| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোচনায় বসলে একটা নিরপেক্ষ নির্বাচনের কথা আসতে পাড়ে। এই জন্য আওয়ামী লীগ আলোচনা করবে না? দেশের মানুষ আগুনে পুড়ছে। তার জন্য শুধু বিরোধী দলকে কেন দায়ী করা হ”েছ? বিরোধী দলকে রাস্তায় দাড়াতে দি”েছ না। রাজনীতিক ময়দান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে,তাহলে বিরোধী দল কি বা করবে? সরকার যদি আজ বিএনপিকে আলোচনায় ডাকে কাল অবরোধ হবে না। সরকার যদি মনে করত একটি আলোচনা করলে আমার দেশের মানুষ বাঁচবে। তাহলে কেন আলোচনায় বসছে না। শুধুমাত্র অবৈধ ভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পাড়বে । আর নৈতিক ভিত্তি বর্তমান সরকারের এতই দূর্বল যে, আলোচনায়ও বসতে সাহস পা”েছ না। এভাবে ক্ষমতায় তারা চিরকাল কিভাবে থাকবে?
তাই মানুষ খুনের জন্য সরকারও কম দায়ি নয়। সচেতন মানুষ হিসেবে অনুরোধ করছি অবিলম্বে আলোচনায় বসে দেশের মানুষকে উদ্ধার করুন। আপনারা তথাকথিত উন্নয়ন উন্নয়ন করছেন ,গনতন্ত্র ছাড়্ াউন্নয়ন এর কোন মূল্য নাই। আইয়ুব খান,এরশাদও উন্নয়ন করেছিল। কিš‘ গনতন্ত্র বিহীন সেই উন্নয়ন এই দেশের জনগন পছন্দ করেনি।
২|
১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
পালের গোদা বলেছেন: যোগী এর কমেন্টে প্লাস। ওই কমেন্টেই আপনার প্রশ্নের উত্তর লুকায়িত আছে।
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
গেদু চাচা বলেছেন: জন প্রত্যাখ্যাট সরকার সোবকিছুকে ভয় পায়। পায়ের তলায় মাটি না থাকলে যা হয় আর কি?
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
মাহদী সাব্বির বলেছেন: আম জনতার থেকেও কি ওদের শক্তি বেশি? আমরা সবাই যদি একজোট হয়ে ওদের বিরুদ্ধে যাই তাহলেই কেবল আমাদের মুক্তি মিলবে। কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙ্গালী রা কেবল মুখ দিয়েই পণ্ডিতি করতে শিখেছি রাস্তায় নেমে আন্দোলন করার মত সাহস আমাদের হয়ে উঠেনি কখনো।