নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঢাকার/বাংলাদেশের বসবাসযোগ্যতাঃ আমাদের উদাসিনতা ও উন্নাসিকতা

০৮ ই জুন, ২০২১ বিকাল ৩:২৪

ঢাকার বাসযোগ্যতা আশঙ্কাজনকভাবে কমেছে

আজকের ঢাকা-পোস্টের উপরের প্রতিবেদনটা পড়ে, গত বছরের ৪ জুনের আমার এই ফেসবুক পোস্টটার কথা মনে পরে গেলঃ-
-----------------------------------------------------------
এত সমস্যা, সংগ্রাম আর সংঘর্ষ এর পরেও বাংলাদেশের মানুষ কেন বিদেশেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, সেটা কখনো ভেবে দেখেছেন? "সৌভাগ্যবান" যারা বিদেশে স্থায়ী হয়ে যান, তাদের শেয়ার করা ছবি, ভিডিও, তাদের মুখে শোনা ঘটনাগুলো শুনে, কখনো বাংলাদেশের সাথে তফাত খোঁজার চেষ্টা করেছেন?

কেন মানুষ দেশকেই বিদেশ এর মত বানানোর চেষ্টা না করে, বিদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করে, সেটা জানার জন্য কিছু সহজ প্রশ্ন দিয়ে শুরু করি।

১) বাংলাদেশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে পারবেন?
২) বায়ুদূষণ কমাতে পারবেন?
৩) সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে পারবেন?
৪) সরকারি চাকরি/শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি চাকরি/শিক্ষাপ্রতিষ্ঠান এর পার্থক্য কমিয়ে আনতে পারবেন?
৫) রাস্তাঘাট, ফুটপাত, পাবলিক প্লেস, সবকিছু যথাসাধ্য পরিচ্ছন্ন রাখতে পারবেন?
৬) পুকুর, খাল, নদী, জলাশয়গুলো বাঁচাতে পারবেন? এগুলোর পানি স্বচ্ছ দেখেছেন শেষ কবে?
৭) খেলার মাঠগুলো বাঁচাতে পারবেন? শেষ কবে মাঠগুলোতে স্বচ্ছ-সবুজ প্রাকৃতিক ঘাসের আচ্ছাদন দেখেছেন?
৮) গণপরিবহন, গণশৌচাগার, গণপাঠাগার, সরকারি হাসপাতাল, সরকারি ভার্সিটির হোস্টেল, এগুলির অমানবিক, অশোচনীয় অবস্থাকে বছরের পর বছর অবনতির দিকে নিয়ে যাওয়া থামাতে পারবেন? নর্দমার কীটের জীবনযাপনকে normalize করা থামাতে পারবেন?
৯) তৈলমর্দন এর রাজনীতি, হিংসাত্মক ও প্রতিশোধের রাজনীতি, পারিবারিক বংশানুক্রমিক রাজনীতি, আমলা ও ব্যবসায়ীদের সাথে মিলে লুটপাটের রাজনীতি, বাকস্বাধীনতা দমনের রাজনীতি, নির্লজ্জতা-নির্লিপ্ততা ও অসততার রাজনীতি- থামাতে পারবেন?
১০) প্রতিটা মানুষের স্বার্থপর ও পাশবিক চিন্তাভাবনা বন্ধ করতে পারবেন?

এই ১০ টা প্রশ্নের বাইরেও শত শত প্রশ্ন করতে পারবো। যার সবগুলির উত্তর হবে- "না"; পারবো না।
জানি, পারবেন না। আমিও পারিনি, পারবো না। ক্ষমতা বা টাকা থাকলেও পারতাম না। কারণ, একার পক্ষে বা সংখ্যালঘিষ্ঠ মানুষের পক্ষে এসব পরিবর্তন আনা অসম্ভব।

ইহকালে কষ্ট করে, কষ্ট সহ্য করে, পরকালে শান্তি পাবো- এইরকম আশা করা মানুষের সংখ্যাও কম না। তারা বুঝতে পারেনা, মানুষের নোংরা চালচলন ও স্বভাবের কারণেই বেহেশত হতে বিতাড়িত হয়েছে। পৃথিবীকে বা নিজের বসবাসস্থলকে নিজের ও অন্যের বসবাসের জন্য অযোগ্য বানিয়ে, মরার পরে চিরসুখের স্বপ্ন দেখা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না।

প্রাণীজগতের মধ্যে কুকুর ও কাক মোটামুটি ইতর শ্রেণীর। কারণ তাদের সন্তান জন্মদান, খাদ্যাভ্যাস, যৌনাচরণ, ইত্যাদির মধ্যে ইতরামি ও নীচতা খুব বেশি। উন্নত দেশের পোষা কুকুর না, বাংলাদেশের রাস্তার বেওয়ারিশ কুকুর দেখলে বুঝবেন, তাদের সন্তান জন্মদানে কোন নিয়ন্ত্রণ নেই। খেতে পারুক না পারুক, বাচ্চা জন্ম দিয়েই যায় এরা। সেন্ট মার্টিনের মত জনবিচ্ছিন্ন দ্বীপে এই অনিয়ন্ত্রিত কুকুরের দল ক্ষুধার তাড়নায় অন্যান্য দুর্লভ প্রাণীদের তাড়া করে খাচ্ছে; স্বচক্ষে দেখেছি।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই কুকুরদের চেয়েও ইতর। বছরের পর বছর, এই সামান্য এতটুকু দেশে, বাচ্চার পরে বাচ্চা প্রোডাকশন দিয়ে গিয়েছে। অথচ, gross productivity এবং manufacturing industry তে সেই উৎপাদনশীলতা নাই। কোন কিছুতেই নিয়ন্ত্রণ আর শৃঙ্খলা নাই এই জাতির। কিভাবে ভালো কিছু আশা করা যায়?

উপরের যে ১০টা প্রশ্ন উত্থাপন করলাম, বাংলাদেশের ভেতরেই ক্যান্টনমেন্টগুলিতে গেলে এই ১০টা সহ আরো অনেক ব্যাপারে, মোটামুটি সবকিছুতে সভ্য চালচলন দেখতে পারবেন। এতে কি প্রমাণিত হয়? ইতর, বর্বর ও বিবেকহীন এই জাতিকে একমাত্র অস্ত্রসজ্জিত সামরিক জান্তাই লাইনে আনতে পারে।

মহামারি, মন্দা, মারামারি এসব বিশ্বের দেশে-দেশে কমবেশি শুরু হয়েছে; এবং স্বাভাবিকভাবেই আরও বাড়বে। কিন্তু, বাংলাদেশে এসবের মাত্রা আরও বেশি হবে। মহামারি ও মন্দা ছাড়াও বাংলাদেশ কোনকালেই ঠিক ছিল না, ঠিক হবে না। এখানে কেউ শাসন করবে, কেউ লুট করবে, কেউ পা চাটবে, কেউ আমৃত্যু সহ্য করবে, কেউ আমরণ শোষিত হবে, বাকিরা পালিয়ে বাঁঁচবে।

ভাবতে অবাক লাগে, নরওয়ে ও এরকম আরো কয়েকটা দেশে, রোগ-শোক, মন্দা-দুর্যোগ, ইত্যাদি বৈশ্বিক কোন সংকটের তেমন একটা প্রভাবই পরে না।
আর ভাবতে এটাও খুব খারাপ লাগে, বেশিদিন হয়তো এরকম সুন্দর, শান্তিপূর্ণ আর সুশৃঙ্খল দেশে থাকাটা হচ্ছে না।
(ছবিটা আমার তোলা না; সংগৃহীত।)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



ঢাকার জনসংখ্যা কিভাবে এত বাড়ছে?

২| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের মানুষ ঘর থেকে বাইরে বের হলেই বদমাশ হয়ে যায়।

৩| ০৯ ই জুন, ২০২১ সকাল ১১:০৫

আমিই সাইফুল বলেছেন: একবার শুধু ফেসবুকে বলেছিলাম বাংলাদেশের মানুষের জন্মনিয়ন্ত্রন করা দরকার। ফেসবুকেই কল্লা ফালাই দিতে আসছিলো। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.