| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথায় একটা আইডিয়া ঘোরাঘুরি করছিলো বেশ কিছু দিন আগে থেকে। ইউনিকোড বাংলা শব্দ যেগুলো আমরা লিখি সেগুলোকেই শুনার একটা আইডিয়া। আইডিয়াটাকে ইংরেজিতে বলে টেক্সট টু স্পিচ।গুগোল মনে হয় তখনো তাদের বাংলা টেক্সট টু স্পিচের পুর্ণ ভার্সন রিলিজ করে নাই। একেবারেই গোড়া থেকে কাজটা শুরু করেছিলাম।কাজটা একটা পর্যায়ে আসার পর ভাবলাম একটা বিটা ভার্সন ওয়েবে রিলিজ দেই।কিছু শব্দের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা পাওয়া যাবে যেগুলো হয়তো পর্যায় ক্রমে ঠিক করা যেতে পারে।আপাতত ইউজার দের একটা ফিডব্যাক দরকার-কোন কোন পর্যায়ে আরো উন্নতি করা যায়।আমাজনের ফ্রি সার্ভার ব্যবহার করায় বেশ কিছু ফিচার যোগ করি নাই। ডেস্কটপ বা ল্যাপটপে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা আর ক্রোম থেকে এটা ব্যবহার করা যাবে। মোবাইল থেকেও ব্যবহার করা যাবে। তবে মোবাইলে ক্রোম আর অপেরার ক্ষেত্রে বাংলা কিবোর্ড ইন্সটল করতে হবে, মজিলা তে সমস্যা নেই। শব্দ না শুনলে ব্রাউজার এ জাভাস্ক্রিপ্ট এনাবল আছে কিনা একটু চেক করে দেখতে হবে, মোবাইলে ক্রোম আর অপেরার ক্ষেত্রে প্লে বাটন এ ক্লিক করতে হবে। নিচে লিঙ্ক টা দেয়া আছে।
বাংলা শুনি এখানে ক্লিক করুন
মতামত জানানো যেতে পারে এই ই মেইলে
[email protected]
অথবা নিচে কমেন্ট করে।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫
বাংলা শুনি বলেছেন: বাংলা শুনির ব্যপারে আপনার মন্তব্য লিখুন