নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ও শান্তির অন্বেষায় ...

জোবাইর

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

জোবাইর › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা - ১৩ মে

১৩ ই মে, ২০২৪ রাত ৮:০৩

১৩ মে ২০০৬

দমননীতির অদ্ভুত কৌশল
সরকার নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ওপর দমন নীতির আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত বিচার আইন ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমন নীতির কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুতের দাবিতে বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচীর সময়ে গাড়ি ভাংচুরের ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যুব সংগ্রাম পরিষদের নেতরন্দাকে। দেলোয়ার ও বিরোধী দলকে ফাঁসানোর জন্য ভাংচুর করে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মেরে, গৃহবধূকে রাজপথে পিটিয়ে মিথ্যে মামলা দায়ের এবং দ্রুত বিচার আইনে বিচারের ব্যবস্থা আফতাব নামে দু'জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায় করা হচ্ছে। দ্রুত বিচার সম্পন্ন করার উদেশ্যে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ এই দু'জনকে হাতকড়া পরিয়ে রাজপথে এনে গাড়ি ভাংচুরের আসামী খোঁজার নামে টিভি ক্যামেরাম্যানদের ডেকে এনে তাদের দিয়ে ছবি তুলিয়ে দেখানো হচ্ছে। প্রশ্ন উঠেছে, গাড়ি ভাংচুরের ঘটনার আসামীরা কি রাজপথে ঘুরে বেড়াচ্ছে? রাজপথে গ্রেফতারকৃত রিমান্ডের আসামীদের এনে টিভির ক্যামেরাম্যানদের ডেকে এনে ছবি তুলিয়ে দেখানো হচ্ছেই বা কেন? নির্বাচনকে সামনে রেখে সরকার তার দমননীতির পক্ষে সাফাই গাওয়ার কৌশল হিসাবেই এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এই লক্ষ্যে গত ৯ মে পল্টনে গাড়ি ভাংচুরের ঘটনার পাঁচ দিন পর গাড়ির মালিকদের ডেকে এনে বাদী করে তাদের দিয়ে গাড়ি ভাংচুরের মামলা দায়ের করানো হচ্ছে।

১৩ মে, ২০১২

পুলিশ-বিএনপি সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্রে পরিণত
পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম। সংঘর্ষ চলাকালে এলোপাতাড়ি রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ ও মুহুর্মুহু গুলি ছোড়ে পুলিশ। গোলাগুলিতে প্রকম্পিত হয়ে ওঠে নুর আহমদ সড়কে অবস্থিত নগর বিএনপি কার্যালয়সংলগ্ন চারপাশের কয়েক কিলোমিটার এলাকা। টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপি সভাপতি সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক এমপি রোজী কবির, যুবদল সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তিসহ অন্তত শতাধিক নেতা-কর্মী। বিএনপি ও জামায়াত কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ৪০ পুলিশ সদস্য এবং তিনজন ফটোসাংবাদিকও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেফতার করে। রোববার বিকাল ৪টার দিকে নগর বিএনপি কার্যালয়ের আগে কাজীর দেউড়ি মোড়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুটি মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়।


ভারতে পিকের বিপুল সম্পদ
এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তাঁর সহযোগী সুকুমার মৃধার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতায়। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে একযোগে অভিযান চালিয়েছে ভারতের অর্থসংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তাঁরা কয়েকটি অভিজাত বাড়িসহ বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে পি কে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পি কে হালদারের আয়কর আইনজীবী ছিলেন সুকুমার মৃধা। পি কে হালদারের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগে সুকুমার মৃধাকে দুই মামলার আসামী করা হয়েছে।

১৩ মে, ২০২০
করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্য
২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬২, মৃত্যু ১৯, সুস্থ ২১৪। অসতর্কতা ঝুঁকি বাড়াচ্ছে।
দেশে এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত এক শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় নমুনাও পরীক্ষা হয়েছে সর্বোচ্চ ৭ হাজার ১০০টি) দেশে গত ৬৭ দিনের মধ্যে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এর আগ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩৪ জন শনাক্ত হয়েছিল।

১৩ মে, ২০০৯
প্রথমে হিটলিস্ট পরে ক্রসফায়ার জোট আমলের কীর্তি
বিগত জোটি আমলে রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলার অবনতিতে তালিকা তৈরি করে নিরাপদ হেফাজতে মানুষ হত্যা করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত স্থানের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তানজিম আহমেদ সোহেল তাজ বিভিন্ন প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন।

১৩ মে, ২০০৮
খালেদা কোকো সাইফুর মান্নান নিজামীসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশীট
গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর ছোট ছেলে আবাদাত রহমান কোকো, জোট সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ২৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।

১৩ মে, ২০০৩
আওয়ামী লীগের আহবানে আজ সারাদেশে অর্ধবেলা হরতাল।

১৩ মে, ২০০৫
বাসচাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু, শ্রীপুরে শতাধিক যানবাহন ভাঙচুর, মহাসড়ক অবরোধ

১৩ মে, ২০০৩
হরতালে বেধড়ক লাঠিচার্জ
রাজধানীর জীবনযাত্রা বিঘ্নিত অগ্নিসংযোগ সহিংসতা, আহত ৩০
যানবাহনে অগ্নিসংযোগ ও বিক্ষিপ্ত সহিংস ঘটনার মধ্য দিয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আহুত দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে যুব মহিলা লীগের মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জে ১৪ মহিলা আহতসহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় মোট ৩০ জন আহত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ৮ ব্যক্তিকে। সকালে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরা হরতালের সমর্থনে রাজপথে মিছিল বের করেন। বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আগের মতোই ছিল অবরুদ্ধ। বঙ্গবন্ধুর খুনী ও জেলহত্যা মামলার আসামীদের চাকরিতে পুনর্বহাল, জাতীয় সংসদকে অকার্যকর করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের কথা বলতে না দেয়া, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আওয়ামী লীগ এই হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে মঙ্গলবার রাজধানী ঢাকা দৃশ্যত অচল ছিল। পুলিশী প্রহরায় সরকারী অফিস-আদালত খোলা থাকলেও কাজকর্ম তেমন হয়নি। ব্যাংক-বীমায় লেনদেন ছিল বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্লাস বা পরীক্ষা হয়নি। বেসরকারী ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানসমূহ যথারীতি বৃদ্ধ ছিল।

১৩ মে, ২০০২
আইএমএফ বোর্ড মিটিংয়ে বাংলাদেশকে জরুরী সাহায্য প্রদানের প্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশকে দারিদ্র্য বিমোচন আর্থিক সাহায্য প্রদানের প্রস্তাব নাকচ করা হয়। তবে বৈঠকে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

১৩ মে, ১৯৯৬
টাঙ্গাইল ও জামালপুরে টর্নেডো - অর্ধশতাধিক নিহত।

১৩ মে, ১৯৯২
ডাঃ মিলন হত্যা মামলার আসামীরা বেকসুর খালাস
আলম খান ওরফে ডাঃ মিলন হত্যা মামলার অতি নীরুসহ অভিযুক্ত ১৩- জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হইয়াছে। অভিযুক্ত ১৩- জন আসামীর মধ্যে চারজন বিচারকালে অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ১৩ জনের মধ্যে হাবিলদার (অবঃ) আলাউদ্দিনকে হাঙ্গামা করার দায়ে দোষী সাবস্ট্য করিয়া ২ বৎসরের সম্ভ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মিলন হত্যার মামলা হইতে খালাসপ্রাপ্তরা হইলেন: গোলাম ফারুক ওরফে অভি, আসফাক খন্দকার তরফে আৰু আসফাক, খান এ মির্জা, হাবিলদার (অবঃ) আলাউদ্দিন, নাজরে মাইনুদ্দিন ওরফে শিমূল, হামিদুর রহমান, শেখ মাহফুজুর রহমান ওরফে আশীষ, মাসুদুর রহমান, মনিরুজ্জামান, লিয়াকত হোসেন ওরফে লিয়াকত।

১৩ মে, ১৯৯১

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করিয়াছে। সমগ্র জেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত । স্থানীয়ভাবে দুই তিন দিন যাবৎ বৃষ্টিপাত কম হইলেও সুরমা ও কুশিয়ারা নদীর উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার পানি নামিয়া আসার দরুন সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়াছে। সপ্তাহকালের গুরুতর এই বন্যার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণহানির সংখ্যা বাড়িয়া চলিয়াছে।

১৩ মে, ১৯৯০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষার দ্বিতীয় দিনে বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ কেন্দ্রের ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন নকলের দাবিতে পরীক্ষা বর্জন করে। তাহারা উপজেলার বিভিন্ন সড়কে মিছিল করে। তাহারা দাবী করে যে, গত শনিবার অন্যায়ভাবে ৪ জনকে বহিষ্কার করা হইয়াছে।

১৩ মে, ১৯৮৪
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন শিকারপুর সীমান্ত চৌকির জওয়ানদের ওলীতে দুইজন বাংলাদেশী নাগরিক নিহত হইয়াছেন। এই হতভাগ্য দুই নাগরিক হইতেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জিরো লাইন হইতে কয়েকশত গজ দূরের গরুরা গ্রামের শাহাজাহান আলী ও সিরাজ মণ্ডল।

১৩ মে, ১৯৮০
বিনা ছুটিতে এবং অননুমোদিতভাবে দীর্ঘদিন বিদেশে অব স্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন অস্থায়ী শিক্ষক
চাকরি হারাইয়াছেন। বিশ্ববিদ্যালয় নিয়মবিধি এবং চাকরির শর্তাবলীর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

১৩ মে, ১৯৭৬
প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বলেন, সারা বৎসর মাসিক ভিত্তিতে আন্তর্জাতিক নদীর পানির সুষ্ঠু বন্টনের মধ্যেই গঙ্গা নদীর পানি সমস্যার একমাত্র সমাধান নিহিত।

১৩ মে, ১৯৭৪
বাংলাদেশে নারকীয় যজ্ঞের হোতা লেঃ জেনারেল এ, এ, কে নিয়াজী ও তার দোসর মেজর জেনারেল রাও ফরমান আলীকে পাকিস্তান সরকার সামরিক বাহিনী থেকে অবসর প্রদান করেছে।

১৩ মে, ১৯৭৩
পল্টনে জাসদের জনসভা : রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবী
জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্যোগে পল্টন ময়দানে অনুষ্ঠিত বিরাট জনসভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ২৭শে মে দেশ- ব্যাপী খাত ও বস্তু সংকট এবং রাজনৈতিক নৈরাজ্য নির- সনের দাবীতে 'গণ-বিক্ষোভ' দিবস পালনের আহ্বান জানান। সভায় বাংলাদেশকে স্বীকৃতি দিয়া বাংলাদেশের মানুষের সহিত বন্ধুত্ব স্থাপনের জন্য গণচীনের প্রতি আহ্বান জানান হয়। দলের সভাপতি মেজর এম, এ, জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভার বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক জনাব আ.শ.ম, আবদুর রব, যুগ্ম সম্পাদক জনাব শাহজাহান
সিরাজ।

১৩ মে ১৯৭২
১৯৭১ সনের ২৫শে মার্চ যেসব অফিসার অফিসার বাংলাদেশে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের অধীনে চাকুরীতে নিযুক্ত ছিলেন। এবং পরে মুজিবনগরে বাংলাদেশ সরকারের অধীনে নিযুক্ত হইয় ছিলেন, বাংলাদেশ সরকার তাঁহাদের ১৯৭১ সনের ২৫শে মার্চের স্ব স্ব পদে ফিরিয়া যাওয়ার নির্দেশ দিয়াছেন।

১৩ মে ১৯৭১
সিলেটে ৩০০ মাইল সীমান্ত বন্ধ
পাকিস্তান সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তানের সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলের সীমান্তের সকল পথ পুরোপরি সিল করে দিয়েছে যাতে ভারত থেকে "দুষ্কৃতিকারীরা" পাকিস্তানে প্রবেশ করতে না পারে।

উদ্ধৃতি:

"অবিলম্বে খুনীদের গ্রেফতার না করলে গাজীপুরের ক্ষোভের আগুন সারা দেশে জ্বলবে। "
-বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা: ১৩ মে ২০০৪

সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল
৮। https://songramernotebook.com/

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৪ রাত ৩:৫৯

এমজেডএফ বলেছেন: আপনার "ফিরে দেখা" সিরিজে বিএনপির ন্যাক্কারজনক অতীত রাজনৈতিক কার্যকলাপের অংশবিশেষ দেখে আশ্চর্য্য লাগে যে এরপরেও বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের সমালোচনা করে কোন আক্কেলে? এখানে ব্লগের সুপরিচিত বিএনপি সমর্থক ব্লগারদের কোনো প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে না :P

১৪ ই মে, ২০২৪ দুপুর ১:২৮

জোবাইর বলেছেন: ১৯৭১ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত রাজনৈতিক উত্তান-পতন এবং দলবদলের পালায় বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতির একটি সম্যক ধারণা পাওয়ার জন্য পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হুবহু তুলে ধরছি। কোনো দলকে বড় বা ছোটো করার উদ্দেশ্যে নয়। ধন্যবাদ।

২| ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪৬

কামাল১৮ বলেছেন: বিএনপির সমর্থকরা এখানে এসে কোন মুখে কথা বলবে।লেখকতো তার মতামত দিচ্ছে না।লেখক পত্রিকার নিউজ তোলে ধরছে।

১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৪৭

জোবাইর বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। প্রধানত দুটি কারণে আমাদের তরুণ প্রজন্ম বাংলাদেশের ইতিহাস জানতে চায় না। প্রথমত: রাজনীতির প্রতি অনিহা, দ্বিতীয়ত: মিথ্যা ও বিকৃত ইতিহাস। বাংলাদেশের ইতিহাসের ব্যাপারে তাদের বক্তব্য, 'কোনটা সত্য আর কোনটা বিকৃত ইতিহাস তা নিয়েই যেখানে কাদা ছোড়াছুড়ি সেখানে ইতিহাস জানার আর উৎসাহই থাকে না।'

অনেকটা তাদের উদ্দেশ্যেই আমার এই উদ্যোগ যারা দেশের রাজনৈতিক ও আর্থ-সামজিক ঘটনাগুলো নিজেদের দৃষ্টিতে মূল্যায়ন করতে চাই। এখানে আমার নিজের কোনো মতামত নেই। শুধু প্রতিদিনের ঘটনাগুলো পত্রিকার ভাষায় তুলে ধরছি। কোনো নেতা বা ব্যক্তির মুখের কথাই নয়, পাঠক এসব জানা-অজানা ঘটনাগুলো পড়ে নিজেরাই এ দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের মূল্যায়ন করুক - এটাই প্রত্যাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.