নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের মত নীতি-নৈতিকতা বর্জিত নয়।

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৮

সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তথাকথিত মেধাবিদের (ডিজিটাল মেধাবি) দৌরাতেœ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদনাম করতে কুন্ঠাবোধ করেননি স্বয়ং শিক্ষামন্ত্রী। এই সব ডিজিটাল মেধাবীরা পাত্তাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য সমাপ্ত ভর্তি পরীক্ষায়। একটি ইউডনিটে মাত্র ২ জন পাস করছে। এই হল ডিজিটাল মেধাবীদের অবস্থা। অথচ এর জন্য বদনামি করা হচ্ছে প্রাচ্যের অক্য্রফ্রোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা মন্ত্রী তথা এই সরকারের কর্তা ব্যক্তিদের ভাল করেই বুঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে যারা এর সুনামের সহিত জড়িত তারা কখনোও ইলেকশনে দাঁড়াবে না, বা এখানে হালুয়া রটির হিসাব নাই, হিসাব নাই এমপি হওয়ার স্বপ্œ । কিন্তু মন্ত্রী নাহিদরা তো ঐ ধরনের স্বপ্নের জন্য ভোটারবিহীন ইলেকশনেও মন্ত্রীর পরিচয় নিয়ে বাংলাদেশের পতাকা বহন করতেও লজ্জাবোধ করেন না। ভোটার বাড়ানোর জন্যই হয়তো এই ডিজিটাল পাস পাস খেলা। ওনারা কিসের নীতি নৈতিকতা শুনাবেন আমাদের, ওনাদের তো বিসমিল্লাই গলদ। ক্ষমতার লোভে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ওনারা রাজনীতিক খেলা খেলতে পারেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমনটা করার প্রশ্নই আসে না। মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদনামি করার আগে আপনি পদত্যাগ করে দেখিয়ে দেন যে, আপনি সৎ, আপনি নীতিনৈতিকতার সমৃদ্ধ শিক্ষিত। আপনি কিভাবে ভোট ছাড়া মন্ত্রী হয়ে ঢাবির সমালোচনা করেন ? এমন প্রশ্ন এই জাতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আজকের এইই সমস্যার জন্য যতটা শিক্ষামন্ত্রী দায়ী তারচেয়েও বেশি দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের খামখেয়ালি পদ্ধতি
http://www.somewhereinblog.net/blog/mmdhw/29984068

২| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু মন্ত্রী নাহিদরা তো ঐ ধরনের স্বপ্নের জন্য ভোটারবিহীন ইলেকশনেও মন্ত্রীর পরিচয় নিয়ে বাংলাদেশের পতাকা বহন করতেও লজ্জাবোধ করেন না। ভোটার বাড়ানোর জন্যই হয়তো এই ডিজিটাল পাস পাস খেলা। ওনারা কিসের নীতি নৈতিকতা শুনাবেন আমাদের, ওনাদের তো বিসমিল্লাই গলদ। ক্ষমতার লোভে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ওনারা রাজনীতিক খেলা খেলতে পারেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমনটা করার প্রশ্নই আসে না। মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদনামি করার আগে আপনি পদত্যাগ করে দেখিয়ে দেন যে, আপনি সৎ, আপনি নীতিনৈতিকতার সমৃদ্ধ শিক্ষিত। আপনি কিভাবে ভোট ছাড়া মন্ত্রী হয়ে ঢাবির সমালোচনা করেন ?

+++++++++++

ফেবু.. ব্লগে আজ অনেক সাফাইকারী দেখলাম........মন্ত্রীর চামুচরাতো দেখি সেইরাম ;) :P মন্ত্রীর মতোই বেহায়া =p~ =p~ =p~ =p~

পুরা জাতি যেখানে একমত- সেখানে তারা অজুহাত বের করবেই!!!!!!আজব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.