নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

বার্ন ইউনিটে গিয়ে দরদ দেখানো নয়। জনগনের জন্য দরদ থাকলে পদত্যাগ করেই প্রমান দিন।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

বর্তমান সরকার কর্তৃক জনগনের দরদীতার আড়াঁলে নোংরা রাজনীতিক উদ্দেশ্য হাসিল করার মিশনে নেমেছেন। দরদ দেখানোর নামে বিএনপি জোটের বিরোধী ছাড়া কিছুই হচ্ছে না। বিএনপিও ক্ষমতায় থাকতে এমন দরদ দেখাতো। কিন্তু বিএনপির এই ধরনের দরদও বেশি দিন টেকশই হয়নি। তারা ক্ষমতা থেকে পদত্যাগ করে কেয়ারটেকার দিয়েই বিদায় নিয়েছিল।
বার্ন উইনিট নিয়ে ইদানিং আাওয়ামী লীগ নেতাদের মায়া কান্না দেখলে মনে হয়,জনগনের জন্য তাদের দরদ উতলিয়ে ছুঁড়ে ছুঁড়ে পড়ছে। ভাবখানা এমন যে,তারা ছাড়া কেউই জনগনের জন্য দরদী না্ই। জনগনের আবেগকে পুঁজি করে,অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করাই এই ধরনের মায়া কান্নার একমাত্র এবং অন্যতম উদ্দেশ্য। জনগনের জন্য এত এত দরদ অথচ জনগনের ভোটাধিকার তারা কেড়ে নিেয়ছে।জনগনের জন্য সত্যিই যদি তাদের কোন দরদ থাকত তাহলে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ একটি নির্বাচন দিন। বার্ন ইউনিটে মানুষ মারা যাচ্ছে,পাশাপাশি নাশকতা বিনাশ কারীর ছুতা তুলে যাদের মারা হচ্ছে তারাও তো এই দেশের মানুষ,ঐ মানুষটি কারো না কারো ভাই বা ছেলে। ক্ষমতাসীনরা নিরপেক্ষ নির্বাচন করবে না,বিএনপিকে বাদ দিয়ে ইলেকশন করবে,ক্ষমতা থেকে গেলে তাদের পিটের চামড়া থাকবে না একমাত্র এই কারনে পুরো দেশের মানুষকে জিিন্ম করে রেখেছে। কিন্তু তাদের ঐ সব আশা মোটেও ন্যায় সংগত নয়। ভোট বিহীন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কখনো মুক্তিযুদ্ধের কথা বলা হয়, কখনো বলঅ হচ্ছে আমরা ক্ষমতায় না থাকলে দেশ জংলি হয়ে যাবে,কখনো উন্নয়নের কথা বলা হয়,এখন বলা হচ্ছে দেশের বর্তমান সমস্যাটি আইনশৃঙ্খলাজনিত,রাজনৈতিক নয়,রাজনীতিক হলে যদি আলোচনায় বসতে হয়, আর আলোচনা মানেই তো একটি অবাধ ইলেকশনের কথা উঠতে পারে,আইনশৃঙ্খলাজনিত এর কথা বলে জনগনের জন্য তথাকথিত দরদী সাজতে পারলেই নির্বাচন দিতে হবে না,আরো কিছু দিন ক্ষতায় থাকতে যাবে।
তাই প্লিজ আমাদের/জনগনের জন্য দরদ দেখাবেন না। বার্ন ইউনিটে আমাদের দেখতে আসবেন না। আমরা তথাকথিত নিরাপত্তা চাই না,তথাকখিত আইয়ূব,এরশাদ মার্কা উন্নয়ন চাই না,আমাদের জন্য দরদ থাকলে পদত্যাগ করে, ভোটাধিকার ফিরি
য়ে দিয়ে প্রমান দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

খেলাঘর বলেছেন:


শেখ হাসিনা চাইলেও ক্ষমতা ছাড়তে পারবে না; শুন্যতার সৃস্টি হয়েছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

নিস্পাপ একজন বলেছেন: পয়সার এপিঠ ওপিঠ। বিএনপি ক্ষমতায় থাকলে তারাও একই কাজ করত। রাজনীতির মধ্যে পলিটিক্স ডুকে গেছে রে ভাই। B:-) :|

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একটা সুষ্ঠ নির্বাচন দেশকে স্থিতিশীল করতে পারে।এছাড়া কোন পথ খোলা নেই।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

মিতক্ষরা বলেছেন: গতবার যখন বার্ন ইউনিটে গিয়েছিলেন, তখন হাসিনাকে দেখে একজন রুগী বলেছিলেন, আমরা রাজনৈতিক সহিংসতার বলি। আপনারা এ সর্বনাশা খেলা থামাবেন কবে? এরপর হাসিনা তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। এবার মনে হয় বার্ন ইউনিটে যাবার আর সাহসই পান নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.