নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে বিএনপি কি ২৭৮ আসন পেতে যাচ্ছে?

০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১০



একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপি ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। জাতীয় সংসদে একদলের সর্বোচ্চ প্রাপ্ত আসন ২৭৮ টি। এটি বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল। বিএনপির এত্ত বড় নির্বাচনের সংসদ মাত্র ১২ দিন টিকে ছিল। তারপর ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে বিএনপি ১১৬ আসন পায়। কয়েক মাসের ব্যবধানে তাদের ১৬২ আসন কমে যায়। ২০২৬ সালে আবার ফেব্রুয়ারী মাসে নির্বাচন হতে যাচ্ছে, আবার নাকি বিএনপি ২৭৮ আসন পেতে যাচ্ছে। তারপর কি আবার জুনে নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে?

২৭৮ আসন পেয়ে সরকার গঠন করার আওয়ামী লীগ যখন বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে আসবে তখন অন্য কোন দল বিএনপির পাশে দাঁড়াবে কি? কিসের আশায় তারা বিএনপির পাশে দাঁড়াবে? সেজন্য বলছি নিরপেক্ষ নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন আগে হোক। সে নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। কিছু আসন ছেড়ে নিম্ন কক্ষে বিএনপি শরিকদেরকে খুশী রাখুক।

আওয়ামী লীগ মরে গেছে এটা ভাবা ভুল। এরা বিশ হাত মাটির নীচে থাকলেও সেখান থেকে উঠে আসবে।তখন তাদেরকে প্রতিরোধ করতে শরিকদেরকে বিএনপির লাগবে। এক দল অন্য দলকে অকথা বললে বিপদকালে এক দল অন্য দলকে কিভাবে পাশে পাবে? বিএনপি সব খেতে চাইলে সব হারাবে। আপা আবার আসনে বসতে পারলে তাঁকে আর নামানো যাবে না। এবার আপা আগের থেকে সাবধান থাকবেন।

বিএনপি-জামায়াত একা আপার কিছুই করতে পারেনি। তখন আপা অনেক কিছু করেছেন। সবাই ঐক্যবদ্ধ হওয়ায় আপা রেষ্টে আছেন। বিএনপি ঐক্য নষ্ট করতে পারলে আপা রেষ্ট ছেড়ে কর্ম তৎপর হবেন। তিনি আবার দেশের জন্য অনেক কিছু করবেন। সেই সাথে খরচ হয়ে যাবে কিছু লোক।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: তাদের নেতা তারেক জিয়ারই কোন খবর নেই, দলের মধ্যে বিশৃঙ্খলা অবস্থা... আইছে সে সরকার গঠন করতে।

সঠিকভাবে নির্বাচন হলে জামাতের কাছে বিএনপির এবার ভরাডুবি হবে।

আমার এই কমেন্ট প্রিন্ট করে রেখে দেন।

০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বরাবর একই কথায় আছেন। আমার হিসাবে আওয়ামী লীগের এক লক্ষ ভোটও কমেনি। তারা শুধু রাস্তায় নামছে না ঘটনা এ পর্যন্ত। তবে তারা রাস্তায় নামা শুরু করলে অন্যদের হুঁস থাকবে না। সেজন্য উচ্চ কক্ষের পিআর আমি বিএনপির জন্যই আগে করতে বলছি। তাতে তারা বুঝবে কোন আসন শরিকদেরকে ছাড়বে এবং কোন আসনে নিজেরা লড়বে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪১

সৈয়দ কুতুব বলেছেন: জামাত জিতবে । তাহলে লিগের ফিরে আসা বেশি সহজ হবে । আপনি টেনশন নিয়েন না । :)

০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি এন্টি আওয়ামী লীগ ঐক্য চাই। ইশরাকের এমন পোষ্টের কি কোন মানে আছে? এটা ফেব্রুয়ারী হলেও ১৯৯৬ সালের ফেব্রুয়ারী তো নয়।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

জ্যাক স্মিথ বলেছেন: যে সুযোগ সৃষ্টি হয়েছে এবার যদি জামাত ক্ষমতায় না আসতে পারে তাহলে, ইহ জন্মেও তারা আর কোনদিন দল গঠন করতে পারবে না। সবগুলো ইসলামি দল যদি এক চাতার নিচে রাজনীতি করে, তাহলে কারো সাধ্য নেই তাদের দমিয়ে রাখার।

জামাতকে ক্ষমতায় আনার অনেক বুদ্ধি আমার কাছে আছে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে।

০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকে কোথায় পাওয়া যাবে?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনও পর্যন্ত বিএনপি ১৫১ সিটে হেরে যাওয়া বা জামায়াতের ১৫১ সিটে জেতার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে হয় না। বিএনপি-ই জিততে যাচ্ছে বলে মনে হয়। কারণ, জামায়াতের জান্নাতের টিকেট আর এনসিপি'র কম জনসমর্থনের কারণে তাদের বিভিন্ন আসনে জিতে আসা কঠিন হবে বলে মনে হয়। বিএনপি'র উচিত একাই প্রার্থী দেয়া সব আসনে। বাংলাদেশের বড় দলই থাকা উচিত। ছোট দল একেবারে নিষিদ্ধ করা উচিত। কারণ, এদের কোন জনসমর্থন নেই, শুধু টক শোতে গলাবাজি করা ছাড়া এদের কোন কাজ নেই। আমাদের উন্নত দেশগুলোর মত ৩/৪ পার্টিতে সীমাবদ্ধ থাকতে হবে।
আপনার কাছে মিলিয়ন ডলারের প্রশ্ন - আওয়ামী লীগ সমর্থনকারী ভোটাররা কাকে ভোট দিবে?

০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী ভোটাররা বলছে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তারা ভোট দিতে যাবে না।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

হেফাজত, জামাত, চরমোনাই কোনটি বেহেশতের দল?

০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফয়জরের জামায়াতে মুছল্লী নাই। আপনি কোথায় বেহেশতের দল খোঁজেন? এরা বেহেশতের কথা বলে ক্ষমতার জন্য, এরা বেহেশতের কথা বেহেশতের জন্য বলে না। নামাজের পর মসজিদে কোরআন-হাদিসের আলোচনার সুন্নতটি কত পারসেন্ট মসজিদে আছে? ইসলামের কাজ না করে কেউ ইসলামী দল হয় নাকি?

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪১

মাথা পাগলা বলেছেন: বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে - বিএনপির ক্ষমতায় আসার সুযোগ কম। আম্রিকা-সেনাবাহিনীরা অলরেডি ঠিক করে ফেলেছে কারা আসবে। যতোদিন জামাতের জয় নিশ্চিত হচ্ছে, নির্বাচন হবে বলে মনে হয় না।

লেখক বলেছেন: আওয়ামী ভোটাররা বলছে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তারা ভোট দিতে যাবে না।

নির্বাচনে তারা ভোট না দিলেও সিস্টেমেটিকভাবে বৈধ ইলেকশনই ধরা হবে।

০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: যত পারসেন্ট ভোট দিবে না আওয়ামী লীগ বলবে তারা তাদের লোক। তারপর তারা সংগঠিত হয়ে সরকারকে ফেলে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করবে। যেমনটি তারা ১৯৯৬ সালে করেছে।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: আপনি কেন মনে প্রানে চান- বিএনপি ক্ষমতায় আসুক?

০৯ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মেঝ জামাই এর জন্য অনেক খাটা-খাটুনি খাটছে তার পরিশ্রম যেন অদানে না যায় সেজন্য বিএনপির ক্ষমতায় আসা কামনা করি। তাতে সে ঠিকাদারী করে কিছু আয় করতে পারবে।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২১

কিরকুট বলেছেন: হরি হরি , হরি বোল
জামাতের পাল্লায় দে দোল ।

জিতবে এইবার পাল্লা
কাটবে সবার কল্লা ।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৮

ক্ষভগ বলেছেন: মানব কল্যাণে আপনার মহাজাগতিক চিন্তা প্রশংসার যোগ্য। হারানো দিনের সনেট কবি ফরিদ আহমদ চৌধুরীকে শ্রদ্ধা। ব্লগারদের ভালোবাসা ও মডুদের দোয়া আপনার প্রাপ্য। মাঝে মাঝে সময় কাটানোর জন্য "Block Blast" খেলতে পারেন, মন ভালো হয়ে যাবে। https://blockblastfree.com

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩

এ পথের পথিক বলেছেন: লেখক বলেছেন: আমার মেঝ জামাই এর জন্য অনেক খাটা-খাটুনি খাটছে তার পরিশ্রম যেন অদানে না যায় সেজন্য বিএনপির ক্ষমতায় আসা কামনা করি। তাতে সে ঠিকাদারী করে কিছু আয় করতে পারবে।
:D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.