নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনায় শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু মানুষের মৃত্যু হয়েছে

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১



করোনায় শেখ হাসিনার বেশ কিছু ঘনিষ্ঠ মানুষের মৃত্যু হয়েছে; আমার ধারণা, এই মানুষগুলো শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠতার কারণে অনেক প্রিভিলীজ ভোগ করেছেন; ফলে, এদের পক্ষে করোনা থেকে দুরে থাকা সাধারণ মানুষ থেকে অনেক সহজ ছিলো, কিন্তু এরা আক্রান্ত হলেন। এরা কি এদের প্রিভিলীজ ও শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠতাকে কাজে লাগাতে পেরেছিলেন? আপনার মতে, করোনার প্রথম ঢেউ'এর জন্য বাংলাদেশ সরকারের প্রস্তুতি কেমন ছিলো? আওয়ামী লীগের সেক্রেটারী বলেছিলেন যে, শেখ হাসিনা করোনা থেকে অনেক শক্তিশালী; প্রস্তুতি নিয়ে এর থেকে বড় ষ্টেইটমেন্ট আর কি হতে পারে? যাক, প্রথম ঢেউ'এর পর, ২য় ঢেউ চলছে, এবার দেশের অবস্হা ও সরকারের প্রস্তুতি কেমন?

যেই কয়জনের কথা আমি বলছি, এরা কি করোনার ভয়াবহতা ও সরকারের অদক্ষ প্রস্তুতির কথা জানতেন, বুঝতেন? এরা কি জানতেন যে, সরকারের বেঠিক প্রস্তুতির কারণে, এরা নিজেরা ইহার ভিকটিমে পরিণত হতে পারেন? আমার মনে হয়, এরা মনে করতেন যে, সরকারের প্রস্তুতি যেই রকমই হোক না কেন, এরা অসুস্হ হলে, শেখ হাসিনার সাহায্য নিয়ে এরা সেরা মেডিক্যাল সেবা পাবেই পাবে; সুতরাং, সাধারণ মানুষ থেকে অনেক ভালো অবস্হানে আছেন, কিছু করার দরকার নেই।

শেখ হাসিনার ঘনিষ্ঠ যাদের কথা আমি বলছি, এরা চাইলে, শেখ হাসিনা পাকঘরেও যেতে পারতেন, শেখ হাসিনা মোরগ পোলাও রান্না করার সময় এককাপ চা খাবার সময় শেখ হাসিনাকে বলতে পারতেন যে, প্রস্তুতি ভালো নয়, ইহার ফলে কোরনার সময়ে বিশৃংখলা দেখা দিবে, এতে করোনা কন্ট্রোলে থাকবে না, এতে শেখ হাসিনার ঘনিষ্টয় লোকজনও প্রাণ হারাবে। শেখ হাসিনা ঘনিষ্ঠ লোকজন থেকে সরকারের প্রস্তুতির প্রকৃত অবস্হা বুঝতে পারতেন, আরো ভাবার সুযোগ পেতেন, আরো ভালো প্রস্তুতির জন্য আদেশ দিতে পারতেন, সবকিছু খুটিয়ে দেখার সুযোগ পেতেন।

সুযোগ থাকা সত্বেও, উনার এই ঘনিষ্ঠ লোকজন সরকারের দুর্বল প্রস্তুতি নিয়ে কথা বলেননি, করোনা কন্টরোলের বাহিরে ছিলো, এসব ঘনিষ্ঠরাও করোনার শিকারে পরিণত হলেন, বিরাট সম্পর্কটি কাজে লাগাতে পারেননি।


মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

রাজীব বলেছেন: আমাদের দেশে সবাই তেল দিয়ে চলতে চায়। তিক্ত সত্য বলে কেউ বিরাগভাজন হতে চায় না।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



এরা শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠতার প্রিভিলীজটা কাজে লাগাতে পারেননি, দুর্বল প্রস্তুতির শিকারে পরিণত হলেন।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এর জন্য দায়ী এক শ্রেনীর ধার্মিকরা। তারা বলেন, আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। আল্লাহর ইচ্ছা ছাড়া কারো কোনো রোগ হয় না। কিন্তু গাধারা বুঝে না- করোনা ধর্ম মানে না।

যারা সরকারের উপর ভরসা রাখবে তারা মরবে। আজও ১০১ জন মারা গেছে। এই শহরের মানুষ লকডাউন ১০০% মানছে না। বহু মানুষকে রাস্তায় দেখা যায়। পুলিশ এলে গলির মধ্যে লুকিয়ে পড়ে। বহু দোকান খোলা। ফুটপাতেরও একই অবস্থা। পুলিশ এদে দোকানের লাইট অফ করে দেয়।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার উচিত, প্রতিদিন সন্ধ্যায় করোনা, সরকারী পদক্ষেপ ও মানুষের দায়িত্ব নিয়ে আলাপ করা।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। এবং ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:




চেষ্টা করছি; আমার এলাকার বেশীরভাগ মানুষের করোনা হয়েছিলো; এখন মানুষ নিয়ম মানার শুরু করেছে।

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৬

জুল ভার্ন বলেছেন: ওরা মূলত আজ্ঞাবহ মোসাহেব তেলবাজ ছিলো।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা দুয়ারে এদের প্রবেশ ছিলো, এরাই শেখ হাসিনাকে আসল অবস্হা জানাতে পারতেন।

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৩

ঢাবিয়ান বলেছেন: ভারত এবং বাংলাদেশে করোনার বেহাল দশার জন্য এককভাবে দায়ী মোদী এবং শেখ হাসিনা।

১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:




মোদীর লোকজনেরা ধর্মের কেরামতি দেখাতে গিয়ে ভারতকে লন্ডভন্ড করে দিয়েছে; শেখ হাসিনা মানুষকে সম্পৃক্ত করতে জানেনি, কিংবা দরকার মনে করেনি।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

স্থিতধী বলেছেন: অথবা হতে পারে যে ওনারা কোন " নিরপেক্ষ পর্যবেক্ষক" খুঁজতেছিলেন, যেই পর্যবেক্ষকরা এসে বলে যাবেন যে; 'হ্যাঁ , বাংলাদেশ আসলেই করোনার চেয়ে শক্তিশালী!'

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার কাছের লোকেরা করোনা প্রস্তুতির দুর্বলতা নিয়ে কথা বলেনি; দুর্বল প্রস্তুতির কারণে, এসব লোকজনও ভিকটিম হয়েছে।

৭| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটু বেশী কড়াকড়ি করলে ব্লগের সকল পোষ্ট হবে কড়াকড়ির বিরুদ্ধে।জনগনকে সচেতন করতে হবে।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



দেখেন, জনগণকে আপনি সচেতন করতে পারেন কিনা।

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আজকে চিটাং এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ গুলি করে পাঁচজন শ্রমিক মেরে ফেলছে আরো বহু আহত । এই এস আলমও উনার কাছের লোক

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


ওখানে জমি দখলের সময় ৪ জন মেরেছে এস আলমের লোকেরা, এখন মারলো আরো ৫ জন; এলাকার লোকেরা যদি উহার কাজ বন্ধ করতে পারে, একটা কাজ হতো।

৯| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৪

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কাছের লোকেরা হয়তো ভুলে গেছে, রোগ ক্ষমতা বিচার করে আক্রমণ করে না, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দেখে আক্রমণ করে। তারা তোষামোদ করে ক্ষমতার সুবিধা নিতে ব্যস্ত ছিলো। বড় অংশটা তাদের চোখে পড়ে নি।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



সেটাই ঘটেছে কিছু লোকের বেলায়; এরা সুবিধাজনক অবস্হানে থেকে বাকীদের হয়ে কিছু চায়নি; শেষে, জীবন দিয়ে মুল্য দিয়েছে।

১০| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


করোনা কাউকে ছাড়বে না।
সে আল্লাহর সৈনিক।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



যেখানে আমেরিকানদের ছাড়েনি, বাংগালীদের কথা কি বলবো!

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:১০

সিগনেচার নসিব বলেছেন: করোনা ক্রাইসিসে সরকার কোন কিছুই সঠিক ভাবে করতে পারছে না। এই দেশের আমলাতান্ত্রিক জটিলতায় যেকোনো কেসেই এটা বেশ স্বাভাবিক ঘটনা। কিন্তু এইক্ষেত্রে কেস তো করোনা। আমরা ঢিলে-ঢালা তাই বলে করোনার তো বসে থাকার সময় নেই। বার্সার ডিফেন্সের মত আমরা রেডি হতে হতেই সে কর্নার থেকে গোল দিয়ে দিচ্ছে।

১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



করোনা একটা ভয়ংকর মহামারী, সরকার ও জাতির আচরণ দেখে কি মনে হচ্ছে? যেসব পরিবার ক্ষতির সন্মুখীন হচ্ছে, শুধু তারা বুঝতেছে ইহা কি?

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫৫

প্যারাডাইম বলেছেন: ঘনিষ্ঠজন? আমি বলতে পারিনা

১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি কমপক্ষে ২ জনের নাম জানি।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯

নীল আকাশ বলেছেন: এইসব তেলবাজ লোকজনের জন্যই শেখ হাসিনা ডুববে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ডুবে গেছেন, ক্ষমতা থেকে বের হলে আওয়ামী লীগই উনার বদনাম করবে।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৮

সিগনেচার নসিব বলেছেন: আমাদের দেশের বেশিরভাগ লোকজন আসলে অপ্রাপ্তমনস্ক; ভয়াবহ সময়েও বেশিরভাগ মানুষ বাচ্চাদের মত আচরণ করে। সরকার ভালো করেই জানেন যে করোনা যদি সোজা জিনিস হত একে মোকাবিলা করতে গিয়ে সারা দুনিয়া এভাবে শুইয়া পড়তো না।
তবে অনেকে ধারণা করতেছে সরকার ইহাকে একটি ট্রিক হিসেবে ব্যবহার করছে। মনোযোগ অন্য অন্যকোথাও। রাজনৈতিক ভিখারি দিয়ে আসলে জাতির কিছু হয় না।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



প্রসাসন ও সরকারী দলের লোকজন দেশকে কলোনী ও বাজার হিসেবে নিয়েছে।

১৫| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা এলাকার অলিগলিতে লোকজন দিয়ে ভরা।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



জাপান সুইডেন মানুষ বাড়ানোর জন্য যীশুর মতো খোদার সন্তান চাচ্ছে।

১৬| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৪

ডাব্বা বলেছেন: বাংলাদেশে করোনার প্রকোপ কম ছিল এটা সরকারি কৃতিত্ব, করোনা বেড়ে গিয়েছে এটা মানুষের দোষ।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



সরকারে কোন মানুষ নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.