| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী জ্ঞানের প্রতিফলন ঘটায়েছেন। ইহা বেশ মুল্যবান গার্বেজ।
উনার লেখা, নকীব সাহেবের ফরমান ও ব্লগার আরোগ্যের পোষ্ট থেকে জানলাম যে, কে বা কাহারা জুলাই বেপ্লবীকে গুলি করেছে। আমার ধারণা ব্লগার শ্রাবনধারা কানাডায় থাকেন, এবং আমি বিশ্বাস করি যে, গুলি উনি করেননি। আমিও উনার মতো প্রবাসে থাকি, আমিও ঐ কাজ করিনি। যেহেতু আমি ঐ কাজটি করিনি, আমি ঠিক মতো জানি না, কে বা কাহারা এই কাজ করেছে, মহামতি ব্লগার শ্রাবনধারা হয়তো জানতে পারেন।
তবে, আমার ধারণা, ইহা ইউনুস/পাকিস্তান/আমেরিকান দুতাবাসের ক্যু'এর চলমান হত্যাকান্ড ও প্রক্রিয়ার অংশ; এবং ইহা এখানে শেষ হচ্ছে না; ইহা চলতে থাকবে দীর্ঘদিন।
আপনারা যারা জুলাই বেপ্লবের জল্লাদ কিংবা সাপোর্টার, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান; আমেরিকান বেপ্লব এইভাবেই কাজ করে; জিয়া ও কর্ণেল তাহেরের প্রস্হানের কথা মনে আছে?
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
জেন একাত্তর বলেছেন:
জুলাই বেপ্লবের বেপ্লবীর অবদান আছে, দেশ তো কাঁদবেই! জুল ভার্ণকে ব্লগে দেখছি না, আমার কান্না আসার সম্ভাবনা আছে।
হাদীর মাঝে মওলানার আইডিওলিজী সংক্রামিত হয়েছে? মওলানা জীবিত থাকলে জুলাই ক্যু'তে অংশ নিতেন!
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
জেন একাত্তর বলেছেন:
গাজাবাসীও নিহত হামাসদের জন্য কাঁদে।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
জেন একাত্তর বলেছেন:
যেই পরিমাণ বাংগালী আইয়ুব ও জিয়ার জন্য কেঁদেছে, তার সিকি পরিমাণ বাংগালী তাজউদ্দিনের জন্য কাঁদেনি।
২|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে একজন জ্বীন ব্লগার আছে। তিনি কারো লেখা ভিউ করলে তার ভিউ অটো বাড়ে। আমার লেখা ছিলো ২২০ ভিউ এখন ৭০০ ভিউ। সামুতে এখন ৭০০ ভিউ পেতে হলে বিতর্কিত লেখা লিখতে হয়।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২১
জেন একাত্তর বলেছেন:
জ্বীনেরা মাদ্রাসায় পড়ে, মসজিদে নামাজ পড়ে; জ্বীনদের উপর সাুরাহ দরবন্ধ আছে! ব্লগে এরা অবশ্যই আছে। জ্বীনদের বন্ধু হচ্ছে ইডিয়ট বাংগালীরা।
৩|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিবাদী কন্ঠস্বর বেঁচে থাকুক সেটা চাই
তিনি যে দলই করুক না কেন ।
.......................................................................
ব্যক্তি গতভাবে তার যদি কোন ক্রিমিনাল রেকর্ড না থাকে
তাকে অবশ্যই সাপোর্ট করা যায় ।
বিভিন্ন মিডিয়ার ভাস্যমতে তাকে যে টার্গেট করেছে , সে
তার দলের লোক, কিছুদিন পূর্বে যোগ দিয়েছিল ।
আর এর অতীত রেকর্ড ,একজন সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে চেনে ।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৪
জেন একাত্তর বলেছেন:
এরা ইউনুস/পাকিস্তান/আমেরিকান ক্যু'এর ভাড়াকরা জল্লাদ; এরা যেভাবে আসে, সেভাবেই যায়। এবারের ক্যু বাংলাদেশকে বধ্যভুমিতে পরিণত করেছে; ইহা সহসা থামানোর মতো কোন বাহিনী নেই।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৫
জেন একাত্তর বলেছেন:
ভুলে গেছেন মেজর জিয়া ও কর্ণেল তাহের কিভাবে প্রস্হান করেছিলো?
৪|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৯
আরোগ্য বলেছেন: আপনার মাঝে বিন্দুমাত্র মানবতা নেই। একজন মুমূর্ষু মানুষকে জল্লাদ বলতেও যার মুখে বাঁধে না এরকম বিকারগ্রস্ত মানুষকে ব্লগ কর্তৃপক্ষ পুনরায় চিরতরে অর্ধচন্দ্র দিবে বলে আশা রাখি।
আপনার প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৩
জেন একাত্তর বলেছেন:
সে গত আমেরিকান ক্যু'তে ছিলো বলেই তো তার এই অবস্হা হয়েছে; আমেরিকান ক্যু'তে তার ভুমিকা কি ছিলো, ইউনুস/পাকি/দউতাবাস এদেরকে কি জন্য ভাড়া করেছিলো?
৫|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৬
কামাল১৮ বলেছেন: সহসা থামবে না।এটা রাজাকারের সাথে মুক্তি যুদ্ধের লড়াই।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩০
জেন একাত্তর বলেছেন:
যুদ্ধের জন্য পাকিস্তান থেকেও বাংগালদেশে লোকজন এনেছে জামাত।
৬|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:২৮
আরোগ্য বলেছেন: আন্দাজে এতো মন্তব্য করেন কেন? হাদী কি হারুনের ভাতের হোটেলে ছিলো, সে কি ইউনুসের আগমনের দিন সভায় তার পিছনে দাড়িয়ে ছিলো, সে কি উপদেষ্টা হয়েছিলো? সে তার নিজ যোগ্যতায় স্বতন্ত্র প্রার্থী ছিলো। তার দোষ সে কোন রকম ষড়যন্ত্রের সাথে আপোষ করেনি।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩১
জেন একাত্তর বলেছেন:
এরা নিজ যোগ্যতায় আমেরিকান ভাড়াটিয়া জল্লাদ।
৭|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইহা ফ্যাসিস্ট ছাড়া আর কেউ করিতে পারে না।
কাউয়া* শা** শ্লোগানের মহান উদ্ভাবককে কারা হত্যা করিবে?
১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১২
জেন একাত্তর বলেছেন:
ইাহকে ইহার বন্ধুরা শহীদ বানায়ে বেহেশতে যাবার টিকিট দিয়েছে।
৮|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকল দল অংশ গ্রহণ করতে না পারলে সেটা কোন নির্বাচন হবে না।
অন্তত নিবন্ধিত সকল দলকে অংশ নিতে দেয়া উচিত।
১৯৯১ সালের নির্বাচনে সকল দল অংশ নিতে পারলে এবার কেন পারবে না?
৩দলের অংশগ্রহণে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ।
সরকার হবে দুর্বল।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৬
জেন একাত্তর বলেছেন:
বাংলাদেশে ১ বারই ভোট হয়েছিলো, ১৯৭৩ সালে।
এবারের ভোটের রেজাল্ট দিবে আমেরিকান দুতাবাস ও সেনা-বাহিনী'; মানুষের সীল দেওয়া ব্যালেট কোন কাজে লাগবে না।
৯|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আখতারুজ্জামান ক্যারেক্টর টা ইন্টারেসটিং না? ![]()
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫২
জেন একাত্তর বলেছেন:
অবশ্যই ইন্টারেষ্টিং' এই ধরণের লোকেরা মিলি টারী ও ব্যুরোক্রেসীতে ছিলো সব সময়ে।
পাকিস্তান আমলে কোন ধরণের পরিবারের ছেলেরা মিলিটারী কমিশন পেতো?
১০|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১৫
নতুন নকিব বলেছেন:
স্রেফ অমানুষ ছাড়া আর কারও পক্ষে মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে এমন নির্লজ্জ উপহাস শোভা পায় না।
আপনাকে ধন্যবাদ।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৪
জেন একাত্তর বলেছেন:
এরাই সাধারণ ছাত্রদের হত্যা করে ক্যু'কে সফল করেছে।
১১|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০৬
নতুন নকিব বলেছেন:
আচ্ছা, আপনার সাথে তর্কের খাতিরে ধরেই নিলাম ২০২৪ এ ক্যু হয়েছিল। আপনি বলুন, ঐ ধরনের একটি ক্যু ছাড়া নিকৃষ্ট ফ্যাসিস্ট হটানোর আর কোন উপায় জাতির সামনে ছিল?
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯
জেন একাত্তর বলেছেন:
না, আমেরিকান ক্যু ব্যতিত শেখ হাসিনাকে সরানো হতো না; বিএনপি চেষ্টা করে পারেনি।
কেন বিএনপি পারেনি? কারণ, তারা রাজনৈতিক দল নয়, তাদের দলের জন্মা শেখ হত্যার মাধ্যমে, তাজউদ্দিন হত্যার মাধ্যমে।
জামাত-শিবির পারতো সরাতে? পারতো না, মানুষ তাদের হয়ে রাস্তায় নামতো না; ওরা রাজাকারের দল।
আমেরিকান ক্যু'হলে উনার পতন হতো; আওয়ামী লীগের ভালো অংশ দেশ চালানোর ভার পেতো; কিন্তু ইউনুস, পাকিস্তানও শিবিরের জল্লাদদের ক্যু'তে যোগ করায়, দেশ ইয়েমেন হয়ে গেছে; এই দেশকে কেহ আর ঠিক করতে পারবে না; জল্লাদেরা দেশকে জংগীস্তান করে ফেলেছে।
১২|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪২
ক্লোন রাফা বলেছেন: যে হত্যার অপরাজনীতির সূচনা করেছে ইউনুস গং /জামাত, শিবির,বিএনপি ও জঙ্গিরা মিলে । এটার ভয়ংকর ফলাফল সামনে আরো বাড়বে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যেমন টার্গেট করে আওয়ামিলীগের ক্লিন ইমেজের নেতাদের হত্যা করেছিলো। তার সিকুয়্যাল হবে আগামীর অপরাজনীতি। জামাত শিবিরের তালিকা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। এই একটি দলই নিষিদ্ধ সংগঠনের মত তালিকা করে হত্যা করে।
২০০১ সালে নির্বাচনের পর শিবির ৪০ জনের তালিকা করে । একে একে হত্যা শুরু করে তারা। অবশ্য তালিকায় সীমাবদ্ধ ছিলো না তারা। এমনকি বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা করতে চেয়েছিলো। ক্যাডর ভিত্তিক কিলার বাহিনী একমাত্র জামাতেই আছে। এর প্রমাণ ছাত্রলীগের ভেতরে গুপ্ত শিবির। হেলমেট বাহিনী ছিলো এই শিবিরের ক্রিমিনালরা।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৩
জেন একাত্তর বলেছেন:
আওয়ামী লীগে রাজনীতিবিদ না'থাকাতে, ইউনুস, জামাত-শিবির ও পাকিস্তান মিলে লবিং করায়ে ক্যু করাতে পেরেছে; হেলমেট বাহিনী ছিলো জামাতের দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সৈয়দ কুতুব বলেছেন: হাদির জন্য পুরো বাংলাদেশ প্রার্থনা করছে ! আর তাকে নিয়ে মশকরা করছেন? হাদির জন্য প্রধান উপদেষ্টা হতে রাস্তার ফকির চোখের পানি ফেলছে। তার আইডিওলজী নাকি ভাসানীর মতো ।
।