নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী ,বাংগালী নই। ভালবাসি এই দেশকে। কামনা সব সময় এই দেশের সমৃদ্ধি।

অ িনর্বাি চত

অ িনর্বাি চত › বিস্তারিত পোস্টঃ

সংগ:-দানবের সাথে মানবের সংলাপ হবে না। ৫% ভোট নিয়ে ক্ষমতায় থাকা মানবের কাজ হতে পারে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

তথ্যমন্ত্রী বলেছেন-দানবের সাথে মানবের সংলাপ হবে না। মন্ত্রী এই কথা বলার পরই আওয়ামী লীগের সমর্থক সবাই টক শো কে শুরু করে সব জায়গায় এই ডাইলগ মারছেন । এই সরকারের কোন নৈতিক ভিত্তি না থাকায় কি যুক্তিতে এটাকে তারা বৈধ বলবেন,তা নিজেরাই বুঝতে পারছেন না। এই জন্য কথা একঠা পাইলেই হল,এই বুঝি পাইলাম একটা যুক্তি। কোন যুক্তিই যখন হালে পানি পায় না। তখন গনজাগরনকে সামনে আনার চেষ্টা করা হয়,কখনো জংলির কথা বলা হয়। বলঅ হয় যে,আমরা না থাকলে দেশ জংলি হয়ে যাবে। তাই আমরা ক্ষতায় থাকতে হবে। কখনো বলা হয়,দেশে তো অনেক উন্নয়ন হচ্ছে সুতারং গনতন্ত্র দরাকার না্ই।

প্রশ্ন হল-মন্ত্রী নিজেদের কিভাবে মানব বলে দাবী করেন। অবৈধ ভাবে ৫% ভোট নিয়ে জনগনের ভোটাধিকার হরন করে প্রতিদিন ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করে মানবের সংগায় পড়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.