নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক ও বিপ্লবী, আলীম হায়দার

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

বর্ণচোরা

দ্যা ক্রস থিঙ্কার-

বর্ণচোরা › বিস্তারিত পোস্টঃ

দাউ দাউ করে জ্বলুক পাপ মোচনের এই খান্ডব দাহন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

দাউ দাউ করে জ্বলুক পাপ মোচনের এই খান্ডব দাহন



(৭১ এর হায়েনা, হিংস্র রাজাকারদের ফাঁসি বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা তরুণ মুক্তিসেনাদের উদ্দেশ্যে, জয় হোক নতুন প্রজন্মের)



কাদের-নিজামী-মুজাহিদ-সাঈদী আর গোলাম আযমদের রক্ত চাই- মৃত্যু চাই

মৃত্যু চাই- বিচার চাই, বিচার চাই- বিচার চাই দাবিতে

চীৎকার করে করে মায়েদের চীৎকার বোনদের চীৎকার-

ক্ষীণ হয়ে আসে সব শহীদের চীৎকার !

-এখনি সময়, এখনি সময় বিচার করার।



সময় হয়েছে রাজাকরাগুলোকে রাস্তার মোড়ে মোড়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবার।

ধর্ষক, লম্পট, খুনী, লুটেরাদের পাপের ছায়া থেকে বাংলা-মাকে মুক্তি দিতে

আজ তারুন্য নেমেছে, জনতা নেমেছে মাঠে- শাহবাগ মোড়ে তরুণ মুক্তির হুংকার।



এখনই সময় থামিয়ে দেয়া জাতির বুকে জ্বলতে থাকা চার দশকের অবিচার

এখন সময়-এটাই সময়-কোটি কোটি ছাত্র-জনতার চোখের আগুন নেভাবার

সময় এসেছে নতুন প্রজন্মের কালিমা মুক্ত হবার।



জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো ছাত্র-জনতা

উপড়ে ফেল মায়ের মাটি থেকে অশুভ পিশাচদের বীভৎস কায়া।

এখনই সময়- মুছে ফেল চল্লিশ বছরের ব্যর্থতা।

জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো- মুক্তির রক্তভেজা মাটিতে বেড়ে ওঠা ছাত্র-জনতা।



এখনই সময় মোচন করা জাতির বুকে জিঁয়ে থাকা ৭১’এর অত্যাচার

এখন সময়-এটাই সময়-কোটি কোটি ছাত্র-জনতার মনের আগুন নেভাবার

সময় এসেছে নতুন প্রজন্মের কালিমা মুক্ত হবার।





আলীম হায়দার।

ফেব্রুয়ারি ০৬, ২০১৩।





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
সর্বশেষ খবর জানতে এইখানে খোঁচা দিন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

হরিপদ কেরাণী বলেছেন: জামাতীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলো।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

খুব সাধারন একজন বলেছেন: রক্ত চাই রক্ত। আর প্রথম কমেন্টার এটিএমরে উষ্টা মারেন। শালার জামাতিগো চেহারাই এমন। সব চুহার কইলজা। মিথ্যার আশ্রয় ছদ্মবেশে, দৃষ্টি ফিরানোতে।


কইতে কইতে ক্লান্ত।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

শাকিল ১৭০৫ বলেছেন: কিছুই বুঝিনা কিছুই জানিনা একটাই দাবি যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.