নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলকে ভুল বলাটা সৎ সাহসের পরিচায়ক বরং নীরব থাকাটাই শয়তানি....

মোগল

মোগল › বিস্তারিত পোস্টঃ

ঢাবিতে ছত্রাক লীগের হামলায় পণ্ড আবরার ফাহাদ স্মরণসভা, আহত অন্তত ১০

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আবরার ফাহাদ স্মরণসভা কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রলীগের আক্রমণাত্মক অবস্থানের মুখে পণ্ড হয়ে যায় পূর্ব নির্ধারিত সমাবেশটি।

শুক্রবার (৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জুহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।

হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির জন্য আনা চেয়ার ও মাইক ভেঙে দেয়া হয়। পুড়িয়ে দেয়া হয় ব্যানারসহ কর্মসূচির আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র। ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর চড়াও হয়। এতে সমাবেশে যোগ দেয়া সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসানও ছিলেন। ঘটনার সময় পাটকেলের আঘাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহত হন।

হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, তারা (ছাত্র অধিকার) ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয় ছাত্র কি-না। এসময় তারা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে।

পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।

তবে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহবায়ক আখতার হোসেন বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণসভা শুরু করার পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর বিনা উসকানিতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আমাদের অন্তত ১০ জন আহত, দুইজন গুরুতর আহত হয়েছে। একজন রিকসা চালকেরও মাথা ফেটে গেছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারেও এই প্রোগ্রাম করিনি, আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলার ধিক্কার জানাই।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রথমে এসে কর্মসূচিতে অংশ নেয়া সবাই ঢাবি শিক্ষার্থী কি-না জানতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তারা অতর্কিত হামলা চালায়। এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্মরণসভার জন্য আনা অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয় ও ব্যানার জ্বালিয়ে দেয়া হয়।

কোর্টেসি: মানবজমিন

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৫

কামাল৮০ বলেছেন: এরা শিবির পন্থি।নূরুর কাজ

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৭

মোগল বলেছেন: বাহ

২| ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪২

তানভির জুমার বলেছেন: মানুষকে হত্যা, গুম, হামলা করে, বিএনপি,জামাত- শিবির, সাম্প্রদায়িক, দেশ বিরোধী বলে চালিয়ে দেন তাহলে আর কোন সমস্যা নাই।

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

মোগল বলেছেন: সহমত

৩| ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০১

কামাল৮০ বলেছেন: এরা সাম্প্রদায়িক দেশ বিরোধী ঠিকই আছে।হবে তত্যাকরা ঠিক না।বিচারের আওতায় আনতে হবে যেমন করে আনা হয়েছে এদের গুরুদের।

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪২

মোগল বলেছেন: বাহ বাহ

৪| ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৩

রানার ব্লগ বলেছেন: আবরার ফাহাদ এর মৃত্যু অবশ্যই মর্মান্তিক ও দুঃখ জনক। কিন্তু একে পুজি করে রাজনৈতিক কর্মকান্ড অপ্রয়োজনীয়

আবরার ফাহাদের মা বাবা কে এই তিন বছরে উদ্যক্তারা কয়বার দেখতে গেছেন?

আবরার ফাদের মতো আর যেন কোন ব্যাক্তি রাজনৈতিক প্রতিহিংসার স্বিকার না হন এমন উদ্যোগ কি নিয়েছে উদ্যকতারা।

এই উদক্তারা কারা? তাদের কি কোন রাজনৈতিক পরিচয় আছে? থাকলে কি?

সাধারণত ছাত্র পরিষদের আড়ালে কারা তাদের আখের গুছাচ্ছে। কিছু বললেই নিজেদের জামাত শিবির ট্যাগ স্বইচ্ছায় ধারন করে কি কোন সেন্টিমেন্টাল ইস্যু বানাতে চায়?

নুরু নামক বিকাশ নেতার কি উদ্দেশ্য?

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪২

মোগল বলেছেন: আপনি ছুপা ছত্রাকলীগ

৫| ০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: ছত্রাক বা ফাঙ্গাস এর এহেন অপমান মানা যায় না। সব ছত্রাকই অপকারী নয়, উপকারী ছত্রাকও আছে। কিন্ত ছাত্রলীগের কোন উপকারী দিকই আজ পর্যন্ত জাতি দেখেনি।

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৩:২২

মোগল বলেছেন: কালবৈশাখিরে চেতায় দিছেন

৬| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: সারমেয়দের লেজ কোনোদিনও সোজা হবার না।

৭| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
@ ঢাবিয়ান


ছাত্রলীগের কোন উপকারী দিক আজ পর্যন্ত দেখেনি?
তাহলে জাতি কি এখন শিবিরের উপকারি দিক দেখছে? নাকি ছাত্রদলের?

ছাত্রলীগ তথা ছাত্রলীগ/আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে।
ছাত্রলীগ/আওয়ামীলীগ নেতৃত্ব দিয়ে দরিদ্র স্বাধীন দেশটিকে খাদ্য ঔসধ ও বিদ্যুতের সয়ংসম্পুর্ন করে একটি উন্নত সফল দেশে পরিনত করেছে।

এখন ছাত্রদলের বা শিবিরের একটা উপকারি দিক দেখান দেখি।

৮| ০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৫

রানার ব্লগ বলেছেন: প্রশ্ন গুলার উত্তর না।দিয়ে আমাকে ছুপা ছাত্রলীগ বলে কি বুঝালেন!?

১০ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৩

মোগল বলেছেন: আবরার ফাহাদ এর মৃত্যু অবশ্যই মর্মান্তিক ও দুঃখ জনক। কিন্তু একে পুজি করে রাজনৈতিক কর্মকান্ড অপ্রয়োজনীয় - এই কথা কিভাবে বলেন? আবরারকে যেই পোষ্টের কারণে হত্যা করা হয়েছে সেইটা বড় একটা ভুরাজনৈতিক ইস্যুর বিষয়, বাংলাদেশের নদীর পানির নিরাপত্তা। আবরারের বিষয়ে রাজনৈতিক কর্মকান্ড অবশ্যই দরকার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.