নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

মগবাজারের জ্যাম কৃত্রিম জ্যাম!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

মগবাজার ফ্লাইওভার বানানোর জন্য বরাদ্দকৃত টাকা থেকে পুলিশকে কোটি কোটি দেয়া হচ্ছে তথাকথিত রিষ্ক এলাউন্স।

মগবাজারের জ্যামে জনগনের জীবনযাত্রায় যখন নাভিশ্বাস। তখনই আকাশে বাতাশে একটি কথা সবার মুখে মুখে। সেটা হল বিরোধী দলকে পিটানোর জন্য পুলিশকে দেয়া হচ্ছে কোটি কোটি টাকার তথাকথিক রিষ্ক এলাউন্স। যে পলিশ যত বেশি পিটাতে পারবে তাকে দেওয়া হবে তত বেশি এই এলাউন্স। বাজারে এই কথা ভাল ভাবে শোনা যাচ্ছে যে, পুলিশ এই বাবদ এত বেশি টাকা ইনকাম করছে যে, অনেক পুলিশ সদস্য চাকরি ছেড়ে দেওয়ারও চিন্তা ভাবনা করছেন,কারন ধরপাকর বাবদ এবং রিষ্ক এলাউন্স বাবদ ইতিমধ্যে তাদের প্রচুর টাকা ইনকাম হয়েছে।

অন্যদিকে লোক দেখানো ভাবে ফ্লাইওভারের কাজ করানো হচ্ছে। দ্রুত গতিতে এগোচ্ছে না এর বাকি কাজ। ১০০০ শ্রমিক নিয়োগ দিয়ে যে কাজ ৫ দিনে করা সম্ভব। টাকার অভাবে এই কাজ আস্তে আস্তে করা হচ্ছে বলে লোক মুখে জানা যায়।

ব্যপারটি সত্যিই হতাশা জনক এবং দু:খজনক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

শফিক আলম বলেছেন: ??????????

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

রাতুলবিডি৪ বলেছেন: জয় বাংলা !

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

শাহ আজিজ বলেছেন: ডেসটিনির ৮০% শেয়ার পুলিশকে দেয়া হয়েছে লুটপাটের বৈধতা দিতে ।

রাষ্ট্র এখন নিজের চামড়া নিজেই চিবিয়ে খাচ্ছে। ১৬ কোটি জনতার বিপরীতে লাখ দুয়েক পুলিশ। পাকসেনারা লেজ গুটিয়েছে আর এতো স্যালাইন খাওয়া পুলিশ। পাবলিকের পালানোর জায়গা আছে , পুলিশের নাই ।।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

নিজাম বলেছেন: হা সেলুকাস! বিচিত্র এ দেশ!!

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

জনাব মাহাবুব বলেছেন: B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.