নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

দেশবাসি আশা করে,দুই এক দিনের মধ্যে শেখ হাসিনা আবারো চেষ্টা করবেন,খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

আরাফাত রহমান মারা যাওয়ার পর শেখ হাসিনা খালেদার কার্যালয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, তা আমরা মিডিয়ার মাধ্যমে পুরো জাতি দেখেছি। হাসিনার পিএস যখন শিমুল বিশ্বাসকে ফোন করেন শিমুল বিশ্বাস ষ্পষ্টভাবে জানিয়ে দেন যে, খালেদা জিয় অসুস্খ, ইচ্ছাা করলে প্রধানমন্ত্রী পরে দেখা করতে পারবেন। এমন কথা জানিয়ে দেওয়ার পরও শেখ হাসিনা রওনা কেন দিলেন? পরবর্তীতে সেসব কথা শুনা যাচ্ছে,এসব শুনানোর জন্যই কি ওখানে গিয়েছিলেন? একজন মা তার ছেলেকে হারিয়ে যখন অত্যান্ত নাজুক বেদনাবিধূর সময় অতিবাহিত করছেন,তখন আরেক পক্ষ নোংরা রাজনীতি শুরু করেছেন। অবরুদ্ধ খালেদার কার্যালয়ে কি কি জিনিষ আছে,তা আইনৃঙ্খলা বাহিনী ভিডিও করে বাহিরে প্রকাশ করে, তা নিয়ে আরেক নোংরা রাজনীতির আশংকাও তো উড়িয়ে দেওয়া যায় না। কারন ইতি পুর্বে ব্যক্তিগত কথাবার্তার রেকর্ডিং বাজারে ছাড়িয়ে দেওয়া হয়েছিল।আরাফাত রহমান মারা যাওয়ার পর দুপুর থেকেই মিডিয়াতে আমরা দেখেছি খালেদা জিয়া কারো সাথে দেখা করেননি। সুতারং ওনি যেহেতু মারাতœক অসুস্থ ছিলেন,তাই এটা নিয়ে রাজনীতি মোটেও কাম্য নয়।
শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন ,এটা আমরা বিশ্বাস করতে চাই। এবং এটা তখনই বিশ্বাসযোগ্য হবে যে,দুই এক দিনের মধ্যে শেখ হাসিনা আবারো চেষ্টা করবেন,খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য। পুরো জাতি এমন একটি পরিবেশ দেখার জন্য প্রস্তুত হয়ে আছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা যদি সত্যিই আন্তরিক হতো .. বা যেতেই চাইত,, প্রটোকল অনুসারেতো সবার আগে এসএসএফ গিয়ে ঐ বাড়ীর সকল স্থান চেক করে অবস্থান নেয়ার কথা। যেটা নিরাপত্তার প্রথম ধাপ।

তাইতো করা হয়নি। তারা গিয়ে বাড়ীর বাইরে অবস্থান নিয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয় নিয়ে এইরকম হেলাফেলা কি ভাবা যায়?

তবে কি তিনি আসলেই যেতে চাননি.. বরং মিডিয়ায় খবর হতে চেয়েছেন উইদ উমোশন এন্ড সেনসেশন!!!

নইলে তো স্বাভাবিবক নিয়মে যাওয়া উচিত ছিল। যা অনুপস্থিত।

আর মিডিয়ার হৈ হৈ দেখে সন্দেটা বাড়ে বই কমেনা।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

নিলু বলেছেন: মনে হয় , পুনারিবিত্তি ঘটবে না , কারন মিত্তুর ঘটনায় আমরা গিয়ে থাকি , তাৎক্ষনিক ভাবেই , সেখান ফিরে আসলে আর যাওয়া বোধ হয় , হয়ে উঠে না ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: ভাই এখন সবাই সবকিছু লাইভ দেখে...অহেতুক যে আচরণ বিএনপি করেছে, তা তাদের রাজনৈতিক দৈন্যতারই পরিচয়।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

ডেড আকাশ বলেছেন: আওয়ামিরা নাটক করতে পারে খুব ভাল।

লাইট টিভি ক্যামেরা চালু। অ্যাকসন---------

"""আমাকে গেটের ভিতরে ঢুকতে দেয়া হয় নি। বিএনপি কত খারাপ। আমরা কত ভাল --------- ম্যা ম্যা ম্যা """

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

রক্ত পলাশী বলেছেন: নাটকের প্রয়েোজনে হলে ও প্রধানমন্ত্রী কিন্তু গেট পযন্ত গিয়েছিলেন..... সারাদেশ অপেক্ষায় ছিল কিভাবে তাকে রিসিপ করা হয়...। কি দেখলাম !! দেশবাসী সত্যি হতাশ....।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

অ িনর্বাি চত বলেছেন: শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন ,এটা আমরা বিশ্বাস করতে চাই।দেশবাসি আশা করে,দুই এক দিনের মধ্যে শেখ হাসিনা আবারো চেষ্টা করবেন,খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.