নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

শ্যামল দত্র,আরাফাত,মেজবাহ কামাল,মান্নান ভিসি,তথাকথিত এমপি মেনন ইনুদের নীতির এবং শিক্ষার প্রয়োগ এই জাতি দেখতে চায় ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২

ভোট হলে আওয়ামী লীগ ইলেকশনে জিততে পারবে না। তাই তারা নিয়মতান্ত্রিকভাবে ইলেকশন হতে দিবে না। এটা যে বাস্তব একটি সত্য কথা, তার সাপেক্ষে কোন তথ্য প্রমান মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। এই জন্যই বর্তমান এই সরকার সিদ্ধান্ত নিল আমরা আমরাই অর্থ্যাৎ শুধু মাত্র মহাজোট অর্ন্তভুক্ত দলগুলোকে নিয়েই লোক দেখানো ইলেকশন করব। এছাড়া কোন নির্বাচনে জিতার কোন উপায় নাই। এই বাস্তব সত্যকে গোপন করে আমাদের তথাকথিত বুিদ্ধজীবি পরিচয়দানকারী শ্যামল দত্র,আরাফাত,মেজবাহ কামাল,মান্নান ভিসি গং,তথাকথিত এমপিরা টকশোতে ৫ই জানুয়ারি ইলেকশন নিয়ে যা বলছেন ,তাতে মনে হচ্ছে ওনারা নিজেদেরকে খুবই চালাক ভাবার চেষ্টা করছেন। ঐ ইলেকশন কেমন ইলেকশন ছিল তা পুরো জাতি স্বাক্ষী। তারা কি মনে করেন এই দেশের লক্ষ কোটি জনগনকে কানা কিংবা কানে না শুনা বয়রা ?ঐ সব জ্ঞান পাপীরা দালালি করতে করতে নিজেকে কোথায় নামাচ্ছেন? বিরোধী দলকে বাদ দিয়ে চুরি করে ক্ষমতায় যাওয়ার একটি ইলেকশনকে তারা ইনিয়ে বিনিয়ে বেহায়ার মত সমর্থন করছেন, তারা আবার নিজেদের শিক্ষিতও দাবী করেন। এই তোমাদের শিক্ষা? তোমরা ওপেন সিক্রেট অবৈধ একটা ইলেকশনকে বিভিন্ন বাহানার মোড়কে বৈধ বলছো। বুঝা যাচ্ছে তোমরা তোমাদের বাস্তব জীবনে কতটুকু সৎ হতে পার। তোমাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। এখনো সময় আছে সত্য কথা বলে নিজেদের শিক্ষিত প্রমানিত করুন,বিদ্রোহ করুন এই অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে। কারন এই দেশ কোটি জনগনের । আমরা মনে করতে চাই, আপনারা আসলেই অনেক জ্ঞানী মানুষ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: তারা চালাক হলেও কিছু নয়, বোকা হলেও কিছু করার নেই। আসল ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ প্রশাসনকে ইচ্ছেমত ব্যবহার করে যা খুশী তাই করার ক্ষমতা রাখে (যে ক্ষমতা আইয়ুব খান, এরশাদ বা খালেদা জিয়ার ছিলনা) আর এতে তাদের প্রভু ভারতদেবের পূর্ণ সায় আছে। তাই আওয়ামী লীগ তাদের প্রয়োজনে যা করবে, তা মাথা পেতে নিতে হবে। এছাড়া আর কোন উপায় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.