নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

জামাত-শিবির ভীতিকর কেন? ওরা রাজাকার, জংগী ও অপসংস্কৃতির ধারক!

২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮



জামাত-শিবির জাতির জন্য ভীতিকর; কারণ, এরা বড় বড় গণ হত্যার সাথে জড়িত, এরা জংগী, পাকী ও জংগী-সংস্কৃতির ধারক।

বার বার আমেরিকান ক্যু'তে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান; ভারত উহা থেকে নিজকে রক্ষা করে বিশ্বের ৪র্থ অর্থনীতিতে পরিণত হয়েছে।

জিয়ার ক্যু'তে আমেরিকা জাসদ'কে ব্যবহার করেছিলো মাঠ দখলে রাখতে; সময় মতো জিয়া ইডিয়ট কর্ণেল তাহেরকে ফাঁসী দিয়েছে। এরশাদের ক্যু'টা হয়েছিলো ক্যান্য়নমেন্টের ভেতরে, জিয়া গ্রুপ থেকে ক্ষমতা নিয়েছে এরশাদ গ্রুপ। ২০২৪ সালের ক্যু'এর উদ্যোক্তা হচ্ছে একক ১ ব্যক্তি, ইউনুস, তাকে সাহায্য করেছে পাকিস্তান; মাঠ দখলে আমেরিকা এবার ব্যবহার করেছে জামাত-শিবিরের জল্লাদদের।

আমেরিকা সাধারণত যেসব দেশে ক্যু করায় ও যাদেরকে মাঠে রাখে, তাদেরকে নিজেরাই পরিস্কার করে; কিন্তু এবারের বাংলাদেশের ক্যু'টা হয়েছে খারাপ সময়ে; বাইডেনের দুষ্ট ডিপ্লোমেটেরা তাদের গার্বেজ পরিস্কার করার সময় পায়নি , তার আগেই ট্রামপ এসে গেছে; ফলাফল, জামাত-শিবির দেশ দখলে নিয়েছে।

জামাতের সব আমীদের ফাঁসীর অর্ডার হয়েছিলো; ভবিষ্যতেও হবে।





মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ না থাকলে বিএনপি-জামাত ক্ষমতায় আসবে।ইহা কি নতুন কোনো ঘটনা?

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



কিছুই নতুন নয়; সমস্যা হলো ইডিয়ট জাতির শিক্ষিতরা ইডিয়ট, কোনটা ক্যু ও কোনটা বিপ্লব, তা বুঝে না, প্রতিদন আয়াত পড়তে বলে।

২| ২১ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আর রাজিব নুর গুরু-শিষ্য মিলে জামাতের পিছনে আদাজল খেয়ে নেমেছেন।

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



জামাত জংগী, সভ্যতা-বিরোধী, জল্লাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০২

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার রুপক বিধোতি সাধু বলেছেন : মানুষ ব্লগে লিখতে ভয় পাচ্ছে। আসল বিষয় উহা নয় বলে মনে করি। মানুষ নতুন বন্দোবস্তের নামে যে আয়নাবাজি হলো সেটা বুঝে ফেলেছে। সব কিছুই আগের মতো চক্রাকারে ঘুরছে। এসব নিয়ে নতুন করে লেখার কিছু নেই।
রাজনৈতিক দিকটা বললাম আরকি।

জামায়াত নিয়ে আপনি কিংবা রাজিব নুর যা লিখেছেন বিভিন্ন ব্লগ কিংবা সোশাল মিডিয়ায় প্রগতিশীলরা বহুবার লিখেছেন। বিষয় হলো কিভাবে এগুলো সমাজে দিন দিন বিস্তার লাভ করছে সেটা নিয়ে কেউ লিখে না। মাদরাসার শিক্ষার দৌরাত্ন কেন বেড়ে গেছে এটা নিয়ে লিখে না। কারো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই।
জামাতি ব্লগার রা বিএনপিকে গালি দিয়ে বিএনপি ব্লগাররা জামাতকে গালি দেয়। আওয়ামী ব্লগার রা উভয় দলকে গালি দেয়। এসব দেখার জন্য কেউ ব্লগে আসবে না। টকশো দেখলেই চলে।

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



২০২৪ জুলাইতে আমেরিকান ক্যু হচ্ছে, ইহা আপনি কখন জেনেছেন?

৪| ২১ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ৩/৪ দিন পূর্বে জেনেছিলাম
কিন্ত বিশ্বাস করতে পারি নাই ।

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:




এখনো কোন দায়িত্বশীল কিংবা সুপরিচিত কেহ বলে যে, ইহা ক্যু ছিলো?

৫| ২১ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আব্দুর রাজ্জাক

ইন্দিরা গান্ধী, স্যাম মানেকশ নীল নকশা আর ৬০ হাজার ভারতীয় আর্মির বুটের গন্ধ তো ৭১ ঠিক ই ভালো লেগেছিল, ২৪ এ আমেরিকান কূ তে সমস্যা কোথায়?

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:




সমস্যা হলো আমি বাংগালী, আপনি আধা থাই।

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



আরেকটা সমস্যা হলো, ভোটে বাংগালীরা জয়ী হওয়ার পর, পাকী মিলিটারী বাংগালীদের সরকার গঠন করতে না'দিয়ে পুরো জাতির উপর গণহত্যা চালায়; ইহা মগজহীনদের মাথায় ঢুকে না।

৬| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ২:৪৯

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ২০২৪ জুলাইতে আমেরিকান ক্যু হচ্ছে, ইহা আপনি কখন জেনেছেন?

- আপনার আপা তো ইন্ডিয়া থেকে বলেছে আমেরিকা নাকি জড়িত ছিল না ! আবার আপনার ভাগ্নেও একই কথা বলতেছে যে সে নাকি এই বিষয় জানে না। আপনি গৃহযুদ্ধের কথা বলেছিলেন গত বছরে ,এই বার আপনাদের ভাগ্নেও বলতেছে দেশে তারা ১২টা বাজাবে !
দুই বেকুবের আলাপচারিতা !

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



দেশে ১৯৭১ সালে মানুষ যুদ্ধ করেছিলেন পাকী বাহিনী ও জামাত-শিবির-রাজাকার বাহিনীর বিপক্ষে; সেটা আবারও হবে, ১ম দফা হয়েছে গেছে ২০২৪'এর জুলাই আগষ্টে; উহাতে স্বাধীনতার পক্ষ পরাজিত হয়েছে। আবারো হবে।

৭| ২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩১

নূর আলম হিরণ বলেছেন: অজ্ঞতা, শিক্ষা, কুশিক্ষা, আধুনিকতা, বর্বরতা, গণতন্ত্র, খেলাফত, ভালো, মন্দ মিশিয়ে জামাত এমন এক মিক্সার তৈরি করেছে এটা থেকে কেটে বের হতে জাতিকে চরম মূল্য দিতে হবে। তবে বের হওয়া অসম্ভব নয়।

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংগালী জাতি ভালুকের মতো, জেগে উঠলে জামাত-শিবির-বিএনপি-রাজাকারেরা টের পাবে।

৮| ২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪

কাঁউটাল বলেছেন: পভুপাদ মুদির দেশ ভঁড়ৎ নাকি দুবাই এয়ার শো দেখাতে গিয়ে োয়ামারা খেয়েছে?

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



নিজামী, মুজাহিদ ও সাকা আপনার থেকে বিষাক্ত ছিলো।

৯| ২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪

এ পথের পথিক বলেছেন: জেনারেশন ৭৫, ট্রাক্টর ভ্লগার, খুনিদের দোষর, দিল্লীর দাসী খুনি হাসুর দলের দাস ।

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:



ব্লগ ব্লগারদের জন্য, ব্লগে আপনার কি কাজ?

১০| ২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪

এ পথের পথিক বলেছেন: এই দাস যেখানে সেখানে আম্রিকির ক্যু ছাড়া কিছুই দেখে না ।

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:




আমেরিকান ক্যু শেখ টের পায়নি, সেজন্য উনাকে প্রাণ হারাতে হয়েছে; সেখানে আপনি কি করে কি বুঝবেন?

১১| ২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২০

এইচ এন নার্গিস বলেছেন: সহমত প্রকাশ করি ।

২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:



জামাত-শিবির, ব্রাদারহুড, হামাস, হেজবুল্লাহ, হুতি, রাজকার, এগুলো জীবন্ত জল্লাদ।

১২| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০৯

কলাবাগান১ বলেছেন: ভারত এর প্লেন ভেংগেছে আর সবচেয়ে বেশী সমালোচনা করছে মাদ্রাসা পড়ুয়া বাংগাল রা যারা প্লেন তো দুরের কথা, প্লেনের একটা চাকার টায়ার ও বানাতে পারে না।

২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:




বাংলাদেশ ও পাকিস্তানের মানুষদের জাতীয় দায়িত্ব হচ্ছে ভারতকে ঘৃণা করা। ভারতের সমস্যা হচ্ছে ভারতে "মিলিটারী ক্যু:" হয়নি; ওদের কাছে আইয়ুব, জিয়া, এরশাদ'এর মত লৌহ মানব নেই, ভারত বড় সমস্যায় আছে।

১৩| ২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: জামাত শিবির যে কতটা ভয়ংকর, সেটা দেশের মানুষ অনুধাবন করতে পারছে না।

২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



দেশের মানুষের বড় অংশ ইডিয়টে পরিণত হয়েছে; ফলে, ওদের ঘরে শিবির জন্ম নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.