| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের গ্রামের বেছুর ১টা নিজস্ব জীন ছিলো; সেই কাহিনী আমি ব্লগে এনেছিলাম; আসলে, বেছু খুবই সুশ্রী কিশোরী ছিলো; গ্রামের তরুণ আকবর তাকে জংগলের মাঝে একা পেয়ে জড়ায়ে ধরেছিলো; বেছু নিজকে ইহা থেকে রক্ষা করার জন্য জীনের গল্প নিজে বানিয়েছিলো। বেছু গ্রাম্য মেয়ে, সে জীনের গল্প বলেছ; তার বুদ্ধিমত্টায় আমি খুশী হয়েছিলাম।
গত কয়েক মাস আগে এক পংগু মগজের ব্লগার সামুতে জীনের গল্পের নামে গার্বেজ ছড়ানোর শুরু করেছিলো; আমার ধারণা, আমি উহাকে থামাতে পেরেছিলাম। আজকে সেই পংগু ব্লগার মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকার/পাকীদের একটা ভিডিও ছেড়েছে! ইডিয়ট!
২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার লেখার যায়গা আছে; সামুটিমে সোস্যাল মিডিয়ার কোন লোকজন নেই। সামুর কিছু একটা নিজস্ব সিক্রেট আছে।
২|
২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখার আর কোন যায়গায় পড়া যায় ? আর কোথাও লিখেন ?
২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ২:০৭
জেনারেশন একাত্তর বলেছেন:
না, এখনো অন্য কোথায়ও লিখি না; সামু বন্ধ হলে লেখা হয়তো হবে না; কারণ, আমি লিখতে চাই না; আমি বাংলা ব্লগে ছিলাম দেশের শিক্ষিতদের অবস্হা বুঝার জন্য।
৩|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:০৭
নতুন নকিব বলেছেন:
"ডোডো" চমৎকার নাম। এটা কি আপনার বাবা-মা প্রদত্ত নাম?
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আল্লাহ ও রসুলের ইচ্ছা থাকায়, এই শব্দ জন্ম নিয়েছে।
৪|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩৯
নতুন নকিব বলেছেন:
আপনার "ইডিয়ট" নামটাও পারফেক্ট!
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার অনেক কিছুই পারফেক্ট
৫|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:৪২
নতুন নকিব বলেছেন:
"লিলিপুটিয়ান" নামেও আপনাকে ব্লগে সবাই কমবেশি জানেন। এটাও আপনার জন্য মানানসই।
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ইহাও পপুলার শব্দ
৬|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: যারা জ্বীন দেখেছে তারা মগজহীন।
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
মগজ হীন মিথ্যুকেরা জীন দেখা থাকে।
৭|
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি মনে হয় ঘুম থেকে সজাগ হলেই সামুর কথা মনে পড়ে বসে যান কমপিউটারে ।
২৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
সঠিক, ঘুম ভাংলে চেক করি, কি কি গার্বেজ এলো সামুতে।
৮|
২৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
কিরকুট বলেছেন: শান্ত হন । বর্তমান বাজারে এই সব বাপে খেদানো মায়ে তাড়ানো চামড়া ছোলা কুকুরের ঘাউ ঘাউ লোকজন বেশি খাচ্ছে । খেতে দিন বদ হজম হলে ফিরতেই হবে ডাক্তারের কাছে । মনে রাখবেন যেইসেই বদহজম হবে না। চারিদিক দুর্গন্ধে ভাসিয়ে হবে ।
২৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের বর্তমান অবস্হা আফগানিস্তান ও ইয়েমেনের মতো এনার্খী, ইহাকে আরো ভয়ংকরের দিকে নিয়ে যাবে জামাত-শিবির-বিএনপি।
৯|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: হিস্টিরিয়া রোগী দেখলেই মুসলমানরা ভাবে ''একে জ্বীন ধরেছে''।
কি অত্যাচারটাই না করে!!
শুকনো মরিচ নাকের ফুটো দিয়ে ধরিয়ে দেয়,
আঙ্গুল উটলো দিকে টেনে ধরে- রোগী ব্যথায় ছটফট করে,
হাত পা রসি দিয়ে বেঁধে রাখে,
মহিলা রোগীদের অবস্থা আরো করুন। নিজ চোখেই এসব দেখেছি।
৩০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
কোরানে নাকি জীনের কথা আছে; আবব্য উপন্যাসেও জ্বীনের কথা আছে; বেদুইনরা রূপকথাকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাকী ইডিয়টদের জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: আজে বাজে নিক আগে কখনো ছিলো না ? সামুর এডমিন/ মরডারেটর দের মন নেই সামুতে । ইহা চিরতরে বনধো হয়ে গেলে তখন আপনি কাদের ইডিয়ট এবং গারবেজ বলবেন ?