নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

এভাবে ক্ষমতায় থাকার জন্যই কেয়ারটেকার বাদ দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে ছিটকে দিল আওয়ামী লীগ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

এভাবে ক্ষমতায় থাকার জন্যই কেয়ারটেকার বাদ দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে ছিটকে দিল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় টিকে থাকার জন্য যে সকল কথাবার্তা বলছেন বা যে সকল যুক্তি দেখাচ্ছেন , এইসব কথা বার্তা বা যুক্তি ক্লাস ওয়ান টুতে পড়া বাচ্চারাও দিবে না। কারন ঐ সকল যুক্তি এতই সস্তা। তেমনি কয়েকটি কথা বার্তা হল-
“বিএনপি ইলেকশনে আসেনি তাতে আওয়ামী লীগ কি করবে। তার জন্য জনগন কেন কষ্ট করবে। তাদের খেসারত তারাই দেবে ”
উপরের এই উক্তি/যুক্তি পাগলেও দিবে বলে মনে হয় না। কারন বিএনপি কেন ইলেকশনে যায়নি, তা সকলেই জানে। আওয়ামী লীগ তথাকথিক কোর্টের দোহাই দিয়ে সংবিধান পরিবর্তন করে বলল যে, তোমরা ইলেকশনে আস। এমন ভাবে সব ব্যবস্থা করল, যাতে তারা চুরি করে আবার ক্ষমতায় যেতে পারে। সব ব্যবস্থা করে বলঅ হল বিএনপি ইলেকশনে আসছে না। হাত পা বেধে যেমন কাউকে বলা হল যে, সাতার কাট।
যেই আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতায় থাকায় সাহস করছে,তার পক্ষে আবার লম্বা লম্বা যুক্তি দেখাচ্ছে। সেই আওয়ামী লীগ কেন কেয়ারটেকার সরককার কেন বাদ দিয়েছে তা কি বুঝার আর বাকি আছে। বিএনপি কে বাদ দিয়ে চুরি করে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই কেয়ারটেকার বাদ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ ভাল করেই জানে তাদেরকে জনগন ভোট দিবে না। তাই তারা দুই-নাম্বারি করে ক্ষমতায় যাওয়ার জন্যই কেয়ারটেকার বাদ দিয়ে অন্য ভাবে ক্ষতায় যাওয়ার জন্যই ফন্দি করেছে। এটাই বাস্তব কথা। এটাই সবচেয়ে সত্য কথা। এর বাইরে আর কোন কথা নাই। তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবিরা এই সত্যৗকে গোপন কওে প্রতিদিনই আজে বাজে যুক্তি দিচ্ছেন। এই সব যুক্তি এতই সস্তা যে শুনলে বুমি আসে। ভাবতে অবাক লাগে এত পুরানো একটি দল কেন দু নাম্বারিকে প্রছন্দ করছে ?
প্রতিদিনই বলছে বিএনপির পক্ষে জনসমর্থন নাই।
হায়রে রাজনীতি। বিএনপির জনসমর্থ আছে কি নাই, তা কি জনগনকে বুঝতে আর বাকি আছে? রাস্তায় নামলে গুলি করছেন আর বলছেন কৈই বিএনপির পক্ষে কেই নাই। গুলি না করে দেখেন কোটি মানুষ কিভাবে গনজোয়ার সুষ্টি করে। আবার বলেন আমাদেরকেও বিএনপি আমলে গুলি করা হয়েছিল। কৈই আমরা তো রাজপথ ছাড়ি নাই। আমরা সাধারন মানুষ ভবিষ্যতে দেকতে চাই আপনারা এমনভাবে গুলি চালালে রাস্তায় থাকবেন কিনা?
এভাবে ক্ষমতায় থাকার জন্যই কেয়ারটেকার বাদ দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে ছিটকে দিল আওয়ামী লীগ।
সুতারাং বাংলাদেশর বর্তমান রাজনীতিতে বিএনপির অবস্থান সৎ,গ্রহনযোগ্য,দেশপ্রেমিক এবং যা কিছু ভাল তার সব সব। অন্য দিকে বাংলাদেশর বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নোংরা,প্রতারনা,ক’টকৌশলী,ভন্ডামি,মিথ্যা,হিং¯্রতা,সন্ত্রাসী সর্ব পরি যা কিছু খারাপ তার সব সব।
এটাই বাস্তব।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

এসব চলবে না..... বলেছেন: আপনি ফন্ট বোল্ড করলেন কিভাবে ভাই? :||

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

রাখালছেলে বলেছেন: B চাপ দিলেই বোল্ট হয়ে যায় @ এসব চলবে না ।

ব্যাপারটা তো শুধু আওয়ামী লিগই না বিএনপি ও কিন্তু করেছিল । কিন্তু তিন মাসের মাথায় ক্ষমতা থেকে নেমে যেতে হয়েছিল । বাংলাদেশের ভূরাজনীতি পুরাটাই নিয়ন্ত্রিত হয় ভারত কিংবা পশ্চিমাদের দ্বারা । যেখানে ভারতের সাথে বানিজ্য থাকায় কোন পশ্চিমা দেশগুলা কোনটাই খুব বেশী কথা বলছে না। আর সেই সাথে রাশিয়া ও চুপ থাকার পন্থা অবলম্বন করছে । তবে এর ফল ভাল হবে । বাংলাদেশে যে রাজনীতি আওয়ামী লিগ চালু করল, মাত্র এক বা দুই শতাংশ ভোট নিয়ে-১৫৪ জন সাংসদ বিনা ভোটে নির্বাচিত হওয়া, এটাই সম্ভাবনা উকি দিচ্ছে সামনের দিন গুলো এই নিয়া আরও জল ঘোলা হবে । লগি বইঠা পরের বছরেই শুরু হবে ।

এখন ব্লগ করতে ভয় পাই । খালি চোখ রাঙানি । এটা করা যাবে না ঐটা করা যাবে না। মনে হচ্ছে কোন সামরিক সরকার ক্ষমতায় আছে । X( X( X( X( X( X( B:-/

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুতারাং বাংলাদেশর বর্তমান রাজনীতিতে বিএনপির অবস্থান সৎ,গ্রহনযোগ্য,দেশপ্রেমিক এবং যা কিছু ভাল তার সব সব। অন্য দিকে বাংলাদেশর বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নোংরা,প্রতারনা,ক’টকৌশলী,ভন্ডামি,মিথ্যা,হিং¯্রতা,সন্ত্রাসী সর্ব পরি যা কিছু খারাপ তার সব সব।
এটাই বাস্তব।

সহমত।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

শাহ আজিজ বলেছেন: কেয়ার টেকার তোঁ বি এন পি ই বাদ দিয়েছিল !!!!!!!!! আপনি জেনেশুনে লিখছেন? আ লীগ হচ্ছে সেই চালাকির সবচে বড় বেনিফিসিয়ারি। খোজ নিয়ে লিখুন, ব্রো !!!

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

ধঅনের শীষ বলেছেন: অবরোধ চলছে, অবরোধ চলবে । শহীদ জিয়া অমর হোক ,
বংলাদেশ জিন্দাবাদ

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইতিহাস বড়ই নির্মম , ইতিহাস কাউকে ক্ষমা করেনা , আফসোস ! আমরা ইতিহাস থেকে শিক্ষা নেইনা ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কামরুল সাস বলেছেন: এখন বাংলাদেশের যে অবস্থা তাতে দুই দলকে এর দায় নিতে হবে।
এবং এই সমস্যা সমাধানে দুই দলকে এগিয়ে আসতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.