নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

কুরবানী

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কুরবানী
--বিলাল মাহিনী

মানবীয় পশুত্ব জড়ত্ব করে পরিহার
সদা জাগ্রত হোক সত্যের আহ্বান,
রক্ত স্রোতে ধুয়ে মুছে যাক অন্যায়
পূণ্য ন্যায়ের পথে হও আগুয়ান।

অনাচার অবিচার সব তুচ্ছ জ্ঞাণ করি
খোদার অমীয় সুধা নিজ অঙ্গে জড়ি,
ইবরাহিমী স্মৃতি মাখা কুরবানী করি
বিশ্ব ভ্রাতৃত্বের এক শান্তির বিশ্ব গড়ি।

গোয়াল-খামারের পশু নয় মনের পশু
যবেহ হোক দিলের সব পাপ রাশি,
হোক সবি বিলীন পাপ-তাপ দুশমনি
সবলে দূর্বলে হোক মিত্রতা, ভালোবাসা
ঝরুক হিংসা-দ্বেষ, বন্ধ হোক নৃসংশ হোলি।

আত্মশুদ্ধি আর ত্যাগের মহিমায়
উদ্ভাসিত হোক বিশ্ব জাহান,
নিকোষ কৃষ্ণকায় হৃদে জ্বলে উঠুক
ভ্রাতৃত্বের উঠান।।

২০-০৮-২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.