নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
পাখীর স্বেতশুভ্র পালকের মত সাদা লঘু মেঘ
ভেসে আসুক ডাহুক পাখীরা বনের ছায়ার নীচে
ছোয়ায় যেন রোদে পুড়া দেহে তাদের ভিজে চোখ
শিতলতায় জড়িয়ে ধরুক বাজুক সুখের বাঁশি ।
চৈত্রের খরতাপে ছিড়ে যেন না যায় নাড়ীর বন্ধন
দেখিনা যেন ক্রন্দন তার ক্ষুধাতুর দুটি আখি তুলে
ধুধু মাঠ ধানক্ষেত কাশফুল বুনোহাঁস বালুকার চর
পাখীর ছানার মত পড়ে থাক শিতল বুকের উপর ।
ভিজে ঘাস-হেমন্তের শিতল বাতাস ঝোনাকির ঝড়
মাটির বাকে চুমা দিক নিবে যাক চৈত্রর লাল মাঠ
নিবে যাক মৃত গোক্ষরার ফনা চৈত্রের কঙ্কন রাশি
সর্বনাশা কোন ব্যসন-বাসনা উতলা না করুক তাকে।
স্বর্গ হতে আসুক এক খন্ড তারা ছুটে নিয়ে যাক দুরে
আধো আলো- অধেক আধারে এলো মেলো ডানা মেলে
দুরে আরো দুরে চলে যাক উড়ে উড়ে নিলিমার পরে
আগুন না ছুড়ে পরশ দিক অসীমের আঁচল তলে ।
শকুনের পাখা যেন মাঝপথে তাকে না দেয় থামিয়ে
উত্তাল ঝঞ্জার মত বেদনার আর্ত কোলাহলে সে যেন
উথলিয়া উঠেনা যেন দুরন্ত বাতাসে মেঘের ছায়াতলে
দুর আকাশের বুকে যায় যেন ভুলে নেশাখুর তৃষা ।
চৈত্রের ঋতুরাগ ঝেড়ে উঠুক বৈশাখী দুর্বাধানে শুভি
ফাগুনের আগুন ঝড়া শব্দের যতসব কঠিন অনুভুতি
পালায়না যেন দ্রুত বহমান পলাতকা নিলিমার পরে
জরায়ুর ডিম্বে যেন জম্মে তার ঈস্পিত বাঞ্ছিত সন্তান।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: এ যে যার তার কথা নয়, এ যে মুসাফির নামা , যে দেশ বিদেশ ঘুরে , আছে অনেক জানাশুনা । অনেক ভাল লাগল শুনে , ধন্যবাদ ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: এ যে যার তার কথা নয়, এ যে মুসাফির নামা , যে দেশ বিদেশ ঘুরে , আছে অনেক জানাশুনা । অনেক ভাল লাগল শুনে , ধন্যবাদ ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
মুসাফির নামা বলেছেন: কবিতাটা প্রিয়তেও নিলাম।দ্বিতীয়বার পড়ে আরও ভাল লাগল।
১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । এখানে আসার আগে আপনার সাক্ষাৎকার পর্বটি সেরে এসেছি রেখে এসেছি এক টুকরো মন্তব্য । অনেক ভাল লাগল এখানেও সেখানেও । ভাল থাকুন এ কামনা থাকল ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:১১
কালনী নদী বলেছেন: আপনি কি কবিতা সাধন করেন ভাই?
৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সাধন ওরে বাবা এ কর্ম আমার নয় । কবি এটা বিধাতার দান যে পায় সে এমনিতেই পায়, করলে কেও সাধন তা শুধু বিফলেই যায় । আমার এরকম লিখাকে আমি কখনো কবিতা বলিনা, সব জায়গায় বলি কবিতার মত দেখতে , এটা একটি লিখা না কবিতা তা পাঠকের বিবেচ্য বিষয় তবে আমার কাছে জগতের সকলিই ছন্দময় যেমন শুনি গাছের পাতার মর্মর ধ্বনি, পানির কলকলানি , রুম ঝুম বৃষ্টি । আল্লার সৃষ্টি জগতটাকেই মনে হয় কাব্যিক সৃষ্টি । দেখুন না আমাদের পবিত্র কোরান কেমন কাব্যময় , দুনিয়ার সেরা ক্াব্যগ্রন্থ হিসাবে স্বিকৃত । যদিও কবিতার বিষয়টি ইতিপুর্বে আমার মনে দেয়নি তেমন নাড়া তবে ইদানিং সামুর পাতায় এসে কবি সমাবেশে সঙ্গগুণে মনের ভিতর কিছু কিছু পেতেছি সাড়া । মনে হলো এটা হতে পারে উচিত কথা বলার সুকোমল হাতিয়ার , যত শানিবে তত হানিবে , মচকাবে তবে ভাংগিবেনা শেষ বেলায় রেখে যাবে তার অমোঘবাণী । ইচ্ছে হলে কেও পড়িবে কেও মারিয়ে যাবে কিস্তু শুনাবেনা তেমন ধিক্কার বাণী। কবিতার ভুবনে যত আছে ছন্দময়ী সকলেই আমার কবিতার প্রেরণাদায়ী । সকলের তরেই থেকে যাবে আমার শ্রদ্ধাবাণী । একটি সুন্দর মনোমুগ্ধকর ছবি দেখানোর জন্য অন্তরের অন্তস্থল হতে জানাই ধন্যবাদ । কোন এক কবির হাতের নিপুন ছোয়ায় এ ছবিটি গাছের কুঠুরী ফুরে মুর্তমান হয়ে আসুক ধরণীর বুকে এ কামনাই থাকল ।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার কথা হোক কবিতায় কবিতায় ।
৭| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
কবিতার কথায় কথায় অনেক সুন্দর সুন্দর ছবি ফুটে উঠেছে।
কবিতায় ভাল লাগা + +।
৮| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
প্রকৃতি দর্শন উপমা সর্বোপরি গ্রাম বাংলা অসাধারণ।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১
মুসাফির নামা বলেছেন: অসাধারণ কবিতা।