নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সবকিছু ম্যানুয়াল হলে কাদের লাভ? সত্যিকারের ডিজিটাল ট্রান্সফরমেশনে চুল্কানি কাদের?

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭

৭০ লক্ষ জনসংখ্যা এবং মাত্র ৮০ হাজার বর্গকিলোমিটারের দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট বলকান দেশ সার্বিয়া ২০১৭ সালে ই-গভর্নমেন্টে রূপান্তরিত হয়েছে। নাগরিকদের জন্য সব সার্ভিস অনলাইন করার কারণে দেশটিতে কাগজের ব্যবহার একেবারেই কমে এসেছে। তারা ইতিমধ্যে ১৮০ মিলিয়ন পেপারশিট বাঁচাতে সক্ষম হয়েছে।

১৮০ মিলিয়ন A4 কাগজ = ৯০০ টন কাগজ (১৮ হাজার গাছ) + ৭৬ মিলিয়ন লিটারেরও অধিক পরিমাণ পানি + ৬ হাজার মেগাওয়াট-ঘন্টারও বেশি বিদ্যুৎ শক্তি

সার্বিয়া ই-গভর্নমেন্ট চালু করে যেভাবে গাছ, পানি ও বিদ্যুৎ বাঁচালো

বাংলাদেশ যদিও অনেক বছর আগে নামকাওয়াস্তে ডিজিটাল যুগে প্রবেশ করেছে, তথাপি অত্যাধিক জনসংখ্যার চাহিদা মেটাতে, কিংবা দুর্নীতির কারণে, কিংবা পশ্চাদপদমুখিতার কারণে, বাংলাদেশে গভর্নমেন্ট, ব্যুরোক্রেসি, ফাইনান্স, এডুকেশন, ব্যাংকিং, হেলথ, বিজনেস সহ কোন সেক্টরেই প্রয়োজনমাফিক আধুনিকীকরণ করা হয়ে উঠে নি। ফলপ্রসূত, Red Tape বা আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির সম্ভাবনাও কমানো যায়নি। যেকোন কিছুতে কাজের ধীর গতি, অকার্যকারিতা, অনিরাপত্তা, অবৈধ-অনৈতিক কাজের প্রবণতা, এবং ক্ষণস্থায়ী উন্নয়নের জন্য দায়ী "ডিজিটাল বাংলাদেশ" সফলভাবে স্থাপন করতে না পারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় ৪টা ওয়েবসাইট বানাতে সাড়ে দশ কোটি টাকা, ৫টা ডেটাবেইজ বানাতে সাড়ে ১০ কোটি টাকা, ৫টা সফটওয়ার বানাতে ৫৫ কোটি টাকা খরচ করেছে- এসব সেদিন এক সাংসদের বক্তব্যে শুনে আশ্চর্য হইনি। বাংলাদেশের সড়ক ও সেতু বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল কেন, সেটাও আমরা জানি। জেনেও চুপ থাকি; কারণ ঐসবের সুবিধাভোগ ও ভাগ পাওয়ার জন্য আমরা সুযোগের অপেক্ষায় থাকি। সবকিছুতে মধ্যস্ততাকারীদের হস্তক্ষেপের সুযোগ নিয়েই প্রত্যেকটা মন্ত্রণালয়ের ৩য় শ্রেণীর কর্মচারী বা কেরানীরা ১০ থেকে ২০ হাজার কোটি টাকার মালিক হয়ে যায় নিয়মিত অফিস না করেই!

কারা এবং কেন বাংলাদেশকে স্বচ্ছ, দ্রুত, মানবসংস্পর্শবিহীন ই-গভর্নমেন্ট, ই-ব্যাংকিং, ই-এডুকেশন, ই-ফাইনান্স, এসবে রূপান্তরিত হতে দিবে না ও দিচ্ছে না- সেটা দুগ্ধপোষ্য শিশুও বুঝে।



------------------------------------------
সংযোজনীঃ-

আজকের শীর্ষ শিরোনাম হচ্ছেঃ-
"বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়, আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইএফটি বন্ধ"

পাঠকেরা ডেইলি স্টারের ফেসবুক পেইজে এই খবরের পোস্টের নিচে যা যা কমেন্ট করছেন, তার মধ্য থেকে চুম্বক অংশ তুলে ধরা হলোঃ-

১) Hacking in progress- এরকম কোন ঘটনা নাকি?
যারা জানেন না তাদের বলছি। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনাটা আমাদেরকে বেশ ভাল ইন্টারন্যাশনাল রিকগনিশন দিছে। এমনিতে বাংলাদেশ নামে কোন দেশ যে আছে সেটা পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ টোটালি জানে না। কিন্ত হ্যাকিং এর ঘটনার পর অনেকেই এটা জানছে। তাবৎ দুনিয়ার সবচেয়ে বড় তিনটা হ্যাকিং এর ঘটনার একটা কিন্ত আমাদের এইটা। বিশ্বাস না হইলে ইউটিউবে সার্চ মাইরা দেখেন। So I'll call it a small price to pay for a huge publicity

২) একদিন সকালে উঠে দেখবো দেশের সব অর্থ আমেরিকা, ঈসরাইল আর ভারতের আমাদের আর কিছুই নাই। কি সুন্দর সিস্টেম , ভারত আইটি দখল করেছে, আমেরিকা অর্থ জমা রাখছে, আর ঈসরাইল প্রযুক্তি দিচ্ছে আমাদের হাতে আছে কচুটা কাগজ কলমে না ফিরলে এর পরিণতি খুব ভয়াবহ হবে।

৩) ব্যাংকের আইটি সেক্টর ভারতীয়দের করানোর ফল। দেশের আইটি বিশেষজ্ঞদের নূন্যতম মূল্যায়ন করা হয়নি। এত অদক্ষ আর কান্ডজ্ঞানহীন অসচেতন, দায়িত্বজ্ঞানহীন লোকজন দিয়ে কীভাবে একটা রাস্ট্রের ব্যাংক চলে!!!
সোমালিয়ান দস্যুরাও এতটা এলোমেলো টাইপের না।

৪) "ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি..." ব্যাংকের কেবল সাধারন বাসা-বাড়ির কেবল সংযোগ না। এটা একা একা বিচ্ছিন্ন হয় না, হলেও জোড়া লাগাতে দিনের পর দিন লাগে না। অর্থনৈতিক মন্দা ফেলার জন্য এটি একটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ। এর মধ্যে দেশের কোটিপতিরা হাহা রিয়েক্ট দিয়ে যাচ্ছে কারন তাদের বেতন-বোনাসের চিন্তা নেই।

৫) লকডাউনে ব্যাংক পুরোপুরি বন্ধ থাকবে মনে করে হয়তো কোন কুচক্রী মহল বৃহৎ কোন চুরির উদ্দেশ্যে এই কাজ করতে পারে; কেননা এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল তখন দীর্ঘ বন্ধের সুযোগ নিয়েছিল চোরেরা। তখন শোনা যাচ্ছিল এই চোরদের একটা অংশ ব্যাংকের মধ্যে রয়েছে, যদিও তাদের ব্যপারে বিস্তারিত কোন খবর প্রকাশ করা হয় নাই...

৬) ব্যাংকের আইটি ডিভিশন নাকি কোন বিজনেস আনেনা। আইটির লোকেরা নাকি ধইঞ্চা। বর্তমানে আইটি ছাড়া ব্যাংকিং এর অন্য সব ডিভিশন ধইঞ্চ্যা।।

৭) হেনরি কিসিঞ্জার বলেছে তলাবিহীন ঝুড়ি, ঝুড়ি হয়ত তলাবিহীন নয় কিন্তু ঝুড়িতে যে অজস্র ছিদ্র আছে সেটা এ দেশের দায়িত্বহীন লোকগুলাই। জ্ঞান নাই আবার প্রযুক্তি নিয়ে বাড়াবাড়ি করে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০১

সাহাদাত উদরাজী বলেছেন: আমার কিছু অভিজ্ঞতার কথা বলি, ১৯৯১ সালে আমি প্রথম বিদেশ যাই, দাম্মামে গিয়ে দেখি, সেই সময়েই এক ব্যাংকের একাউন্টের টাকা আর এক ব্যাংক থেকে উঠানো যায়, সব ইন্ট্রিগ্রটেড, এটিএম কার্ড থেকে শুরু করে সব কিছু, সে ই সময়েই। ৩০ বছর পরে এমন সুযোগ এখনো আমাদের দেশে তৈরী করতে পারে নাই, অথচ ডিজিটাল ডিজিটাল! মুখে অনেক সময় গালি আসে কিন্তু দিতে পারি না! আসলে সব কিছু ডিজিটাল হলে চোর, ঘুষ্দখোর, কমিশনখোরদের সমস্যা, ফলে মুখে বলে কাজে দেখায় না!

এখনো ডিজিটাল সার্টিফিকেট, পুলিশ সার্টিফিকেট বা এমন কিছু হলেও কয় সত্যায়িত করে আনতে হবে! বুঝেন অবস্থা!

সুশাসক খুব দরকার, সুবিবেচনার সরকার প্রধান খুব প্রয়োজন।

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৫

আবীর চৌধুরী বলেছেন: শুধু তাই না। এই দেশে যেকোন ডিজিটাল বা ই-ডকুমেন্ট সাবমিট, উইড্র বা প্রসেসিং এর সময় ম্যানুয়াল বা পেপার ডকুমেন্টেশন এর লেনদেনও হয় প্রচুর। এবং অনেক ক্ষেত্রে না করেও কোন উপায় নেই।

এই যেমন, চলমান কঠোর লকডাউনে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস না নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে না। এদের অনেকে নিজে স্মার্টফোনে বা কম্পিউটারে নির্দিষ্ট ওয়েবসাইট বা এপ্লিকেশনে ঢুকে এটা করতে পারবে কিনা সন্দেহ আছে। করতে পারলেও পাস-টা দেখানোর জন্য প্রিন্ট করার জন্য প্রিন্টার পাবে না প্রায় কেউই। পুলিশকে যদি একনোলেজিং মেসেজ বা এরকম কিছু ডিজিটাল ডকুমেন্টেশন দেখাতে পারে, তাহলেই যাত্রাপথে সমস্যা হবে না।

আরো একটা লক্ষণীয় ব্যাপার- এই দেশে সবরকম ডিজিটাল আবশ্যিক নাগরিক সেবার ক্ষেত্রে বেশি টাকা খরচ করতে হয়, যেকারণে নাগরিকেরাও ডিজিটাল লাইফস্টাইলে অনীহা প্রকাশ করে। তবে আমার মতে, অধিক জনসংখ্যাই হচ্ছে এসব সমস্যার মূল কারণ।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৯

সভ্য বলেছেন: সুন্দর সময়পোযোগী পোষ্ট পড়লাম। অনেক কিন্তু আছে সেটাই আলোচনায় যাবো না.উদরাজী ভাইজান যা বলেছেন তার সাথে সহমত প্রকাশ করছি। ঘুষখোর, দুর্নীতি ইচ্ছা করলেই কমানো যাবে কিন্তু ইচ্ছা কেনো করবে? তাই তো সব জায়গা চুপ চাপ.এইভাবে ২০৪১ পার হবে.ততদিনে আমরা ফৌত। দেখে যেতে পারবো না, নেক্সট জেনারেশন নিয়ে আমরা আজ বেশী চিন্তিত, আমাদের আসলে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। উভয়কেই নুতন বছরের শুভেচ্ছা।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭

নতুন বলেছেন: দূনিতি করতে কস্ট হবে তাই এই সবে মানুষের আগ্রহ কম আমাদের সমাজে।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: আমাদের উত্তরসূরীদের কোথায় রেখে যাচ্ছি আমরা?
দেশের বেশিরভাগ জনগণকে অশিক্ষিত রেখে ডিজিটাল দেশ সম্ভব?

৫| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: মানুষ সব অন্যায় অবিচার, দূর্নীতি আর জুলুম দেখতে দেখতে ক্লান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.