নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

নোবেল প্রাইজ দেওয়া উচিত খালেদাকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

খালেদা জিয়া গনতন্ত্রের জন্য লড়াই করছেন,লড়াই করছেন দেশের মানুষের ভোটের অধিকারের জন্য। নিজের ছেলে মারা গেলেও আন্দোলন থেকে পিচপা হননি। বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই কোন পক্ষ পরিকল্পিতভাবে নাশকতা করছে। ৩০ দিন ব্যাপি রুদ্ধ কক্ষে অবস্থান করছেন গনততেন্ত্রর মানষকন্যা খ্যাত (মাননীয় শেখ হাসিনা থেকে এই খেতাব খালেদা কে দেওয়া হল) এই নেত্রী। আং সাং সূচির মত নোবেল প্রাইজ দেওয়া উচিত খালেদাকে। শুধু দেশকে ভালবেসে সব ভূলে এগিয়ে যাচ্ছেন। ছেলে মারা যাবার পর সরকার প্রধান জনগনকে বাদ দিয়ে হয়তো আঁতাত করতে গিয়েছিলেন। এই কাজকে খালেদা প্রশ্রয় দেননি। তিনি মানুষকে ভালবাসেন বলে তারা তার সাথে আপোষ করতে পারেননি। যা হবে জনগনকে সাথে নিয়ে হবে। সাবাস নেত্রী সাবাস।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

রঙতুলি বলেছেন: উনি দেশ মাতা
দেশের প্রয়োজনে সব সময় আমরা উনাকে পেয়েছি
রং হেডেড কার মত উনি বেঈমান না .।

ইনশাআল্লাহ আল্লাহ উনার ধৈর্য
উনার আত্মত্যাগ এর মুল্যায়ন করবেন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

অ িনর্বাি চত বলেছেন: সহমত

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

গরম কফি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



সপ্তাহ খানেকের মধ্যে নোবেল পাবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

অ িনর্বাি চত বলেছেন: চোরের মত বেচে থাকার চেয়ে বাঘের খাচাঁয় বীরের মতই থাকবেন। সো ডোন্ট ট্রাই টু ডু ইয়ার্কি।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

এই আমি সেই আমি বলেছেন: মাথা ঠিক আছে তো ? কোথায় আগর তলা আর কোথায় চৌকির তলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.