নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাইয়ারা, বড্ড দেরি হয়ে গেছে যে...

২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬



১. ৫ই আগস্টের মত মুহূর্ত কোন দেশে ১৫/২০ বছর পর পর একবার আসে। বাংলাদেশে এর আগে ১৯৯০-এ এরশাদের পদত্যাগের পর, ২০০৭ সালে ১/১১-এর সময় এরকম সুযোগ এসেছিল। সুযোগটা হল, দেশটাকে নতুন করে গড়ে তোলা। কিন্তু ১৯৯০ আর ২০০৭ সালের সুযোগপ্রাপ্তরা ছিলেন আগের জমানার চেতনা ব্যবসায়ী ও স্বাধীন বাংলাদেশের রাজনীতির অগ্রজ বলে দাবিদারেরা। তেনাদের বয়সও তেমন বেশী ছিল না ও খাওয়র লোভও কমেনি তখনও। তাই তেনারা সুযোগ পেয়েই আবার আগের দুর্নীতি, লুটপাট করে দেশ চালিয়েছেন...
২. তবে ২০২৪ সালের ৩৬শে জুলাইয়ের প্রেক্ষাপট ভিন্ন। এবার সুযোগ হাতের কাছে এসেছে একদম তরতাজা তরুণদের হাতে যারা কিনা ’সুযোগ পাওয়ার আগ পর্যন্ত সৎ’ নাগরিক হিসেবে গণ্য। যারা কিনা ’ঘুষ খাওয়ার জন্য বিসিএস, পুলিশ’(সবাই না) না হওয়া যুবক গোষ্ঠীর অন্তর্ভূক্ত। যারা কিনা বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ ছিল...
৩. তাদের শুরুটাও চমৎকার ছিল। তারা চাইলে ৫ই আগস্টে বিপ্লবী সরকার গঠন করতে পারত (অনেকের মতে সেটাই করা উচিত ছিল)। ড. ইউনুসকে সিলেক্ট করাটাও তাদের সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করি। তাদের সবচেয়ে বড় ভুল ছিল অন্তবর্তী সরকারের মধ্যে উপদেষ্টা যাদের নেয়া হয়েছে সব আগের জমানার লোকদের। ঐ সময় উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি মাত্র ২ জন ছিল। অথচ যদি ৮/১০ জন ছাত্র সেদিন উপদেষ্টা হত, তাহলে আজকে জুলাই শহীদদের ক্ষতিপুরণ আদায় হত, সংস্কার শেষ হত, নির্বাচনে আবার নতুন করে পুরোনো দুর্নীতিবাজরা আসার সুযোগ পেত না....
৪. কিন্তু না, তেনারা রাজনীতি করবেন। নাহিদ বের হয়ে গেল উপদেষ্টা মন্ডলী থেকে। নতুন দল করল ছাত্ররা। সাথে সাথেই তারা আর আগের আবেগের জায়গায় থাকল না। দল করার আগেই সমন্বয়কদের কেউ কেউ হয়ে গেল চাঁদাবাজ, কোটি টাকার মালিক। দল করার পর তাদের এত ফান্ডিং কিভাবে হচ্ছে তার কোন যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই। তাদের লাইফস্টাইল বদলে যাওয়ার কোন ব্যাখ্যা নেই। জুলাই শহীদদের ক্ষতিপূরণ আদায়ও হয়নি। জুলাই আহতদের জন্য স্থায়ী কোন ব্যবস্থা করা হয়নি। যেসব প্রস্তাব আসছে, সেগুলো নতুন সরকার চালিয়ে নিবে কিনা যথেষ্ট সন্দেহ আছে...
৫. তাদের উচিত ছিল প্রেসার গ্রুপ হিসেবে উপদেষ্টা মন্ডলীতে থাকা। সঠিক সংস্কারগুলো সংবিধানে যুক্ত করা। আজাইরা আলী রিয়াজের শত শত সংস্কার নয়। বিশেষ করে এত গুলো মানুষ যে প্রাণ দিল, তাদের পরিবারগুলোকে এককালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করা। যেন এটা নিয়ে ভবিষ্যৎে নতুন ব্যবসা না দাঁড়ায়। এসব না করে এখন আগের সিস্টেমে ভোটে দাঁড়িয়ে যাকে তাকে নমিনেশন দিয়ে স্ট্যান্ডবাজি করে গোল্ডফিস মেমোরির জনগণের কাছে কোন পাত্তা পাওয়া যাবে না...

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

কলাবাগান১ বলেছেন: এখন রিকশাচালক ও দেশের আইন-কানুন কি হবে ঠিক করে দেবে....তাহলে মমতাজ কি দোষ করল????

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটু বেশী আবেগ হয়ে গেল...

২| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


৫ আগস্ট কোন সভ্য দেশে একবারও আসবে না।

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটু বেশী বলে(লিখে) ফেলেছেন...

৩| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২১

পবন সরকার বলেছেন: মমতাজ গান গায়া এমপি হতে পারলে রিক্সাচালক এমপি হওয়া বিশ্বের কাছে ইতিহাস হবে। কাজেই অস্বস্তিবোধ করার কিছু নাই।

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরাও জানে এটা হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সে নির্বাচিত হয়ে যায়, তাহলে সমস্যা নেই। তবে এটা একট অসম নির্বাচন হবে...

৪| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

দেশের রাজনীতি,‌ ব্যাবসা-বাণিজ্য, মিডিয়া একদল অশিক্ষিত, অযৌগ্য, অসৎ মানুষের হাতে চলে গেছে।‌ সামনে দৌলতদিয়া ঘাটের কোন আপা ও এমপি হলে ও অবাক হবো না....

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতন্ত্র আমাদের জন্য না...

৫| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কলাবাগান১ - চেতনার ফেরিওয়ালা ভিডিও দেখে মন্তব্য করবেন।

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: =p~ =p~ =p~

৬| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

জুল ভার্ন বলেছেন: ভেবেছিলাম- এনসিপি হবে নতুন দিনের দূত, নতুন রাজনৈতিক সংস্কৃতির অগ্রদূত।
কিন্তু বাস্তবে দেখা গেল- দলের কিছু নেতা যেন রাজনীতির নাম করে
উস্কানি-উদ্ধততা+আরোপিত অহংকারের বারোমাসি মেলা বসাতে ব্যস্ত!
বিশেষ করে পাটোয়ারী-সারজিস-হাসনাত ত্রয়ী- মনে হয় রাজনীতিতে নয়,দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করা নিয়ে
কীভাবে লেভেল–ক্রসিং করা যায়, তা নিয়ে নিজেদের মধ্যে অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করেছে!

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই হতাশ তাদের কার্যক্রমে। আসলে বাংলাদেশে অল্প বয়সে .. পাকলে সমস্যা হয়ে যায়, তা আবারও প্রমাণ হল...

৭| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আরেকটা বিপ্লব কবে নাগাদ হতে পারে? ১৫-২০ বছর?

২৫ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরবর্ত সরকারগুলো অন্যায়, অনিয়ম করলে অবশ্যই আরেকটা বিপ্লব হবে। আর বাংলাদেশের জন্মই বিপ্লব, যুদ্ধ দিয়ে। তাই তাদের জন্য এসব বার বার আসে...

৮| ২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: আমাদের দরকার দক্ষ ও যোগ্য লোক।
রিকশাচালক দিয়ে হবে না।

২৫ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.