নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

ম্যাজিক সরকারের ম্যাজিক মন্ত্রীদের ম্যাজিকীয় উক্তি সমগ্রে আশ্চার্য হবার কিছু নাই।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮


বর্তমানে যে সরকার (!) বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে শাষন করছেন, এই সরকারটি আফ্রিকার জঙ্গলের সবচেয়ে আশ্চর্যের এবং ভয়ানক প্রাণীটি থেকেও আশ্চর্যের এবং ভয়ানক। আফ্রিকার জঙ্গলে বাস করা সেই ভয়ানক এবং বিরল প্রাণীটিরও একটা পরিচয় আছে । তার জন্মেরও একটা ইতিহাস আছে। কিন্তু বর্তমানে এই দেশে তথাকথিত এই সরকারের জন্মেরও ঠিক নাই। ১৫৪ জন বিনা খেলায় গোল দেওয়ার পর, বাকী গুলোতে নিজেরা নিজেরা ছেলে খেলা করল। পুরা জাতি ছিল এই খেলার দর্শক। এখন বলছে তারা নাকি গনতান্ত্রিকভাবে নির্বাচিত। এখন স্বাধীনতার চেতনা কোথায় গেল? ক্ষমতায় যাওয়ার জন্য, লুটপাট করার জন্য যে যে ক্ষেত্রে এই চেতনার কথা বললে সুবিধা হয়, সেই সেই ঐ চেতনার কথাই বলা হয় । মূলত স্বাধীনতার চেতনা হল সুবিধাবাদী একটা কনসেপ্ট। বিএনপি নির্বাচনে আসাটা কঠিন করে ,এই ম্যাজিকই তারা দেখাতে চেয়েছে। এটা ছাড়া তাদের কোন উপায়ই ছিল না। ৫ টি সিটি ইলেকশন দিয়ে টেষ্ট করে দেখেছে যে, বিএনপিকে নিয়ে নির্বাচন যদি হয় তাহলে তারা জামানাত হারাবে। এখন ম্যাজিক সরকারের ম্যাজিক মন্ত্রীদের ম্যাজিকীয় উক্তি প্রতিদিন হজম করতে হচ্ছে এই জাতিকে। না জাতি আর কত দিন এমনটা চলবে। এই ম্যাজিকীয় নির্বাচন করা জন্যই তার কেয়াটেকার ব্যবস্থাা বাতিল করেছে। চুরি করলে চোরের যেমন ক্রেডিট থাকতে পারে না তেমনি এমন ম্যাজিকেও তেমন কোন ক্রেডিট নাই।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.