নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলকে ভুল বলাটা সৎ সাহসের পরিচায়ক বরং নীরব থাকাটাই শয়তানি....

মোগল

মোগল › বিস্তারিত পোস্টঃ

একশো\'টা নাক উঁচু জাজমেন্টাল টক্সিক ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে এক বিকেল আড্ডা দেওয়া অনেক বেশি প্রশান্তির।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

আপনার কাছে যদি রেস্টুরেন্টের গরুর গোশত আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান!
অন্যের চোখে স্মার্ট সাজার জন্য আপনার কাচ্চি অর্ডার করার প্রয়োজন নাই!

যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগানোর দরকার নাই, আপনি টংয়ের দোকানের দুধচা খান, কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক বোঝেন না, শার্লক দেখতে আপনার বিরক্ত লাগে, আপনি দেইখেন না।

আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এই কথা কোথায় লেখা আছে?
বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে ঘুমাতেও কি কম শান্তি?

স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পড়ে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পড়ে বের হবেন, সবাই স্টাইলিশ জামা কাপড় পড়লে আপনারও পড়তে হবে এমন কথা নেই, যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে বিবেচনা করে তাদের সাথে না মেলামেশাই আপনার জন্য ভালো!

অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপায়ে নিয়েন না।

ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, "গেম অব থ্রোনস, ডার্ক, শার্লক" পছন্দ না করলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত, ট্রেন্ডি ভাবে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান, ঐটা টক্সিক সার্কেল, ওখান থেকে বের হয়ে আসেন!

যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহনীয় হওয়ার চেয়ে একা থাকা ভালো।

একশো'টা নাক উঁচু জাজমেন্টাল টক্সিক ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে এক বিকেল আড্ডা দেওয়া অনেক বেশি প্রশান্তির

কোর্টেসিঃ আসলাম শিকদার

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটার উপরে চোখ বুলিয়েছিলাম ফেসবুক।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

অজ্ঞাতকুলশীল বলেছেন: আসলে ট্রেন্ডি একটা ব্যাপার আছে না :D
তবে ভালো না লাগা সত্যেও নিজের উপর জোরাজুরি করে তালমিলিয়ে চললে, আসলে তৃপ্তি বা নি:সংঙ্গতা কখনোই কাটেনা।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

কামাল৮০ বলেছেন: তাইতো বলি,ভুতের মুখে রাম নাম।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: মোগল,




যদি পড়েন মোগলের হাতে
খানা খেতে হবে একসাথে.....
তবে সে খানা হজম হলে ভালো নয়তো "ঘটি/বদনা প্যারেড" করা ছাড়া উপায় থাকবেনা! :D

শেষ লাইন দু'টিতে ঠিক বলেছেন।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: সংগৃহীত লেখা যদিও তবু ভাল কিছু পরামর্শ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কৃত্রিম কোনো কিছুই ভালো না।

হঠাৎ এ পোস্ট শেয়ার করলেন কেন? কারো উপর ক্ষোভের বহিঃপ্রকাশ? কিডিং :)

আগেই পড়ে গিয়েছিলাম। শব্দটা ভুল, নাকি এটাই শুদ্ধ, কনফিউশনে ছিলাম। সঠিক হলো এটা : ˈkəːtɪsi

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: ভাই নিজে কি কিছু লিখবেন। ফেইসবুকের বিষ্ঠা এখানে কেনো ছড়াচ্ছেন। নিজে কিছু লেখেন আমরা পড়ে আহা উহু করি।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.