| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগেও "তৌহিদী জনতার" লোকজন আছেন; লেখা ও কমেন্ট থেকে এদের চিনতে পারবেন।
ছবির এই সুশ্রী নারী ১ জন বাউল; বাউলরা পেছনে পড়া থাকা ১টি মি্উজিক্যাল জনগোষ্ঠী, যারা দরিদ্র বাংলাদেশে গান গেয়ে জীবিকা নির্বাহ করে ও খুবই দরিদ্র জীবন যাপন করে থাকে। এই জনগোষ্ঠীর মাঝে ১ জন মানুষ মৃত্যুর পর, আমাদের শিক্ষিত বাংগালী সমাজে কবি ও গীতিকার হিসেবে সন্মান পেয়েছেন; তিনি লালন শাহ। উনিও খুবই দরিদ্র জীবন যাপন করে গেছেন।
বাউলরা আজকের জামাত-শিবির, হেজফাজতী জংগী মবের কাছে ১টি বিপন্ন দরিদ্র সম্প্রদায়; যেই দেশে শিক্ষিত ও ধনী আহমেদিয়ারা প্রাণ হাতে নিয়ে বেঁচে আছে, সেখানে বাউল মাউল কি করে টিকবে?
মুসলমানদের মাঝে বিভক্তি শুরু হয়েছে ৫ম খলীফার সময় থেকেই; শিয়া, সুন্নী, ওয়াহাবী, আহমেদিয়া, দ্রুজ ব্যতিত আরো ছোটখাট বিভক্তি আছে; এদের মাঝে গৃহযুদ্ধের ফলে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, পকিস্তান দোযখে পরিণত হয়েছে।
বানরগুলো বাংলাদেশকেও ইয়েমেন, লেবানন ও সুদান বানানোর পথে টানছে।
১৯৫৩ সালে মওদুদীর নেতৃত্বে লাহোরে আহমেদিয়া হত্যাকান্ড ঘটায় জামাত ও মুজাহিদরা ( আজকের তৌহিদী জনতা ); লাহোরে মার্শাল দেয়া হয়েছিলো; কমপক্ষে ১১০০ আহমেদিকে হত্যা করা হয়েছিলো; বিচারে মওদুদীর ফাঁসীর রায় হয়। মওদুদীর প্রাণ রক্ষা করে সৌদী বাদশাহ সউদ; সউদ পাকিস্তান সরকারকে ডলার ধরায়ে দেয়।
দেশে জামাতপন্হীদের একাংশ হচ্ছে তৌহিদী জনতা, বা "মব"; এরা জংগী। এরা রাজাকারদের ছোট ভাই ও হত্যাকারী।
ব্লগের লেখা ও কমেন্ট দেখে এই "তৌহিদী জনতার ব্লগারদের" চিহ্নিত করতে পারবেন?
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন:
মাজহারেরা স্বামী স্ত্রী ২ জনেই ক্রিমিনাল। আমাদের জুল ভার্ণও মাজহারের কাছে লোক। মাজহারের স্ত্রী পেছনেপড়া জন গোষ্ঠীর নামে এনজিও করে মিলিওনিয়ার হয়েছে; সে ব্যবস্হা করবে। যেহেতু জামাত-এনসিপি'রা বাউল-মাউল বিরোধী, মাজহারেরা অবস্হা বুঝে এগুবে।
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
সপ্তম৮৪ বলেছেন: গফুরের শিষ্য পিনাকীও লালনের আদর্শের লোক।
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
লালনের কোন আদর্শ ছিলো না; তিনি বৃটিশ আমলের ভয়ংকর দরিদ্র বাংগালী সমাজের প্রতীক, চারণ কবি ও গীতিকার।
এরা মানুষের জীবন, সমাজ ও সংগ্রামের প্রতীক।
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
আঁধারের যুবরাজ বলেছেন: আধুনিক যুগে ,কোনো সভ্য দেশে মব হত্যা অকল্পনীয়। তথাকথিত "তৌহিদী জনতা" মানসিকতা আমাদের দেশের জন্য অশনি সংকেত। দারিদ্রতার সাথে যদি ভুল ধর্মীয় শিক্ষা যুক্ত হয় ,তা বিপদজনক হয়ে উঠে একটি জাতির জন্য।
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
ধর্ম হলো আরবের কমশিক্ষিত ও অশিক্ষিতদের "মানব সমাজ ও উহার বিবর্তনের রূপকথা, ভুল ধারণা ও মিথ্যার সংমিশ্রনে ব্যাখ্যা"।
ইহাকে যে যেভাবে পালন করুক না কেন, তারা সভ্যতার চাকার নীচে থাকবে। অশিক্ষিতরা ধর্মের কোন কিছুই জানার কথা নয়।
৪|
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
জ্যাক স্মিথ বলেছেন: সারাদেশের আনাচে কানাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৌহিদী জনতা, আরেকটা শ্রেণী রয়েছে যারা নামাজ, রোজার ধার না ধারলেও চিন্তা-চেতনায় তৌহিদী জনতার কোন অংশে কম নয়, এরাই হচ্ছে তৌহিদী জনতার সবচেয়ে বড় সাপোর্টার। সব মিলিয়ে জামাতের পাল্লা এবার সবচেয়ে বেশী ভারী, জমাত এবার বিএনপিকে ধরাশায়ী করে সরকার গঠন করতে যাচ্ছে অঃতপর তারা দেশে আল্লাহর আইন চালায়া দেবে।
ব্লগে জামাতের বিপক্ষে লোকজন দেখা গেলেও বাস্তবা সম্পুর্ণ ভিন্ন- গ্রাম-গঞ্জে জামাতের পক্ষে জনমত ভারী হচ্ছে। জমাতের পালে এবার হাওয়া লেগেছে, এবরাও যদি জামাত কিছু না করতে পারে তাহলে ওদের দ্বারা আর কিছুই হবে না।
জামাতের সবচেয়ে বড় সফলাতা হচ্ছে- এরা তরুণ এবং গবেট শ্রেণীকে খুব ভালো ভাবেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্রেইন ওয়াশ করতে পেরেছে, যারা তাদের ভোট ব্যাংক ভারী করবে
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৭১ সালেই মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ ছিলো শতকরা ২০ ভাগের বেশী; গত ২/৩ জেনারেশনে দেশ ভরে গেছে পংগু মগজের লোকজনে; সর্বোপরি, আওয়ামীদের ডাকাতীর পরে, অশিক্ষিতরা কোন পথ দেখছে না; দেশকে ইয়েমেনের পথে নিয়ে যাচ্ছে জংী জামাত-শিবির।
৫|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০৩
সৈয়দ কুতুব বলেছেন: জ্যাক স্মিথ@ আগে ৯১ সালে লীগ যে ৮৮ সিট পাইসে সেটা জামায়াত পেয়ে দেখাক। কিংবা জাপার ৩৫ সিট! ![]()
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আমেরিকান দুতাবাস ও আমাদের মিলিটারী মিলে ঠিক করবে অন দলকে কতো সীট দিবে; তবে, দুতাবাস কোনভাবে ১টা সরকার গঠন করায়ে ট্রাম্পকে দেখাবে বাংলাদেশে সব ঠিক মতো চলছে।
৬|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫
কামাল১৮ বলেছেন: প্রতিটা মুসলিম এক একটা তৌহিদী জনতা।ধর্ম একটা ভাইরাস।ক্ষত হলেই দ্রুত বংশবিস্তার করে।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের জাতি ঠিকই আরবদের গৃহভৃত্য উটের রাখালে পরিণ্ত হয়েছে বেদুইনদের সংস্কৃতিকে ধর্ম হিসেবে নিয়ে।
৭|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বাউলরা ও আপনার মতো সিদ্ধিখোর ও অবাধ যৌনতায় বিশ্বাসী।
লোক দেখানো কুমিরের কান্না থামান.......
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
সব দরিদ্র শ্রেনীর মানুষ এক সময় যৌনতায় ও ড্রাগস'এর দাসে পরিণত হয়ে যায়।
এরা আপনার মত আয় করে না যে, থাইল্যান্ড গিয়ে থাই মেয়েদের ভালোবাসা কিনবে।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
সুন্দরী বাউল নারী দেখছেন?
থাইল্যান্ড গিয়ে জাতির ডলার নষ্ট করে মন খারাপ করছেন?
৮|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:১৩
আরোগ্য বলেছেন: আউল বাউল ফাউল সব গোষ্ঠীই মহান কেবল আমরা মুসলিমরাই খারাপ আপনার দৃষ্টিতে???
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
মুসলমানরা আজকের বিশ্বের জন্য আতংক; এরা নিজেদের দেশ (সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন, লেবানন, ইরাক, বাংলাদেশ ) শেষ করে ইউরোপের পাছায় আগুন দিচ্ছে ও সেখানে বসে আলুপোড়া খাচ্ছে।
৯|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:২৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সুন্দরী বাউল নারী দেখছেন? সুন্দরী বাউল নারী, মমতাজ, বাকশালীদের গনিমতের মাল।
আপনারা বাউলীনিদের সাথে ফুর্তি করুন, দেশের টাকা দেশেই রাখুন।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
মমতাজ সারা বিশ্বের বাংগালীদের গৌরব; এমন গলা বিশ্বের খুব আল্প শিল্পির আছে! গরীবর মেয়ে এতদুর আসতে পারায় ভালো লাগছে না?
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি মমতাজ কিংবা বাউল মেয়েদের সন্মান করবেন না; কিন্তু থাই ক্লিবদের ভালোবাসা কেনার জন্য ডলার ব্যয় করবেন!!
১০|
২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ২:৪২
ইফতি সৌরভ বলেছেন: একমত তবে এরা আসলে দেশকে লেবানন না বরং ভারতের মতো রাষ্ট্র বানাতে তৎপর যেখানে দলিত বলে ধর্ষণ করবে, নিজেরা গরু রপ্তানিতে শীর্ষে হয়েও গরুর কারণে মানুষ খুন করবে, ধর্ম নিয়ে খুন - এ যে সাক্ষাৎ বর্তমান ভারত !!!
২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ৩:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
ইসলাম বিশ্বব্যাপী জংগীবাদ ছড়ায়ে দিয়েছে।
২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ৩:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
ভারতকে আবার সঠিক পথে আনার মতো শিক্ষা ভারতীয়দের আছে; আমারা ইয়েমেন হলে, ইয়েমেন হয়েই থাকতে হবে।
১১|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: বাউল সম্রাট লালন একজন গ্রেট মানুষ।
তার ইতিহাস অনেক কষ্টের। ছোটবেলা মানুষ তাকে অনেক অপমান অবহেলা করেছে। লালনের ইতিহাস আমি পড়েছি। সুনীল গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে চমৎকার একটা বইও লিখেছেন। বইয়ের নাম ''মনের মানুষ''।
হামাস আর আমাদের তৌহীদি জনতা একই কাতারের। এরা ভয়ংকর। ধর্মের কারণে এরা সব মন্দ কাজ অনায়াসেই করতে পারবে।
২৫ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগে রাজাকার পক্ষের ব্লগারদের লেখা থেকেই বুঝা যায়, এরা বর্তমান মানব সভ্যতাকে বুঝার মত জ্ঞানি নন, অন্য জন গোষ্ঠীর তুলনায় এরা পংগু ও জংগী; এরা দেশকে ইয়েমেন বানাচ্ছে; রক্ষা করা আমাদের দায়িত্ব।
১২|
২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চুতিয়া জনতা
২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের পক্ষ থেকেই ভুল বেশী ছিলো; যেই জনতা এই দেশ স্বাধীন করেছিলেন, শেখ তাদেরকে ড্রাইভার সীটে আনেননি।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
সৈয়দ কুতুব বলেছেন: বাউলদের হয়ে সরাসরি কথা বলতেও পারছি না । যে বাউল আটক হয়েছেন তিনি নাকি ফরহাদ মজহার মিয়ার কাছের লোক। ফরহাদ মজহারের মতো মানুষ যার কাছের লোক সে এখনো ছাড়া কেন পায় না ? ফরহাদ মজহারের ওয়াইফ এডভাইজার । চাইলে তিনি সরাসরি হোম এডভাইজারের সাথে দেখা করতে পারেন ।
।
ফরহাদ মজহার জাতিকে বিভ্রান্ত করায় ১ম হবেন ।