় ভিজে যাবার রেওয়াজ 
তাল পাকা দুপুর আছে
আছে ঘুলঘুলির বাতাস
জলে পা ডুবিয়ে সূর্য ডোবার ক্ষণ আছে
ঘরে ফেরার টান আছে
গান আছে
কবিতা আছে
অশ্লীল কথা আছে
আছে কিন্তু লাজ !

অফিস আছে
আছে ছুটিছাটা
কপালে জড়োসড়ো হাজারো চিন্তার ভাঁজ
এমনকি
সন্তান জন্ম দেয়া থেকে
বাকী আছে করা কতশত মহৎ কাজ।

আমরা কেউ ইশ্বর তো নই !
মানব মানবী
প্রেমিক প্রেমিকা
বন্ধু
অথবা
এরচেয়ে বেশী
যার নাই সীমানা
তবে মেয়ে
দূরত্ব রেখে কিসের ফায়দা
কিসের এতো লাভ?

এসো কাছে
ঠোঁটে ঠোঁটে যুদ্ধ
বন্ধ হয়ে যাক এসকল হা হুতাশ
আমরা কেউ ইশ্বর তো নই
প্রেম কামনার দাস।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার...

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

২| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

এম ডি মুসা বলেছেন: চমৎকার!

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: কবি কি ফুলের মতো না বোম্ব এর মতো চায়?

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩

স্প্যানকড বলেছেন: হা হা হা :) কঠিন প্রশ্ন। দুইটার মিশ্রণ। বোম্ব এবং ফুল। অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম কামনার দাস মনে হয় ।

২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

স্প্যানকড বলেছেন: হুম, অনেকটা । ধন্যবাদ :)

৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: পালে লাগার,ভালোবাসার আলাদা আলাদা রূপ আছে।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্য। ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৬| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারণ লিখনী।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন সব সময় :)

৭| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২২

তাহেরা সেহেলী বলেছেন:

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

স্প্যানকড বলেছেন: আপনাকে বুঝতে পারি নাই। ভালো থাকবেন সব সময় :)

৮| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

তাহেরা সেহেলী বলেছেন: পছন্দ করেছিলাম কিন্তু সাইন তো দেখাই না, খেয়াল ছিলো না।
আপনি ও ভালো থাকবেন সবসময়।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) আপনিও ভালো থাকবেন :)

৯| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড,



আমাদের হার আছে
জিতও আছে।
লাভও আছে
লোভও আছে।
অনেক কথা বলার আছে
প্রেমের গাঙ্গে ভাসাও আছে।


বেশ দোলায়িত কবিতা।

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

স্প্যানকড বলেছেন: হুম, আমাদের সব আছে। এমনকি বিরহ। ধন্যবাদ :) ভালো থাকবেন :)

১০| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: তুমি কি ইদানিং ছ্যাকামাইসিন খাইছ নাকি ? কেমুন কেমুন লাগতাছে !! :#)

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

স্প্যানকড বলেছেন: হা হা হা :) কি যে কন? না, খাই নাই। ছ্যাঁকা খাইতে প্রেম লাগে সো প্রেমই তো হইল না। এই মাথায় ঘুরছিল লিঝে দিলাম। ধন্যবাদ :) ভালো থাকবেন :)

১১| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: এইসব বালছাল লেখা বন্ধ করুন।
আপনার প্রতিটা লেখা জাস্ট বিরক্তকর।

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০

স্প্যানকড বলেছেন: লজ্জা শরম বলে কিছু তো নাই থাকলে এখানে আসতেন না। ছবি আপু এতো সুন্দর করে ঝাঁটা পেটা করে উহা বুঝি এখন আর জুইত লাগে না। এখন আমার *প খাইতে মন চায়। আমি তো মেরুদণ্ড হীন ঘেটু পুত্রকে *দি না। হা হা হা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.