নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : ভারত বনাম বাংলাদেশ ! =p~

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

গেছোদাদা কামাল১৮ সাহেব কে জিজ্ঞাসা করল , আচ্ছা , বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কি পশ্চিমবঙ্গ?
কামাল সাহেব বললেন, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে?

গেছোদাদা বলল, আমিও বুঝতে পারছি না, আসলে সোস্যাল মিডিয়াতে যত তর্কাতর্কি তো দেখছি শুধু বাংলাভাষাতেই হচ্ছে।
কামাল সাহেব বললেন, অন্যভাষায় তর্ক করতে গেলে তো সেই ভাষাটাও জানা দরকার।

গেছোদাদা বলল, শুধু ভাষার সমস্যার জন্য এত বড় একটা দেশ এমন মেজর একটা ঝগড়ায় নামতে পারছে না। ভেরি স্যাড!
কামাল সাহেব বললেন, আপনি কি বলতে চাইছেন বলুন তো?

গেছোদাদা মুচকি হেসে বলল, আসলে ঝগড়াটা বাঙালির, দুই দেশের নয়।এটা অনেকটা ওই শাশুড়ি-বউমার ঝগড়ার মত। দুই পরিবারের বাকি সদস্য বা কত্তারা এই নিয়ে মাথাও ঘামায় না। =p~ =p~ =p~

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

গেছো দাদা বলেছেন: @কামাল১৮ দাদা।
মজা করে আপনার নাম নিয়েছি।
খারাপ লাগলে জানাবেন। অন্য নাম দিয়ে এডিট করে দেব।

২| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: ঝগড়া-ঝাটি খ্রাপ না।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

গেছো দাদা বলেছেন: কে কইল কারাপ ? ! B:-/

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪২

কামাল১৮ বলেছেন: ক্রিকেট খেলা নিয়ে লঙ্কাকান্ড হয়ে গেলো,তাইতো ক্রিকেট খেলা দেখি না।দেশ জাতি কবে যে শেষ হবে।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৬

গেছো দাদা বলেছেন: ক্রিকেট খেলা আমিও ১০ বছর ধরে আর দেখি না।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৭

অপু তানভীর বলেছেন: এই কথাটা আসলে ঠিক বলেছেন সোস্যাল মিডিয়াতে এই ঝগড়া বাঙালীদের ভেতরে, দুই দেশের ভেতরে ভেতরে ! দুই দেশের কর্তারা এসব নিয়েও মাথা ঘামায় না ।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৮

গেছো দাদা বলেছেন: তাও আবার বেকার বাঙালীদের মধ্যেই এইসব ক্যাচাল চলছে !

৫| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: হামি খইসি।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১০

গেছো দাদা বলেছেন: অ অ অ ... তা আগে কইবেন না ?!

৬| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: এ কথা সত্যি অল্প কিছু বাঙ্গালী ভারতের পরাজয়ে খুশি হয়েছে। এটা মূলত বিহারী।
তবে সত্য কথা হলো- বেশির ভাগ বাঙ্গালীর মন খারাপ হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১১

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.