নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Particles of debris rain down, as the dense-cloud-of-dust settles. The storm calms. I made it through one more day. I\'m a little stronger and now know that I\'m a little more prepared. This confidence I will carry into tomorrow if her dark-dust-storm

ধুলো মেঘ

ধুলো মেঘ › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি এবং .....

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১১


ভোরের কুয়াশা মিলিয়ে যেতে থাকে,
সূর্যের ছটা ভাঙে বেড়ার ফাঁকে ফাঁকে
জানালা দিয়ে যেই বাহিরে তাকাই
আমার শৈশব যেন ফিরে ফিরে পাই

ও শৈশব তুমি কোথায় গেলে চলে
সুখের স্মৃতি সব পেছনে ফেলে
আম কুড়ানোর সেই বিকেল বেলা
চাইলেও তা আর যায় কি ভোলা?

ওরে ও সময় তুমি বয়ে চলে যাও
আমার পানে শুধু খানিক তাকাও
আমিও যে চলেছি যে অজানার পানে
খুঁজে খুঁজে চলেছি এ জীবনের মানে

বিকেল ফুরিয়ে ঐ সন্ধ্যা আসে
জীবনের সব স্মৃতি ধুলো হয়ে ভাসে
এখন যাবার বেলা কথা নাহি আর
নতুন সময় এল যাত্রা করার।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৩ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:২৪

ধুলো মেঘ বলেছেন: এই কবিতার খোঁজ আপনি পেলেন কোথায়?

২| ১২ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

ইসিয়াক বলেছেন: আপনার নিক অনুসরণ করে চলে এসেছি আপনার ব্লগ বাড়িতে।
লিখতে থাকুন।

আশা করি সামুতে আপনার পদচারণা দীর্ঘ হবে।
শুভেচ্ছা সতত।

৩| ২৮ শে মে, ২০২৩ সকাল ১০:১১

মোস্তফা সোহেল বলেছেন: শৈশব মানুষের জীবন থেকে দ্রুত হারিয়ে যায় কিন্তু থেকে যায় শৈশবের স্মৃতি।

৪| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৫:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: সুন্দর পদ্য! লিখা চলতে থাকুক...

হ্যাপি ব্লগিং।

৫| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১০:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: স্বাগতম হে !!

শৈশবের গন্ধ মানস দেয়ালে লেগে থাকুক আজীবন ! শুভকামনা রৈল !!!

৬| ২০ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৯

নজসু বলেছেন:



দারুণ।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: ৬ মাসে নিক খুলে এই পোস্ট দিয়েছেন।

আর পোস্ট দিবেন না?

নতুন পোস্ট দিন।
শুভকামনা।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন ধুরো মেঘ?

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রচুর পড়তে হবে।
লিখতে হবে।
তবেই না কলম চালু হবে।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: সায়াহ্নের উপলব্ধি, সুন্দর কবিতা। + +

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: ্যাঁ, জীবন এমনি!

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

এম ডি মুসা বলেছেন: মন্তব্য উত্তর না দিলে নেক্সট মন্তব্য করার আগ্রহ কমে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.