নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
ভালবাসার ঋণে শৃংখলিত নিশীদিন
চোখ মোদলেই স্মরনে শুধু আসে
শোধের কথাটি মনের পর্দায় ভাসে
অপমান জ্বালায় হই অতি মলিন।
রক্তপিপাসু বসন্ত
নেশার পেয়ালা করেনি উদ্বুদ্ধ,
মাটির গর্ত থেকে শিয়ালের মত যাত্রা শুরু
দেখে তোমায় শিশির সিক্ত সাপের মত
খোলস পাল্টে ফেলি,
ঝড়াপাতার মত তোমার পিছে ছুটি
যদি পাই শোনসান নিরবতা,
জিজ্ঞাসিব কিভাবে কখন
শোধব তোমার ঋণ ।
এক পলকের তরে
সকলি তোমার দেখেছি
চক্ষুষ্মান হয়ে উপরে যেতে যেতে
করেছি স্পর্শ সকলি,
তোমার নরম মাংস পেরিয়ে
আরো উপরে যেতে চাই,
কমলা হাসি তোমার ভাল দেখায়
পুলকিত নয়নে তাই তোমার
ঘুমাতোর মুখের পানে তাকাই ।
করি কি এখন
বাসিব ভাল না বাসিবনা
জানিনা মানুষ কি করে ভালবাসে
অতীতেই বা কি করে বেসেছিল ভাল,
আমি তোমাকে দেখেই
তোমাকে ভালবেসেই বাঁচি
স্বভাবই মোর ভালবাসা ।
প্রতি বিকেলই তো ভালবাসতে
নীজকে নীজেই প্রশ্ন করি
এখন মন কেন উদাশীন
হারায় কেন তোমার নয়ন,
তোমিতু আমায় করনি গ্রহণ
নিজের ক্ষতি নীজেই করেছি
অনুভবে আসে তা অনুখন ।
আমি নিশ্ব: দরিদ্র অতি
মুর্থতায় মেখে দু:খ অনুভবি
খেজুরের চিকন কাটা ফুরে
দিয়েছ চোখে দিব্য জোতি
তোমাকে ভালবাসাবাসির
এটাই কারণ ও অকারণ
কিছু যেমন আছে তেমনি আবার
কিছুই নেই সবই অসাধারণ ।
কিছু আতঙ্ক কিছু শোক
হয়ে তারার মত ফুটাফুল
জানালে ঋণ শোধ হবেই
দিলে শেষ চুম্বন টুকুই ।
ছবি সুত্র : ইন্টারনেট
০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:২১
ডঃ এম এ আলী বলেছেন: এখনকার কবিতাগুলি মুলত দুটি ধারা অনুসরণ করে ( আমার দৃষ্টিতে ) একটি গণমুখী আর একটি অন্তরমুখী ( প্রেম ও ভালবাসা)। প্রয়োজন ফুরালে গনমুখী কবিতার আবেদন শেষ হয়ে যায় কিন্তু অন্তরমুখী কবিতার আবেদন চিরন্তন । প্রেমে হাবুঢুবু খেলে ওখানেই প্রেম শেষ। লিখা আর আর এগোবেনা , একটু দুরে থাকলে আবেগ অনুভুতিটা একটু অন্য রকম থাকে । দু এক লাইন লিখা বের হয় , এই আর কি । তাই subject object এর মধ্যে ইচ্ছে করেই আমি একটু দুরত্ব রাখী । কবিতা আমি লিখিনা , সামুর পাতায় এসে কবিতার ছড়াছড়ি দেখে ও সেগুলি পাঠে ভিতরে ভিতরে একটি ছন্দময় অনুভতি অনুভব করি । সে হিসাবে দুএকটি কবিতার মত দেখতে লিখার চেষ্টা করি , আমি ভাল করে জানি এগুলি কবিতার মানদন্ড থেকে যোজন যোজন মাইল দুরে । তার পরেও লিখি মনের আনন্দে । সহৃদয় পাঠকের মন্তব্যগুলি অনুপ্রেরনা যোগায় দারুনভাবে , পরবর্তী লিখার মান উন্নয়নে । আপনার মুখে শুনা জনাব সেলিম আনোয়ার এর প্রতি আমার শ্রদ্ধা রইল ।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই , আপনি প্রায়শই এখানে এসে দেখে যান লিখাগুলি খুব ভাল লাগে অনুপ্রানীত হই । আমিও সুযোগ পেলে ঘুরে আসি আপনার মুল্যবান লিখাগুলিতে , জানতে পারি অনেক অজানা কথা বিশ্লেষণ সহ ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
ভালো, আমি কবিতা ভালোবাসি; আপনারা কবি, মানুষের হৃদয়ের কথাকে সুন্দর করে প্রকাশ করেন, ভালো।
০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:০৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আপনি যে বিষয় নিয়ে লিখালিখি করেন তা এই মহুর্তে লক্ষ কোটি মানুষের হৃদয়ের কথা । বিশ্ব শান্তি ও নিরাপত্ত্ ইউ এস নির্বাচন দ্বারা প্রভাবিত অবর বাংলাদেশের উপরতো এর বিশেষ প্রভাব পরবেই কারণ দুই একজন এমন কেসডিডেট ও আছেন যিনি বাংলাদেশের ব্যপারে একচোখা ।
৩| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালবাসার কবিতা ভালবাসি
সুন্দর খুব সুন্দর
লিখতেই থাকুন অবিরত
ছন্দময়ীর ভালবাসায় কবিতা হয়ে উঠুক আরো জীবন্ত
০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:০৫
ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল অনেকগুলি সুন্দর একসাথে পেয়ে । কবিতা নীজে নীজে জীবন্ত হয়না জীবন্ত হয় পাঠক হৃদয়ের সারা পেয়ে ।
অনেক ধন্যবাদ থাকল । ভাল থাকুন এ কামনা থাকল ।
৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৪
কালনী নদী বলেছেন: আমি নিশ্ব: দরিদ্র অতি
মুর্থতায় মেখে দু:খ অনুভবি
খেজুরের চিকন কাটা ফুরে
দিয়েছ চোখে দিব্য জোতি
খুব সুন্দর হয়েছে ভাইয়া। একটু সময় পরে অনেক ভাল লাগছে।
০৬ ই মে, ২০১৬ রাত ১:২৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ । বুজতে পারছি মনটা কয়দিন ভাল ছিল না বুঝি কিংবা বেশীই ভাল ছিল । যাহোক পেয়েছি কাছে সেই ভাল ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার সূচনা ও সমাপ্তিটা চমৎকার হয়েছে। শিরোনামের ছবিটাও সুন্দর।
১৫ ই জুন, ২০২২ ভোর ৫:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
আনেকদিন পুর্বের একটি লেখায়
সুন্দর একটি মন্তব্য করে
যাওয়ায় ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতাগুলোতে, এক পক্ষকে কেমন নাগালের বাহিরে কি এক প্রেমের ভিখেরী করে তোলেন।
আমাদের ব্লগে, সেলিম আনোয়ার নামে আরেক কবি ছিলেন, কিছুটা মিল আছে আপনার সাথে।