| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুব্রত সামন্ত (বুবাই)
স্বাগতম
আমার ডাকে সাড়া দিয়ে নাইবা এলে
ক্ষতি কি
সেই ভালো, আমি তবুও টানা অপেক্ষা করব।
আর এভাবেই সহাস্যে কাটিয়ে দেবো
আরো একটা অখণ্ড বসন্ত।
কে জানে এভাবে রাত জেগে জেগে
আরো কতগুলো উপন্যাসের মৃত্যু দেখব ?
আর হৃদয়ের ভাঁড়ে অবিরাম ব্যথা জমাবো ?
ডাকপিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা...
এগুলো তবুও এমনই অস্থির বহাল থাকবে ;
যতখানি হৃদয়ভাঙা হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত।
বাসর সাজিয়ে, পালকি পাঠিয়ে
দু’হাতে মেহেদি, সিঁথিতে সিঁদুর
বুকে ধুক ধুক, একখানা চুমু...
লোকে নাইবা সেসব কিছু জানল !
লোকে জানবে নাহয়
আমাদের ভালোবাসার গল্প ;
হ্যাঁ রূপা, তোমার আমার প্রেমের কথা অল্প অল্প।
রচনাটি "ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল"
সুব্রত সামন্ত
মানামা, বাহ্-রাইন / খানাকুল, ভারত
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
এমএম মিন্টু বলেছেন: অসাধারন লেখেছেন ভাই