| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর সুসময়ের আদর্শ ব্লগারদের মাঝে মাঈনউদ্দিন মইনুল হচ্ছেন একজন খুবই আধুনিক মনের ব্লগার; তিনি এখনো ব্লগে আছেন, পড়েন, কমেন্ট করেন, কম লেখেন। গত সপ্তাহে উনার ব্লগিং;এর ১৩ বছর পুর্ণ হয়েছে; সবার পক্ষ থেকে উনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই সপ্তাহে তিনি আমার ১টি পোষ্টে কমেন্ট করেছেন, আমার খুবই ভালো লেগেছে; আমার অস্হিরতা, একটু হকিশ আচরণ, ইত্যাদি উনার চোখে পড়েছে; আমাকে আগের মতোই থাকতে বলেছেন, যাতে আমি নিজের স্বকীয়তা না'হারাই। উনাকে ধন্যবাদ, আমি চেষ্টা করবো।
উনি কিছুটা সময় করে লিখলে বেশ ভালো হতো।
মাঈনউদ্দিন মইনুল ব্লগের সুসময়টাকে উপভোগ করেছেন, আজকের দুর্দশাও দেখছেন; কোন বাংলা ব্লগই তেমন ভালো নেই আজকাল। ভালোভাবে লিখতে পারেন, এমন ব্লগারের সংখ্যা এখন খুবই কম। দেশের বিশৃংখলা ও এনার্খীর মাঝে মিশে গেছেন ব্লগারদের বড় অংশ। দেশ, জাতি ও বিশ্বকে না'বুঝে সামুতে লিখলে জাতির ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা শুন্য ( জিরো ); কারণ, সামুতে কি হচ্ছে, তা ২০/৩০ জনের মাঝে আবদ্ধ থাকছে মাত্র।
কিন্তু লেখকদের লেখার মান, তাদের দক্ষতা, সততা, আচরণ, ব্যক্তিত্ব ইত্যাদি জাতির শিক্ষিতদের সম্পর্কে পরিস্কার ধারণা দি্চ্ছে। যারা লিখতে জানেন না, তাদের নিজেদের গার্বেজ তাদেরকে নিরুৎসাহিত করে তুলবে ক্রমে; গত কয়েক মাসের মাঝে কয়েকজন গার্বেজ লেখক উৎসাহ হারায়ে ফেলেছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৭
জেন একাত্তর বলেছেন:
গত ২০ বছরের মাঝে যারা শিক্ষিত হয়েছে, এদের শতকরা ৯০ জনের সততার অভাব আছে, ব্যক্তিত্ব নেই, মেধার দিক থেকে প্রশ্নফাঁস।
২|
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: গ্রেট। ১৩ বছর!!!!
অনেক লম্বা সময়। দীর্ঘদিন সামুতে টিকে থাকা চারটেখানি কথা নয়।
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
জেন একাত্তর বলেছেন:
উনি আধুনিক যুগের মানুষ।
৩|
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি জীবনেও শান্ত থাকিতে পারিবেন না। ![]()
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪
জেন একাত্তর বলেছেন:
সামু চালাচ্ছেন সৎ বাংগালীরা
৪|
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিযোদ্ধারা মিলে একটা দল করে ইলেকশনে দাড়ালে ভালো হতো।
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬
জেন একাত্তর বলেছেন:
আসল মুক্তিযোদ্ধরা এখন অনেকটা রোগী; ২০১৯ সালে, যেডফোর্সের ১ যোদ্ধাকে টেলিফোনে কল করার পর, উনি আমাকে চিনতে পারেননি, ডাইমেনশিয়ায় ভুগছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
জেন একাত্তর বলেছেন:
জুল ভার্ণ কোন দলে আছেন?
১০ জনের মাঝে ৭ জনই ভুয়া। ভুয়াদের অনেকেই বিএনপি, আওয়ামী লীগ ও জামাতের সাথে আছে।
৫|
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ব্লগার মাইনুদ্দিন সাথে পরিচয় নাই; প্রথমে তাকে শুভকামনা।
তবে আপনি যেহেতু তার প্রশংসা ও ভালো বলেছেন
আমি বোধকরি তিনি বাকশালে বিশ্বাসী।
আপনার পোষ্টে সহমত ও পাশে আছি সুলভ মন্তব্য করেন।
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৭
জেন একাত্তর বলেছেন:
আমি জানি না, উনি বাকশাল বুঝতেন কিনা, পছন্দ করতেন কিনা। তবে, আজকের দিনে আধুনিক বাংগালী পাওয়া দুস্কর; তিনি আধুনিক যুগের মানুষ।
আমার ধারণা, ব্লগাদের মাঝে বাকশাল কখনো পপুলার ছিলো না।
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩
জেন একাত্তর বলেছেন:
আপনার আজকের পোষ্ট পড়েছি, ইউনুস ও তার জল্লাদ ডাকাতদের নিয়ে আপনার ধারণা পরিস্কার।
৬|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১
সৈয়দ কুতুব বলেছেন: তপশিল ঘোষণা হয়েছে। ১২ই ফেব্রুয়ারি ইলেকশন ২০২৬ !
ইউনুস সাহেব এরপর কোথায় যাবেন? আমেরিকা?
১১ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
জেন একাত্তর বলেছেন:
উনি সুযোগ মতো দেশ ছেড়ে যাবার সম্ভাবনা আছে; উনার অসততা মানুষর মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে; মনে হয়, উনি উনার সম্পদ সরায়ে নিয়ে গেছেন।
তবে, উহা এখনো চেষ্টা করছে ট্রাম্পের সাপোর্ট পাবার জন্য।
৭|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প কে নাকি পুরো পরিস্থিতি ব্রিফিং করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন-দোহায় বেশ কয়েকটি মিটিং করেছেন। প্রস্থানের উপর জোর দেয়া হয়েছে।
রাষ্ট্রপতি হলে কেমন হয়?
১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৬
জেন একাত্তর বলেছেন:
সে ভয়ংকর অসৎ ও প্রতারক; তার এই ক্যু থেকে জাতি বের হতে পারবে না অনেক বছর; কারণ, ক্রমাগতভাবে দেশের মানুষের জীবনে অশান্তি যোগ হচ্ছিলো; এখন মানুষ প্রতারকদের হাতে, ও অর্থনীতির ভিত্তিকে দুর্বল করে দিয়েছে, সেনাবাহিনীকে বিশৃংখল করে দিয়েছে, পুলিশকে অকেজো করে দিয়েছে, ই্উনিভার্সিটিগুলোকে জংগী ট্রেনিং সেন্টারে পরিণত করেছে।
১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৮
জেন একাত্তর বলেছেন:
রাজনৈতিক দলগুলো ও সেনাবাহিনী জানে যে, ইহা ভয়ংকর ক্যু ছিলো; ফলে, উহাকে কেহ সন্মান করবে না।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামুতে কি হচ্ছে, তা ২০/৩০ জনের মাঝে আবদ্ধ থাকছে মাত্র।
.............................................................................................
এটাই বাংলাদেশের খন্ডিত চিত্র,
মানুষের জীবন যদি দূর্বিষহ হয়, তাহলে মুক্ত চিন্তা করবে কি করে ?
সাহিত্য নিয়ে চর্চ্চা সে তো আরও সাধনার বিষয় ।