নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের বর্তমান সাংসদ এবং এই সাংসদ এর মধ্যে পার্থর্কো কি আছে? Re-post

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৮



খবর: সংসদ সদস্যর ষ্টিকার লাগানো গাড়ীসহ যুবক আটক:



রাজধানীতে দেশি-বিদেশি মুদ্রা, মাদক এবং সংসদ সদস্য স্টিকার লাগানো একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার পরীবাগ এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

র‌্যাব সদর দফতর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রা, মাদক ও একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করা হয়। সূত্র: বাংলাদেশ নিউজ২৪.কম

সুপ্রিয় পাঠক একটু ভেবে দেখুন তো আওয়ামী লীগের বর্তমান স্বঘোষিত সাংসদ এবং থবরে আলোচিত স্বঘেষিত সাংসদ এর মধ্যে কোন পার্থকো আছে কিনা?

(১) আওয়ামী লীগের বর্তমান সাংসদরা জনগনের ভোটে নির্বাচিত নয়।

আটককৃত ঐ ব্যক্তিও (মাননীয় সাংসদ বটে) নির্বাচিত নয়।

(২) আওয়ামী লীগের বর্তমান সাংসদরা গেজেট জারি করে সংসদ সদস্য।

আটককৃত ঐ ব্যক্তি তো বলতে পারে আমি আমার গোত্র (চোর,ডাকাত) এর তৈরিকৃত সংবিধান দ্বারা নির্বাচিত।

(৩) সংসদে বিরোধী দল নাই। কেউ বর্তমান সরকারের বিরোধীতা করতে পারবে না।

আটককৃত ঐ ব্যক্তি তো বলতে পারে আমি নির্বাচিত এমপি । আমি যা ইচ্ছা তা করবো । আমার বিরোধীতা করলে অভিসংশন আইন করতে বাধ্য হব।

(৪) যেহেতু এই সরকার ভোট ছাড়াই নির্বাচিত(!) । তাই এই সরকারের বিরুদ্ধে কেউ কিছু লিখতে পারবে না।

আটককৃত ঐ ব্যক্তি (মাননীয় সাংসাদ) তো বলতে-ই পারে, আমি নির্বাচিত এমপি । আমি যা ইচ্ছা তা করবো । এই মাননীয় সাংসদ বলতে-ই পারে উল্টা -পাল্টা লিখলে সংবাদপ্ ত্র নীতিমালা করতে বাধ্য হব।

(৫) যেহেতু এই সরকার ভোট ছাড়াই নির্বাচিত(!) । তাই তাদের বিরুদ্ধে কিছু বললে গুম করার ভয় আছে বা ক্রস ফায়ারের ভয় আছে।

আটককৃত ঐ ব্যক্তি (মাননীয় সাংসাদ) তো বলতে পারে আমি নির্বাচিত এমপি । আমার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি ক্রস ফায়ারে দিব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: আগে দুইটা বিচি আছিল , এইবার একটাও নাই। নমিনেশন নেওয়ার কালে খুইল্ল্যা রাখা হইছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.