নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

নারী কবির কবিতার অলংকার, "তোমাদের এত জ্বলে কেন?"

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯



আমাদের নারী কবি ১ জনই আছেন, সবার আদরের কবি; উনাকে ইসলামিক কবিও বলা চলে, উনি কবিতায় ছবি সংযুক্ত করেন হিজাবী নারীদের, যাদের চেহারা থাকে নুরানী, বেহেশতের হুরদের মতো।

উনার আজকের কবিতার শিরোনামে একটি অলংকার যোগ করেছেন, "তোমাদের এত জ্বলে কেন"! ইহা কবিতাকে শক্তিশালী করেছে, স্বর্গীয় ভাব দিয়েছে।

এই অংলকার কি কবিতায় যুক্ত হওয়ার কথা, নাকি বস্তিতে বসবাস করার কথা? বস্তির জীবন ভয়ংকর কষ্টকর; সেখানে মানুষের পক্ষে মানসন্মান নিয়ে বাস করা কঠিন। বস্তীতে নারীদের জীবনটা, আরো কঠিন, জীবনের স্বপ্ন ভাংগার জীবিত করুণ উদাহরণ; ফলে, বস্তীর নারীরা বেশ কর্কশ হতে পারেন, অসুন্দর ঝগড়ায় লিপ্ত হতে পারেন, তখন "জ্বলার" মতো বিশেষণ ব্যবহৃত হয়ে থাকে; সামুও কি নারী কবির বস্তি?



মন্তব্য ৫৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: আমি আরো ভাবলাম আপনার পিও রাজিব নুর কে নিয়ে লেখায় আমার সমালোচনা করবেন । :P

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজীবের হয়ে আমাকে কিছু লিখতে হয় না, উনি ভয়ংকর লোকদের আক্রমণও ঠেকাতে পারেন।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুতে কবি নেই, গল্পকার নেই, সাহিত্যিক নেই; দুনিয়ার বস্তির চারণ কবিরা এসে সামুতে গার্বেজের দোকান খুলে বসেছে।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


উনি লিখেছে লিখুক, মৃত্যুর পর এটা কাজে লাগতে পারে।

০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার সবকিছু ভালোভাবে চলছে?

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা চাদগাজী যদি ইমাম মুয়াজ্জিনরা ইঞ্জিনিয়ারিং, ইকোমিক্স, ফিনান্স, মারকেটিং, পাবলিক এডমিনিস্ট্রেশন, সোশোলজি, ডাক্তারি পড়ুয়া থেকে হয় তবে সাধারণ মানুষ বেশি উপকার পাবে নাকি কম?

০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



শিক্ষিতরা সব কাজ প্রফেসান্যালী ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারার কথা। আমেরিকার বেশীরভাগ চার্চে ও সিবাগগে উচ্চ-শিক্ষিত লোকজন উপসাসনা পরিচালনা করে থাকেন।

প্রফেশানেল লোকজন এলে, সমাজে শান্তি আসবে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৮

আদিত্য ০১ বলেছেন: বাংলাদেশে নারীদের কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষায় অগ্রসরমান করেছেন শেখ হাসিনা। কিন্তু উনি তার দলের ডাকাত শ্রেনী মন্ত্রী বা নেতাদের শায়েস্তা না করে আজ আওয়ামীলীগ সাফার করছে।
আর পলিটিক্যালি কত বড় বড় ইস্যু সলভ করেও পার কোটা আন্দোলনের মত সামান্য বিষয়টার কারনে রাজনীতি করতে পারছে না ১৫ মাস হইয়ে গেলো। কিছু কাজ করতে হয়ে পলিটিক্যালি বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে যেগুলো এত বছর শেখ হাসিনা করেছেন। কিন্তু ১৫ জুলাই শিবিরের শাবক আছে সেটা বুঝেও ছাত্রলীগ আগানো উচিত ছিলোনা। এইটা পরেও ধরতে পারতো। ঐ দিনই যদি শেখ হাসি যদি ঘোষনা দিতো যে কোট থাকবে ১০%, তাইলে কিছুই হত না

০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:




আমার মনে হয়, "কোটা"কে ইস্যু করেছিলো সাধারণ প্রশ্নফাঁস মগজে বিস্ফোরণ ঘটায়ে ছাগলগুলোকে রাস্তায় নামিয়ে পুলিশের সামনে নেয়ার জন্য; এরপর, ওরাই পুলিশের ড্রেস পরে গুলো করেছে; ইহা ক্যু ডিজাইনের মুল যড়যন্ত্র ছিলো।

মেয়েদের উনি পড়ায়েছেন বৃত্তি দিয়েছেন; কিন্তু চাকুরীর ব্যবস্হা করেননি।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার মনে হয়, "কোটা"কে ইস্যু করেছিলো সাধারণ প্রশ্নফাঁস মগজে বিস্ফোরণ ঘটায়ে ছাগলগুলোকে রাস্তায় নামিয়ে পুলিশের সামনে নেয়ার জন্য:

আপনারা যে কি কি মনে করেন আপনারাই ভালো জানেন । শেখ হাসিনা এবং আওয়ামি লিগের মদদে একজন কোটা পুনরবহালের রিট করে । এর কারণ হলো এবার পাওয়ারে যাওয়ার পর লিগ আতংকিত ছিলো যে কখন তাদের পতন হয়ে যায় । আরাফাত শেখ হাসিনা কে রিপোরট দিয়েছিলো যে , ২০১৮ সালে কোটা বাতিলের পর থেকে লিগের পোলাপান চাকুরিতে প্রবেশ করার পরিমাণ কমে গিয়েছে । ২০১৮ সালে যে আনদোলনের কারণে শেখ হাসিনা চাপে পড়ে কোটা বাতিল করেছে আবার সেটা পুনরবহাল করলে কেউ মানবে না। কমনসেনস কাজে না লাগালে কিছু করার নেই । ১৮ সালেই সরকার পড়ে যায় যায় সিচুয়েশন । শেখ হাসিনার কাছে তরুণ বলতে কেবল লিগের পোলপানদের চোখে পড়তো । তাদের চাকুরি দেয়া বেশি জরুরি । কারণ তারা লাঠিয়াল হবে।

নিজেদের দোষ আরেকজনের উপর চাপিয়ে দিবেন আর সারাদিন প্রশ্নফাঁস বলে হাউকাউ লাগাবেন । :)

০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



যেসব দেশের নেতৃত্ব চাকুরী সৃষ্টি করার মটো দক্ষ, তারা কোটা কি জিনিষ জানে না; আমাদেরাসর ইডিয়টরা কোটাতে চাকুরী দিচ্ছিলো; কারণ, তারা চাকুরী সৃষ্টি করতে জানতো না।

এবার ক্যু' যেই কারণে হয়েছে, কোটা উহাতে ইস্যু হিসেবে যোগ করা হয়েছিলো ছাত্রদের পঁচা মগজে এটম ফাটায়ে, তাদেরকে রাস্তায় এনে হত্যা করার জন্য ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ওরাই পুলিশের ড্রেস পরে গুলো করেছে; ইহা ক্যু ডিজাইনের মুল যড়যন্ত্র ছিলো। হাসিনার DGFI, NSI গোয়েন্দা সংস্থা সিআইডি তদন্ত রিপোর্ট এ কিছু বের করতে পারলো না; ওনি আমেরিকা বসে ডলারের লাল পানি খেয়ে একদম আমেরিকান কূ এর ডিজাইনের বর্ননা করে দিচ্ছেন।

০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০১

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি আমেরিকা এলে মাথা থেকে থাই ক্লীবদের ভালোবাসার মোহ মুছে যেতো; আমেরিকা মানেই সঠিক ভাবনা।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

কিরকুট বলেছেন: উনি কবিতা লেখেন না উনি কবিতা পান করেন ।

০৩ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



সরকারী কাজ করেন, কাজ কর্ম করতে হয় না; বসে বসে মাছি মারেন ও পদ্য লিখেন।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখানে আম্লিগে পতিত সন্তানরা কিভাবে একজন নারীকে আক্রমন করছে?! আমি মমতাজ কে নিয়ে পোস্ট দিয়েছিলাম তখন আমিই তো মমতাজের পক্ষনিয়ে কি সাফাই না গাইলেন এখন সেই আপনি আরেক মহিলাকে কিভাবে আম্লিগের পতিত সন্তানদের দিয়ে ঝাপিয়ে পড়েছেন!? আপনার মূল বিষয়টা হলো আম্লিগের সাপোর্টার মানেই ভালো অন্য সবাই খারাপ, তাই না?

০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



মমতাজ মানুষের "কিছু জ্বলা" নিয়ে গান গায়নি।

ইহুদীদের মাঝে কবি থাকায় নবী (স: ) কবিতা লিখতে মানা করে গেছেন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদিকে আপনার সাগরেদ রানু বেগম বলছে, -- "উনি লিখতেই জানেন না। কি বালছাল লিখেন। উনার সমস্ত লেখাই গার্বেজ। সবচেয়ে বড় কথা উনি কটু কথা বলেন, চিবিয়ে কথা বলেন। যা অতি কুৎসিত বিষয়। আমার দুঃখ লাগে, উনি এতদিন ব্লগে থেকেও কিছু শিখতে পারেন নাই।"

আমার হাসি পাচ্ছে যে রানু বেগম ওনার পায়ের কাছেও দাড়াতে পারবেনা সেই কিনা ওনাকে জ্ঞান দেয়!!! ভবঘুরে জ্ঞান দিলে কেমনটা লাগে!!!

০৩ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজাকার, তাদের বাচ্চা ও তাদের অনুসরণকারীদের পছন্দ করেন না rajiib; তাই, আপনি উনাকে পছন্দ করেন না, স্বাভাবিক বিষয়।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৭

সৈয়দ কুতুব বলেছেন: এখনো জীবিত আছেন?

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



জীবিত নেই।
ডামীরা সব ব্যান করেছে, শুধু কমেন্টের উত্তর দিতে পারি।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৩

নতুন নকিব বলেছেন:



ব্লগে নারীর প্রতি অবমাননা সহ্য করা হবে না। তবে ডাইনির বিষয় ভিন্ন।

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০০

জেনারেশন একাত্তর বলেছেন:




বস্তির নারীরা বলে, "তোমাদের জ্বলে কেন??

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার মিরোর ডল আপনাকে বারবার বলেছেন যে এসব অপ্রয়োজনীয় ক্যাচাল না করতে।

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



মিরোর অষ্ট্রেলিয়ায় থাকেন, উনি জানেন না যে, আমাদের ইডিয়ট "নারী" কবিরা কবিতার শিরোনামে লিখতে পারে, "তোমাদের এত জ্বলে কেন?"

আমি যদি এসব গার্বজে কবিদের না'থামাই কে এদের বলবে যে, "এতসব বিশ্রী মুখের নারীরা নারী নন, এরা বস্তীবাসী"।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



ডামীরা সব ব্যান করেছে, শুধু কমেন্টের উত্তর দিতে পারি।

-ব্লগে গার্বেজের পরিমাণ তাহলে নিয়ন্ত্রণ হচ্ছে!

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



ব্লগটিমে বেশ পরিমাণ বেদুইন আছেন।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৬

আদিত্য ০১ বলেছেন: @সৈয়দ কুতুব বলেছেন: আমার মনে হয়, "কোটা"কে ইস্যু করেছিলো সাধারণ প্রশ্নফাঁস মগজে বিস্ফোরণ ঘটায়ে ছাগলগুলোকে রাস্তায় নামিয়ে পুলিশের সামনে নেয়ার জন্য:

আপনারা যে কি কি মনে করেন আপনারাই ভালো জানেন ।


আমাদের মনে করা দিয়ে আপনারা কি আর ভাববেন। বিএনপি জামাত কোনভাবে পেরে উঠতে পারছিলনা রাজনৈতিক দূরদর্শীতার অভাবে। আর জামাত সে তো ইবলিশের ভাই।
তারা সুযোগ খুজতেছিলো, আর এই কোটা আন্দোলন আওয়ামীলীগ বোকামী করে সেই সুযোগ করে দিছে। নইলে আগামী ২০ বছরেও বিএনপি জামাত গাটস ছিলো না আওয়ামীলীগের রাজনীতির সাথে পেরে উঠতে। শেখ হাসিনা বার বার বলতেছিলো যে বিচার বিভাগ থেকে কোটা কমবে ও স্থায়ী সমাধান আসবে যাতে সাধারন ছাত্ররা আশাহত হবে না, কিন্তু এই সাধারন ছাত্রদের মগজ ধুলাই করতেছিলো জাশি আর বিএনপি। শিবিরের ট্রেইনিং স্কোয়াড তাদের সাথে মিশে ছাত্রদের গুলি করেছে ও থানা থেকে অস্ত্র লুট করেছে। ভারী অস্ত্র এখনো হদিস নাই। আর জুলাই যত হত্যা করেছে জাশি। সেটা দোষ দিচ্ছে আওয়ামীলীগকে। এগুলা একদিন প্রকাশ পাবেই। উকিলিকসে যেমন ফাস হইছে তারেক ও জামাত ঐক্যজোটে কিচ্ছা কাহিনী।তেমনই এগুলাও ফাস হবে।

জামাত সুযোগ খুজতেছিলো এমন একটা যেটা আওয়ামীলীগ ভুল করে করে দিছে। জামাত শিবিরের পরিকল্পনা ছিলো লাশ ফেলানোর সেটা যে কোন কারনে যাতে সাধারন মানুসকে উস্কে দেওয়া যায় আওয়ামীলীগের বিরুদ্ধে, সাথে মিথ্যা প্রোপাগাণ্ডা তো ছিলোই, জামাতের পেইড এজেন্ট ইলিয়াস, পিনাকি, এদের দিয়ে হেন মিথ্যা নাই যে তারা না ছড়াইছে। এক কথায় সাধারন মানুস উস্কে দিছে। ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত সব হত্যা কান্ড জামাত ও শিবির দায়ী। একদিন বিচার তো হবেই হবে। আবু সাইদকে গুলি করেছে কে। ভিডিও তো আছে,। স্নাইপার দিয়ে গুলা করা হইছে। এগুলা স্নাইপার ট্রেইন্ড পাওয়ায় সব জামাতে জঙ্গীরা। সাধারন মানুস মনে করেছে পুলিশ করেছে। আর এইটাই জাশির প্ল্যান। যাস্ট ইমপ্লিমেন্টেশন করেছে সময় মত। জাশির মত শয়তান এই পৃথিবীতে নাই। এখন বিএনপি এদের ক্ষপ্পরে পড়েছে। পুরু দেশ এখন সাফার করছে। আওয়ামীলীগের কোন দোষ নাই

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২১

সৈয়দ কুতুব বলেছেন: আদিত্য@ শেখ হাসিনার কোনো দূরদর্শিতা ছিলো না। বিএনপি-জামাতের প্রতি পশ্চিমারা খুশি না। এখন ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৬

আদিত্য ০১ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আদিত্য@ শেখ হাসিনার কোনো দূরদর্শিতা ছিলো না। বিএনপি-জামাতের প্রতি পশ্চিমারা খুশি না। এখন ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। হা হা হা। আপনি মনে মনে মানলেও মুখে বলবেন না। যাইহোক হাসি আসছে। দূরদর্শীতা ছিলো বলেই ১৯৮১ তে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করে ক্ষমতায় এনেছে। বিশ্বব্যাংকে লবিস্টের মাধ্যমে ভুলভাল বুঝিয়ে বিএনপি জামাত পদ্মাসেতুর ঋন বন্ধ করে দিয়েছিলো। সেই দূর্নীতি মিথ্যা হিসেবে কানাডা ও বিশ্বব্যাংক ঘোষনা দিইয়েছে। সেই পদ্মাসেতু করে দেখিয়ে দিএয়েছে। এগুলা করতে গাটস লাগে। এমন বহু উদাহরন আছে।
জুলাই কিছু ভুলের কারনে এখন চামচিকাও কথা কয়। তবে আওয়ামীলীগের এমন চড়াই উতরাই দিয়ে আসছে। রাজনীতিতে এমন কিছু ভুল হয়ে যায়। যাইহোক সবই ফিরবে, সময় লাগবে একটু।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৯

আরোগ্য বলেছেন: খামাখা মাইনষের পিছনে লাইগা আপনের লাভ কি? এইটা তো কোন পারসোনাল ব্লগ না যে একজনের আদর্শ মোতাবেক চলতে হইবো। হুদাকামে আজিরা বাজাবাজি করেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ২:১২

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি চান এমন কবির কবিতা পড়তে যিনি লিখেন, "তোমাদের এত জ্বলে কেন"?

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৬

মাথা পাগলা বলেছেন: যে সব জায়গায় হাসিনার দোষ দেখতে পায়, সে হাসিনার দূরদর্শিতা বুঝবে কি করে? হাসিনা দেশটাকে পাকিস্তান, আফগান, সুদান, মিশর করতে পারলে সঠিক দূরদর্শিতার গুন-গান করতো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনার দরকার ছিলো, রাজকার, শেখও তাজউদ্দিন হত্যার বিচারের জন্য।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ! খুবই মজা লাগলো.....
ফার্মগেটের বুড়ো ভিক্ষুকের মতো সামুতে আপনার হাত-পা
ভেঙ্গে লুলা করে ব্লগিং করতে দেওয়া উপযুক্ত সিদ্ধান্ত।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাকে লুলা করতে গিয়ে লুলাটিম সামুকে লুলা করে দিয়েছে। আমাকে হাত-পা ভেংগে আপনার মত "লুলা-মগজদের" দলে নিয়ে এসেছে লুলারা।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যটি মুছে দেওয়া হয়েছে।
তেমন খারাপ মন্তব্য করিনি। গালিও দেইনি। আমার মুখে গালি আসে না। অবশ্য আমি অল্প বিস্তর গালি জানি। রাস্তাঘাটে মানুষের মুখে শুনে শিখেছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুটিমে কখনো দক্ষ ও সৎ মানুষ ছিলো না।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬

নতুন নকিব বলেছেন:



আপনি কি নতুন আইডি বানিয়েছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:




না, এখনো বানাইনি; আইডি বানালে লিখতে হয়, সময় নষ্ট হয়; ব্লগে কেহই কিছু পড়েন বলে মনেঝয় না।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৭

নতুন নকিব বলেছেন:



আপনি বলেছেন: সামুটিমে কখনো দক্ষ ও সৎ মানুষ ছিলো না।

-আপনি নিজে দক্ষ ও সৎ???

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি সৎ ও আমার প্রফেশানে দক্ষ।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯

আরোগ্য বলেছেন: ব্লগে কে কি লিখে তা নিয়া আমার মাথা ব্যথা নেই, আমার রুচি হলে মন্তব্য করি আবার অনেক সময় ভালো লাগলেও করি না।

যাই হোক আসল কথা হচ্ছে, আপনার ব্লগে এলাম খালেদা জিয়ার বাইরে যাওয়ার বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



বিএনপি'তে কেহ নেতা নন; কারণ, বিএনপি এখনো বেগম জিয়ার ও তারেকের সম্পত্তি; বেগম জিয়া ইডিয়ট ছাড়া আর কিছু নয়, এবং বিএনপি'র কেন্দ্রবিন্দুতে এখনো মিলিটারীর লোকেরা। মিলিটারীর লোকেরা বিএনপি'র সাপোর্টারদের স হানুভুতি পেতে উনাকে রোগীতে পরিণত করে আসছে ১ যুগ ধরে।

উনার সব রোগ একজন রিকসা ড্রাইভাবও জানে: লিভার ও কিডনী সমস্যা; ইহার চিকৎসার জন্য উনার এখন লন্ডন যাবার দরকার নেই; উনি যাচ্ছেন তারেকের সাথে কথা বলে, তাকে সাহস দিয়ে বাংলাদেশে আনার জন্য।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

নতুন নকিব বলেছেন:



আপনার এইসব অতি বাড়াবাড়িই আপনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ঠিক হাসিনার মত। আপনি কাউকে সম্মান দিতে জানেন না। বেদুইন মেদুইন ডেকে মানুষকে অসম্মান করাই আপনার পেশা এবং নেশা। ধর্ম আর ধার্মিকদের পেছনে অযথাই সারাক্ষণ লেগে থাকেন। ধর্মের নামে অহরহ মিথ্যাচার করেন।

ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন তো, আপনার কি মনে হয়, আপনার মত মাথা খারাপ মানুষকে সামুতে বিচরণ করতে দেওয়া উচিত??? সামু টিম তো অসাধারণ ধৈর্য্যের পরিচয় দিচ্ছেন। আমি তাদের সহনশীলতা দেখে আশ্চর্য্য হচ্ছি। আমি সামুর টিম মডারেটর হলে আপনার অসংলগ্ন আচরণের কারণে আপনার বিরুদ্ধে হয়তো আরও কঠোর ব্যবস্থা নিতাম।

অনুরোধ রাখছি, আপনি ভালো হয়ে যান। ভালো পথে চলুন। মানুষকে সম্মান করতে শিখুন। মানুষও আপনাকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখবে। আপনার মনে রাখা উচিত, সামু টিম কারও পক্ষপাতিত্ব করে না। আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না, আপনি ব্যানে থাকুন। কিন্তু আপনার অসংলগ্ন আচরণ সীমা ক্রস করেছে। আপনি ঠিক হয়ে গেলে আপনার ব্যানও থাকবে না।

যা হোক, আপনার একজন কল্যানকামী/ শুভাকাঙ্খী হিসেবে বলছি, আপনি নিঃশর্ত ক্ষমা চেয়ে সামুর মডারেটরকে একটা মেইল করতে পারেন। আমি জানি, তিনি অনেক ভালো একজন মানুষ। আমার বিশ্বাস, যা কিছু হয়েছে তিনি সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার স্ট্যাটাস ফিরিয়ে দিবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুর মডারেটর এখন কে?

সামুতে কি নতুন মডারেটর এসেছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ধর্ম হচ্ছে, আদিযুগে ( সামন্তবাদ ) সমাজের মানুষকে সতভাবে ও শান্তিতে বসবাস করার জন্য দরকারী নিয়মাবলী; সেই সময় দরকার ছিলো মানুষকে কোন মহাশক্তির কন্ট্রোলের কথা বলে সুশৃংখল রাখা।

পশ্চিমের মানুষ সৎ ও পরিশ্রমী; এশিয়া ও আফ্রিকার লোকজন ছিলো অসৎ ও কম পরিশ্রমী; ফলে, আফ্রিকা ও এশিয়ায় ধর্মও তেমন সুফল আনেনি।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আজকে কবি লেখিকা নতুন কবিতা দেন নি । উনাকে অপমান করা ঠিক হয়েছে ?

আপনিই তো বলেন নারী মানে ধরণী । :(

যার যেটা ইচছে সেটা তিনি যদি লিখতেই না পারেন তাহলে কেমনে কি ?

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি সাহিত্য, সংস্কৃতির সৌন্দয্য কি বুঝেন? "তোমাদের কেন এত জ্বলে", ইহা কোন কবি-মনের সৃষ্টি?

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি সাহিত্য, সংস্কৃতির সৌন্দয্য কি বুঝেন? আমি গান ও কবিতা কম মনে রাখতে পারি । বুঝিনা এমন না ।

আমার ধারণা উনার শেষ কবিতাখানি আমার রাজিব নুর এবং ধরমো নিয়ে post দেয়ার কাউনটার post । কিনতু রেগে গেলেন আপনি। যতজন আপনাকে ফলো করে সবাই আপনার নিকট আসে দেশের সিচুয়েশন নিয়ে এনালাইসিস পড়তে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাদের জাতির সাহিত্য ও সংস্কৃতির মানকে নীচু করছে এসব ডামী নীচু মানের গরুর রচনা লেখকেরা।

জাতিকে অসুন্দর করার পথ হলো সংস্কৃতিকে কলুসিত করা।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আইসিও তে থাকা খালেদা জিয়া আর ব্লগে আপনার উপস্থিতির সাদৃশ্য কোথায়-
উভয়ের পরান টা এখনো দেহে আছে কিন্তু কিছু বলা বা লিখার সামর্থ্য নাই......

০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি না'লিখলে অনেক ব্লগার সামুটিমের উপর বিরক্ত হবেন; আপনি না'লিখলে কেহ জানবে না যে, আপনি লিখেননি।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৮

কামাল১৮ বলেছেন: আপনার সমালোচনা তির্যক ও শক্তিশালী।যেটা অনেকেই করতে পারে না।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



প্রতিটি বাংগালী কবিতা ( কিংবা ম্যাঁওপ্যাঁও ) লিখেন; এরপরও জাতির সাহিত্যে, মনে রাখার মতো ১টা কবিতা নেই! কারণ, এদের ব্যক্তিত্ব ও প্রজ্ঞা নেই।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৮

আদিত্য ০১ বলেছেন: আপনি যে বলেন হাসিনা লাঠিয়াল বানাইছিলো, যদিও হাসিনা সেভাবে কিছুই করে নি। আওয়ামিলীগ আর হাসিনার বিরুদ্ধে যে পরিমান প্রোপাগান্ডা মিথ্যা ছড়ায়, তা সামুতেই প্রমান পাওয়া যায়।

হ্যা ১৯৭১ আওয়ামীলীগেরই, কারন আওয়ামীলীগ না থাকলে টুন্টা হুজুর ইব্রাহীম ১৬ ডিসেম্বরকে কালো দিন বলে স্বাধিন বাংলাদেশ বসে। আর সাথে কুতুবের মত চুতিয়া গেঞ্জিরা হাত তালি দেয়। কারন তাদের কাছে আইয়ুবের অত্যাচার বা ৩০ লাখ শহীত আর ২ লাখ মা বোনের ইজ্জতের দাম নাই। তারা ৩০ লাখকে ২ লাখ বানায়। এদের সাথে কথা বলে লাভ নাই।
১৯৭১ আওয়ামীলীগেরই কারন ১৯৭১ ঠিক থাকে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে। স্বাধিন বাংলাদেশে বসে এখন ধর্ম ব্যবসায়ীরা বলে পাকিস্তান রাখাই জান্নাত। ১৬ ডিসেম্বর বিজয় দিবস না, ওইটা নাকি পরাধীন দিবস। আর কুতুবের মত জামাতি বট গেঞ্জিরা আঙ্গুল চুষে বলে "হ্যা হ্যা" । আপনি কাকে কি বুঝাবেন এরা। আওয়ামীলীগ আসবে, এদেরকে শায়েস্তা করতেই হবে। দেশ ইতোমধ্যে পাকিস্তানই হইয়ে গেছে সামু বা ফেসবুকে দেখেন, জামাতি গেঞ্জি আর শিবিরের পাকি শাবকরা কি বলে

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০

আদিত্য ০১ বলেছেন: আপনি পড়াশোনা করেন। রাজনীতি, দেশ, পররাষ্ট্র, বহির্বিশ্ব সম্পর্কে আপনার এনালাইসিসগুলো অনেকেই পড়ে।দরকার নাই থার্ডক্লাস লোকদের সাথে কাইজ্যা করার। আপনি লিখেন আর যারা বুঝে কম বা এঘুয়েমী করে অজ্ঞতার জন্য, তাদেরকে রিপ্লাই দিয়ে সময় নষ্ট করবে না। এরা এমনই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.