| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
কাদের সিদ্দিকীর দলের নমিনেশনে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে। পোষ্টারে কাদের সিদ্দিকীর সাথে পুতুলের ছবি দিলেই আওয়ামী ভোটাররা বুঝবে নির্বাচনে তাদের প্রার্থী কে? যেভাবেই থাকুক নির্বাচনে সবদল থাকলে এবং নির্বাচন নিরপেক্ষ হলে সেটা জাতির জন্য ভালো।
কম আর বেশী বাংলাদেশের সব দলের গায়েই ময়লা আছে।ভোটারদের পছন্দও বিভিন্ন রকম।সব ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরী।হাজার জন হাজার কথা বলে। তারা আবার মিথ্যা কথাও বলে।জন বান্ধব যে কোন দল সেটা বুঝা মুশকিল। পুরাতন দলের কাজ জনগণ দেখেছে। নতুন দলের কাজ জনগণ না দেখলেও তাদের প্রতি জনগণের আস্তার জায়গা তৈরী হচ্ছে না।
শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশের কি কি উন্নতি হয়েছে? নতুন সরকার আসার পর দেশের উন্নতি না হলেও যারা সরকারী দল হবে তাদের উন্নতি হওয়ার বিষয়টি আগাম বলে দেওয়া যায়। দুলাল সাহা থেকে সমাজতন্ত্র বিষয়ে আক্ষেপ শুনলাম। সোনাগাজী সেই দলের লোক। একদিন হয়ত তাঁকে সেই আক্ষেপ নিয়ে মরতে হবে। জাশি এবার ক্ষমতায় যাবে আমি এটা মনে করি না। একাত্তরে তাদের বাংলাদেশ বিরোধীতা জনগণ মেনে নিলেও তাদের একাত্তরের অসম্মান হয়ত জানগণ মানবে না।বাড়াবাড়ি যারাই করুক সেইটারও একটা সীমা থাকা লাগে।
৩২ নম্বর ভেঙ্গে ফেল্লে সেটা কি আবার গড়া যাবে না? কিছু কাজ হয়েছে যা একান্তই অপ্রয়োজনীয়। কোনভাবেই দেশে আর মব চলতে দেওয়া যাবে না। পুতুল রাজনীতিতে আসলে আমি তাঁকে স্বাগত জানাব। আমি বিএনপিকে ভোট দিলেও আমি নিরপেক্ষ। আমি চাই দেশের যে কোন নাগরিকের দেশের জন্য কাজ করার সুযোগ থাকুক। আমাদের বিগত দিনের সরকার ব্যবস্থার মত সরকার ব্যবস্থা থাকলে হয়ত আমেরিকায় মামদানী মেয়র হতে পারতো না। আমেরিকা ও ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন নাই। আমাদের দেশেও তেমন গণতন্ত্র থাকুক।এক লোক ভদ্রলোক ও অভদ্র লোকের ভোটের তফাতের কথা বলেছেন। কিন্তু অভদ্র লোকেরা ঐক্যবদ্ধ হলে ভদ্রলোকেরা ক্ষমতায় থাকতে পারবে কি?
এনসিাপর রিক্সাওয়ালা নমিনেশন মন্দ লাগেনি। এ সুবাদে তারা সারা দেশে এ শ্রেনীর ভোট পেলে সেটা তাদের কাজে লাগবে। উচ্চ কক্ষে পিআর আশা ব্যঞ্জক। সব মিলিয়ে দেশের ইতি বাচক পরিবর্তন কাম্য। গত রাতে স্বপ্নে আগামী সরকারের লোকদের অপহরণ বানিজ্য দেখে হতাশ হলাম।হতাশা দেখতে দেখতে আমাদের মনজগতেও হতাশাই কাজ করে। তার থেকেও হয়ত হতাশা জনক স্বপ্ন দেখে থাকতে পারি। তথাপি ভালো কিছুর অপেক্ষায় থাকতেই ভালো লাগে।
২২ শে নভেম্বর, ২০২৫ ভোর ৬:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি সঠিক বলেছেন।
২|
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ২:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে আর মব চলতে দেওয়া যাবে না।
......................................................................
এটা তো সাধারন জনগণের ইচ্ছা
কিন্ত বাস্তবায়ন করবে কে ???
সরকার বিদেশীদের ডেকে বন্দর দিতে পারে ( যা তার এখতিয়ার আছে ?)
তাহলে জনগনের সম্পদ রক্ষা করবে কে ???
২২ শে নভেম্বর, ২০২৫ ভোর ৬:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশী লোক দাবী আদায়ে সব বন্দ করে বসে থাকে, এটাও একটা সমস্যা। আমার মেয়ে বলে কলেজের স্যারেরা কলেজে কিছুই পড়ায় না। পড়া বুঝতে হলে তাদের কোসিং সেন্টারে ভর্তি হওয়া ছাড়া উপায় নাই। সরকারী ডাক্তারের প্রাইভেট প্রতিষ্ঠানে না গেলে আপনি কোন চিকিৎসা পাবেন না। প্রাইভেট প্রতিষ্ঠানে গেলেই মোটা অংকের ভিজিট এবং পরীক্ষা-নিরীক্ষা বাবদ হাজার হাজার টাকা খরচ। আপনি রোগী হয়েছেন তো ডাক্তার আস্তে আস্তে আপনার সব সম্পদ হাদিয়ে নিবে। রাজনৈতিক দলের চাঁদা দিতে দিতে ব্যাবসা লাটে উঠে। শেষমেস রাষ্ট্রও বিদেশীদের মাধ্যমে চালানো লাগে কিনা কে জানে?
৩|
২২ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:০৮
এইচ এন নার্গিস বলেছেন: ভালোই হবে। এটাই আশা করি ।
২২ শে নভেম্বর, ২০২৫ ভোর ৬:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াতের নেতাদেরকে মেরে জামায়াতকে নেতৃত্ব শূন্য করা যায়নি। শেখ হাসিনাকে ফাঁসি দিয়েও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা যাবে না। আর রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হলে তারা ব্যানার পাল্টিয়ে নির্বাচনে ঢুকে পড়তেই পারে। সুতরাং কোন দলকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
৪|
২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩২
বাজ ৩ বলেছেন: কয়েক মৌসুম,আম্লিককে নির্বাচনের বাইরে রাখা হোক,যাতে ওদের শিক্ষা হয়
২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু অন্য ব্যানারে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব নয়। যেমন অনেক তাড়াবার পরেও জনাব সোনাগাজী অন্য নামে ব্লগে আছেন। আওয়ামী লীগ নির্বাচন মুখী দল। যে কোন ভাবে তারা নির্বচনে থাকার চেষ্টা করবেই।
৫|
২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩০
রাসেল বলেছেন: আমরা কি মার্কাকে ভোট দিব।
২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার যে মার্কায় খুশী আপনি ভোট দিবেন।
৬|
২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৪
নূর আলম হিরণ বলেছেন: আপনি বিএনপিকে কেনো ভোট দিতে চাচ্ছেন?
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার জামাই ছাত্র দলের নেতা। আমি বিএনপিকে ভোট না দিলে আমার মেয়ের অশান্তি হবে। আমি আবার মিথ্যা কথা বলতে পারি না। সেজন্য আমি বলেই দিয়েছি আমি বিএনপিকে ভোট দেব। তবে এমনিতে আমি নিরপেক্ষ। এখন যিনি নিরপেক্ষ তাঁকেও কোন না কোন মার্কায় ভোট দিতে হয়।
৭|
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: রিকশাচালককে নমিনেশন দিয়ে এনসিপি ভুলের পথে পা বাড়ালো।
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা এনসিপির একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ভদ্রলোক মারামারি কম করে। খেটে খাওয়া মানুষেরা যে কোন বিষয়ে ঝাঁপিয়ে পড়ে। এনসিপি সেই শ্রেণীর অবদানের স্বীকৃতি দিয়েছে মাত্র। অন্যায়ের প্রতিবাদে আমি এক অটোচালকের কথা শুনেছিলাম। এরা অন্তত ঘুষখোর উচ্চ শিক্ষিত থেকে ভালো।
৮|
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমার জামাই ছাত্র দলের নেতা। আমি বিএনপিকে ভোট না দিলে আমার মেয়ের অশান্তি হবে ।
এ কেমন অশান্তি ?
।
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাই মেয়েকে কথা শুনিয়ে বলবে আমি রাত দিন যে জন্য খাটলাম বাবা সেইটার মূল্যায়ন করলেন না। আর আমি যাঁকে ভোট দিতে চাচ্ছি এমনিতেও তিনি সজ্জন লোক।
৯|
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগে শুনতাম- হাকিম নড়ে তো হুকুম নড়ে না।
আর এখন তো দেখি হাকিম তো নড়েই হুকুম নড়ে আরো বেশী জোর গতিতে।
আপনি কী বলেন?
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আর ভূমিকম্পে সব কিছুই নড়ে। সেরকম কিছু হলে যে রকম হয় আর কি!
১০|
২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
পবন সরকার বলেছেন: মুসলিম লীগ নামে ফিরলে সবাই একবাক্যে গ্রহণ করবে।
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই সবাই যে কারা আল্লাহ মালুম!
১১|
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
মেঠোপথ২৩ বলেছেন: নয়া বন্দোবস্তের বান্দাদের নানান কুকীর্তি ফাশ হচ্ছে। বিএনপির অবস্থা আরো খারাপ। জামাতের ইসলামি রাস্ট্র কায়েমের বন্দোবস্ততো দেশকে আরো পিছিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে সামনের নির্বাচিত নতুন সরকার নয়া কোন বন্দোবস্ত কায়েম করবে এমন সম্ভাবনাতো আর দেখি না। কাজেই রিফাইন্ড আওয়ামিলীগকে নির্বাচনে আসাতে বাধা দেয়ার কোন কারনতো আর দেখি না। জনগনকেই বেছে নিতে দেয়া হোক তাদের পছন্দের প্রার্থীদের।
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সঠিক বলেছেন।
১২|
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৩৩
নতুন নকিব বলেছেন:
আওয়ামী লীগকে তাদের ভোট চুরি, নৈশভোট, ভূয়া ভোট, গণতন্ত্র হরণ ইত্যাদি কৃতকর্মের ফলাফল লাভের জন্য অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এটা তাদের অধিকার। তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা অনুচিত।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা যা ছেড়ে গেছে সেটা তাদের জন্য খুব লাভ জনক ছিল। তারা সেই লাভের জিনিস ফিরে পেতে চেষ্টা করবে না সেটা কেমন করে বলি? দেশে তাদের কিছু জনসমর্থন তো আছেই, তার সাথে যোগ আছে ভারত ও রাশিয়ার। কেজিবি ও র কিভাবে কি করছে কে জানে? সেকালে জিয়া সংক্ষেপে চলে গেলেন এবং এরশাদ সহজেই ক্ষমতা পেয়ে গেলেন।
১৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যত কিছুই হোক না কেন নির্বাচনের পর নতুন সরকারের মেয়াদ বেশী দিন হবে না।
কেননা, ইহা হবে সর্বকালের বাজে নির্বাচন।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ভাবনা অস্বীকার করতে পারছি না। সেজন্য আমি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার বিরোধী।
১৪|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ২:০৮
আঁধারের যুবরাজ বলেছেন: আওয়ামীলীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল। সেক্ষত্রে দলের ভালো মানুষজন এবার সামনে চলে আসতে পারতো।