নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
বৈখাশী ঝড়ের দিনে
কুরানো আম হয়ে
মাখামাখি যায় কি ভুলা
একি শুধুই শৈশবের খেলা?
চাছা ঝিনুকের ছুরি দিয়ে
মিহি করে কাটা কুটি
নুনসহ কাঁচা লংকায় ডলে
ঝালভর্তা জীবন যায় চলে ।
আমিতো অনুভব করতে চাই.
ছোয়া চাই তোমার চাঁছুনির
আমি স্বাদ নিতে চাই
তোমার প্রিয় চুম্বনের ।
মাথা হতে লেজ পর্যন্ত চেছে
পাজর ভেদ করে বুকের অস্থিখানে
কেটে চিরে খুঁজে ফির সুখের অনুভব
কেন রসনায় করতে পারনা আস্বাদিত ?
চাইনা পেতে কারো ক্ষুধার্থ স্পর্শ
পরতে চাইনা কারো লোভের খপ্পরে
চিন্তা ও চেষ্টাও করিনা কভু পেতে
অশুরের মতন কোন কামনার সুখ ।
কৌশলী ছুরির আঘাতে ক্ষত বিক্ষত
বিপরিত স্রোতে ডুবন্ত নৌকার মত
ফুটু হওয়া আমের আটি হয়ে
তালহীন সুরে চলাটাই কষ্ট ।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫০
ডঃ এম এ আলী বলেছেন: দাদা অনেক অনেক ধন্যবাদ । পাকা রসালো আম খেতে থাকুন আর ভাল থাকুন ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এ বছর কাঁচা আম খুব কমই খেলাম। ছবিটা দেখে খেতে ইচ্ছা হচ্ছে।
অ.ট. : কিছু মনে করবেন না, একটা প্রশ্ন না করে আর থাকতে পারলাম না। কিউরিয়াস।
এই ২-৩ দিনে আমার ব্লগে পোষ্ট করা ৫ টি কবিতায় আপনার মূল্যবান মন্তব্য দিয়েছেন, মন খুলে প্রশংসাও করেছেন। অথচ সেসব পোষ্টে লাইক করেন নি। আপনার স্বাধীনতা, আপনি লাইক নাই দিতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হল, আপনার কাছে যদি সেসব পোষ্টকে অযোগ্যই মনে হয়ে থাকে তবে মন খুলে প্রশংসা কেন?
নিতান্তই জানার আগ্রহ থেকে প্রশ্ন করলাম। আমার ব্লগে আপনি সবসময়ই আমন্ত্রিত, লাইক দেন বা না দেন।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
ডঃ এম এ আলী বলেছেন: অনুভবে ভাবি যেখানে অাছেন সেখানেও কাঁচা অাম পাবেন খেয়ে ফেলুন এখনই , আমের কান্নায় ভয় পাবেন না । NY থেকে এক রিলেটিভ বলেছিল মজা করে কাাঁচা আম খেয়েছি, তার জন্যই মুলত চট করে এই Satirical লিখাটি ।
আমি খুবই দু:খিত লাইকের ঘরে ক্লিক করা হয়নি । মনভুলা মানুষ । এক গবেষণামূলক লিখা নিয়ে সন্ধা ৭ টায় বসেছি রাত পেরিয়ে সকাল গড়িয়ে গেছে একটানা, যখন ক্লান্তি বোধ করছি কবিতায় গেছি ক্লান্তি হরণের জন্য । পোষ্টকে আমার অযোগ্য মনে হয়েছে বলে কি মনে হয় আপনার, পোষ্টটি ভাল না লাগলে কলমের একটি আচরও পরতনা । যাহোক এরকম ভুল যেন আর না হয় সে দিকে খেয়াল রাখব । সবগুলিতেই লাইক দিয়ে দিব । তবে এখন নয় ঘুমে চোখ কাহিল । ঘন্টা ছয়েক পরে আসব ফিরে ব্লগে । অনেক ধন্যবাদ কাঁচা আম দেখার জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রতিউত্তরের জন্য এবং ভুল না বোঝার জন্য।
আমি শুধু কারণটাই জানতে চাইছিলাম। জানতে পেরে ভাল লাগছে।
কোন অসুবিধা নেই, আপনি যেভাবে মূল্যায়ন করতে চান সেভাবেই করবেন।
এখন আপনার গবেষণার বিষয়টা জানতে ইচ্ছা করছে।যদি আপনার আপত্তি না থাকে।
অনেক ভাল ঘুম হোক, ভাল থাকবেন
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভুল ভাংগার জন্য । পঠিত কবিতাই বলে দিবে মুল্যায়ন কোন দিকে যাবে । কবিতার মুল্যায়ন সে অনেক কঠীন কাজ ,যে যেদিকে পারে সে সে দিকে নিয়ে যেতে পারে । কবিতা সম্পুর্ণ কবির এখতিয়ারভুক্ত যতক্ষন থাকে তা নীজের মধ্যে তবে যখন তা প্রচার মাধ্যমে যায় তখন কবি স্বাধিনতা হারায় , চলে যায় পাঠকের দখলে । যাহোক, অতি সাধারণ বিষয়ের উপর গবেষণা , প্রকৃত অর্থে এটা গবষণার উপর পর্যালোচনামুলক ফরমায়েসী কাজ, বিষয়টা জানাতে আপত্তি থাকার কোন কারণ নেই ,Developing the space matrix of time management of ……….(organization)। তবে কনসালটেন্টকে তো কিছু কনফিডেনসিয়ালিটি মেইনটেন করতেই হয়, তাই .......কিছু দিতে হল । যাহোক ভাল থাকুন শুভ কামনা থাকল ।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০
রিপি বলেছেন: কবিতা ভালো লেগেছে। তারচেয়েও ভালো লেগেছে কাঁচা আমের ছবি। কাঁচা আম না খেতে পারার জন্য একটা দীর্ঘশ্বাস রেখে গেলাম।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য
দীর্ঘশ্বাসের কোন কারণ নেই
পাঠালাম এক গুচ্ছ আম
তবে আম খাওয়ার আগে
তার কথাটি একটু শুনবেন ::
নুন আর কাঁচা মরিচ দিয়ে ডলা
ঝাল ভর্তাতে জীবন যায় চলে
খেতে চাও যদি চিনি মাখা
ভর্তাই খেয়ো নুন মরিচ হতে
দুরেই থেকো মুছে যেন না
যায় ঠুটের রংগীন মেকাপ ।
অনেক শুভ কামনা থাকল ভাল থাকুন ।
৫| ০১ লা মে, ২০১৬ রাত ১:১৯
রিপি বলেছেন:
কথা গুলো পড়ে আর সহ্য করা গেলোনা। দীর্ঘশ্বাস আর ভারী হলো।
হায়রে কাচা আম।
০১ লা মে, ২০১৬ রাত ২:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: কি আর করা এবার কাঁচা পাকা এক ঝুরী পাঠালাম । চাইলে আরো দিতে পারব হায় হায় করতে হবেনা । এতক্ষন আপনার ব্লগে ছিলাম রবিন্দ্র সংগ শুনছিলাম । খুব ভাল লাগছিল আবারো যাচ্ছি , রবিন্দ্র সংগীত শুনতে শুনতে লিখা পড়া করতে খুব ভাল লাগে । চয়েজ গুলি খুবই রুচী সম্পন্ন । দেখা হবে সেখানে । ভাল থাকুন শুভকামনা থাকল । কি আর করা এবার কাঁচা পাকা এক ঝুরী পাঠালাম । এতক্ষন আপনার ব্লগে ছিলাম রবিন্দ্র সংগ শুনছিলাম । খুব ভাল লাগছিল আবারো যাচ্ছি , রবিন্দ্র সংগীত শুনতে শুনতে লিখা পড়া করতে খুব ভাল লাগে । চয়েজ গুলি খুবই রুচী সম্পন্ন । দেখা হবে সেখানে । ভাল থাকুন শুভকামনা থাকল ।
৬| ০১ লা মে, ২০১৬ রাত ২:৫০
রিপি বলেছেন:
হুম যান গান শুনতে যান। গান গুলি তবু শুনতে পারবেন আর আপনার দেয়া আমগুলি আমার আর খেতে হবে না। চেয়ে চেয়ে দেখতে হবে।
এক বালতি দুঃখ সাথে এক চিমটি হিংসা আপনার আমে।
০১ লা মে, ২০১৬ ভোর ৪:২২
ডঃ এম এ আলী বলেছেন: দেখেন গিয়ে সেখানে রবিন্দ্র তালে
কি বেতাল লাগিয়ে দিয়ে এসেছি
শুনবনা আর শুনবনা রবি বেটার গান,
এবার থেকে শুনব মোরা রিপি গীতিখান
এখন থেকে আম খাবনা শুনব শুধুই গান
দু:খ হিংসা ভুলে গান গেয়েই থাকুন ভাল ।
৭| ০২ রা মে, ২০১৬ রাত ১২:৫৮
রিপি বলেছেন:
রিপি গীতিখান
নাম খানা মন্দ হয় নাই।
ওকে তাহলে যেয়ে দেখে আসি কি তাল বেতাল লাগায়ে আসছেন।
৮| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মোবাইলেই কবিতাখান পড়ে নিয়েছিলাম........
কাচা আমের ভর্তা সেদিন বানিয়েছিলাম
দাওয়াত রইল আবার বানাব
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ
৯| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: দাওয়াত কবুল । আমার বাড়ীতে এসে আমভর্তা খেয়ে যাবেন না তাকি হয় । এক বাটি দিলাম । এটা ঝাল নয় চিনি মাখা, সেদিন যা বানিয়ে খেয়েছিলেন তা মনে হয় চিনি মাখাই ছিল ।
খুব খুশী হলাম আমের কান্না সুন্দর লাগার জন্য, কান্নাও যে সুন্দর হয় জানা ছিলনা ।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।
১০| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: বৈশাখ মাসে কাঁচা আমের কবিতাটি যথার্থ হয়েছে। তবে শেষের দু'স্তবকে কেমন যেন একটা অভিমানের সুর শুনতে পেলাম।
চাঁছা ঝিনুকের ছুরি দিয়ে আম কেটে খাওয়ার সেই শৈশবের দিনগুলোতে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য, আপনার এ কবিতাটি পড়ে।
কবিতায় দ্বিতীয় ভাললাগা। + +
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরাতন একটি কবিতা পাঠ করে
সুন্দর মন্তব্য দানের জন্য ধন্যবাদ ।
হ্যা ঠিকই ধরেছেন ,শেষের দুই স্তবকে
অভিমানের সুর রয়েছে। আমার শৈশবে
ঝরের দিনে আম কুড়াতে গিয়ে অনেকের
অনেক রকম অভিজ্ঞতাই আছে, কোনটার
পরিনতি সুখের আর কোনটার পরিনতি
জন্ম দেয় অভিমানের ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
বিজন রয় বলেছেন: হা হা হা .....
সময়ের কবিতা।
আজ এবছর প্রথম পাকা আম খেয়েছি।