নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

বউ/প্রেমিকা/সহকর্মীদের সাথে প্রকাশ্যে সিগারেট শেয়ার করাকে কিভাবে দেখেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭


সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধুমপান মৃত্যু ঘটায়।
ছবি: গুগল
প্রথমেই বাংলাদেশের সব মানুষ সিগারেট খাওয়া শুরু করে প্রধানত ৩ টি কারণে।
১) চ্যাকা খেলে।
২) ইমোশান থেকে।
৩) কেউ কেউ মনে করে সিগারেট খাওয়া একপ্রকার স্মার্টনেস।

আমি নিজে একজন চেইন স্মুকার। আমার জীবনের প্রথম সিগারেট উইলসন। স্কুলে থাকতে সিগারেট খাওয়ায় আম্মু জানার পর আম্মুর হাতে মার খাইছি। আমাদের সময় ছোটদের সিগারেট খাওয়া অপরাধের চোখে বিবেচনা করা হতো। কেউ দেখে ফেললে বাসায় বলে দিত। এবং মার দেয়া হতো। কিন্তু এখন যুগ পাল্টেসে। সিগারেট খাওয়া খুবই স্বাভাবিক। দিন দিন ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। এবং একটু ফার্স্ট টাইপ মেয়েদের সিগারেট সীসা খাওয়া অভ্যাসে পরিণত হয়েছে। এক কথায় ছেলে মেয়েদের সিগারেট খাওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় আজকাল।

ছোট থাকতে দেখেছি - দাদা দাদী হুক্কা শেয়ার করছেন।দাদা হুক্কার পাইপে একটা টান দিয়ে পাইপ দাদীকে দিচ্ছে। দাদী আরেকটা টান দিয়ে আবার দাদারে দিচ্ছে। দুইজন মনের সুখে হুক্কা টানছে। কিউট না বিষয়টি? ছোট বেলায় আবুল বিড়ি পাওয়া যেত। দাদা-দাদী শেয়ার করে বিড়ি টানতেন। আমি একবার টানছিলাম। বর্তমানের সীসা তৎকালীন হুক্কার ডিজিটাল ভার্সন। বিশ্বাস করুন এখন যদি স্বামী স্ত্রী মিলে সীসা টানে তবে সমাজের অধিকাংশ মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখবে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা মিলে সিগারেট খেলেও একই দৃষ্টিতে দেখবে।

আমাদের দাদীরা ব্লাউজ বিহীন শাড়ী পড়তেন। এখন একটি মেয়ে দাদী নানীদের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করতে ব্লাউজ বিহীন শাড়ি পরলে বলবে অশ্লীল। ব্লগার নীল আকাশ, কাজী ফাতেমা ছবি আপা, বিচার মানি তাল গাছ না কি একটা আছেনা? উনারা পর্যন্ত অশ্লীল বলছেন। দেশ কি আগাইয়া গেলো নাকি পিছাইয়া গেল কিছুই বুঝিনা।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: জামাই বউ একসাথে খেলে, মানে তা ধূমপানই হোক আর মদ্যপানই হোক, সুবিধা হলো ভ্যালিডেশনের সুবিধা। একে অপরকে অ্যাপ্রুভাল দেয়া। একটা Win-Win situation.

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু কিছু মানুষ এটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন। বিষয়টা দু:খ জনক।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৬

এম ডি মুসা বলেছেন: সিকেরেট শব্দটি েএক সময় খাওয়া মানে সামজিক ‍দৃষ্টিতে শোভনীয় নয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মানে কি?

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

এম ডি মুসা বলেছেন: সিকেরেট খাওয়া কে কেউ ভালো চোখে দেখে না এটা কি মানে আবার কমেন্ট করতে বলা ঠিক হলো আপনি জ্ঞানী মানুষ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এম ডি মুসা বলেছেন: সিকেরেট শব্দটি েএক সময় খাওয়া মানে সামজিক ‍দৃষ্টিতে শোভনীয় নয়। বাক্যটি আসলে সঠিক হয়নি।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:




আপনার দাদা-দাদির মাঝে কেহ কি বার্মার বাসিন্দা ছিলেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা। না তারা দুইজনই খাঁটি বাঙালী ছিলেন। তবে আমার ম্যাগাজিনে একটা বার্মিজ মেয়ে কাজ করত পার্ট টাইমার হিসেবে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স এ পড়ত। সে নিয়মিত গাজা, মালবোরো, বাংলা মদ ও সীসা খাইত।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

ডার্ক ম্যান বলেছেন: আমি সিগারেট খায় না জেনে আমার এক নারী সহকর্মী আমাকে টিটকারি মেরেছিলো। সে মোর নামে একটা সিগারেট খাইতে মনে হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সিগারেট না খাওয়াই ভাল। আমি আগে ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলতাম। এখন ফুটবল খেলার দম পাইনা। এটার জন্য দায়ী সিগারেট।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নির্দিষ্ট কিছু মানুষের সাথে দেখা দেখা হলে খাই একটুআধটু। তবে নিয়মিত না। সিগারেট ভাগাভাগি করে খেলে মিল-মহব্বত বাড়ে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ ওকেশানালি খেলেই ভাল। সিগারেট ভাগাভাগি করে খেলে মিল-মহব্বত বাড়ে। সঠিক।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

নয়ন বড়ুয়া বলেছেন: আমি যখন গোল্ডলিফ খেতাম, তখন দাম ছিলো দুই টাকা। এখন সেই গোল্ডলিফের দাম ১৩ টাকা। অবশ্য নিয়মিত রসুন খাওয়ার ফলে গত তিন মাস সিগারেটের আশে-পাশেও নেই...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: রসুন খেলে কি সিগারেট এর প্রতি অনীহা ক্রিয়েট হয়?

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি চেইন স্মোকার- এটা আনন্দের কোন বিষয় নয়।
ধূমপান করা মোটেই কোনো ভালো অভ্যাস নয় ।
ধূমপান করা আর নর্দমার ময়লা খাওয়া একই বিষয়

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো আনন্দ করছি না। পোস্টের কোথাও কি আমি বলেছি সিগারেট খেয়ে আমি আনন্দ পাই?

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১০

কামাল১৮ বলেছেন: আমি কলেজে পড়ার সময় ছাত্র সংসদে ছিলাম।আমার বাজেটের সব টাকা মিষ্টি খেয়ে ও সিগারেট খেয়ে শেষ করে দিয়েছিলাম।বৎসর শেষে এসডিওর কাছ থেকে কিছু টাকা সাহায্যের জন্য এনে কোন রকমে অনুষ্ঠান শেষ করেছিলাম।তার পর আর একদিনের জন্যও সিগারেট খাই নাই।আমার নিজের উপর আমার অসাধারণ নিয়ন্ত্রন আছে।প্রচুর ড্রিঙ্ক করতাম।ডাক্তার যখন নিষেধ করলো তার পর আর এক দিনের এক ফোটাও খাই নাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ হতাশ। হতাশা থেকে মানুষ বেশি ধুমপান করে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৪

তেলাপোকা রোমেন বলেছেন: একেবারেই ভুল এবং ভিত্তিহীন ধারনা।
প্রথমেই বাংলাদেশের সব মানুষ সিগারেট খাওয়া শুরু করে প্রধানত ৩ টি কারণে।১) চ্যাকা খেলে।২) ইমোশান থেকে।৩) কেউ কেউ মনে করে সিগারেট খাওয়া একপ্রকার স্মার্টনেস।

বউ/প্রেমিকা/সহকর্মীদের সাথে প্রকাশ্যে সিগারেট শেয়ার করাকে কিভাবে দেখেন?
এতই স্বাভাবিক ভাবে দেখি এইটা নিয়া তর্ক করার সুযোগ নাই!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কোনটা একেবারেই ভুল এবং ভিত্তিহীন ধারনা?

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

নিবারণ বলেছেন: আমি বিড়ি খাই, বউ খায় না। চুরি কইরা খাই। বউ জানে আমি খাই টাই না। বিড়ি খাইয়া চুইঙ্গগাম চাইবাইয়া বডি স্প্রে মাইরা বাসায় আইসা হাজির হই। কবে না জানি ধরা খাই কওন যায় না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি এবং আমার বউ দুইজনে সিগারেট শেয়ার করি। জোস লাগে।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: আমার একমাত্র বদ অভ্যাস সিগারেট খাওয়া।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আসন্ন রমজানে ছেড়ে দেয়ার ট্রাই করুন।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

জনারণ্যে একজন বলেছেন: রাজীব নুর বলেছেন: আমার একমাত্র বদ অভ্যাস সিগারেট খাওয়া।

হোয়াট এবাউট অন্যের লেখা এবং মন্তব্য চুরি? তারপর কেউ ধরিয়ে দিলে নির্লজ্জ প্রাণীর মতো বেমালুম অস্বীকার করা?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই উনি কপি পেস্ট করলে কতৃপক্ষকে অভিযোগ করুন। অহেতুক এক কথার মধ্যে অন্য কথা আনা কি ঠিক?

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৫

নিবারণ বলেছেন: গত ৮ তারিখে সামুতে প্রকাশিত লেখার মধ্যে আপনার লেখাটি সর্বাধিক পঠিত। এ নিয়ে আমার পোস্ট।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্যাচাল পোস্ট, একজনের পোস্টে ২/৩ জন মিলে ৪০/৫০ টা মন্তব্য করা পোস্ট গুলো ছাড়া আমি আর সোনাগাজীর পোস্ট প্রতিদিন সবচেয়ে বেশি পঠিত হবে। এটা নতুন কিছু নয়।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

নতুন বলেছেন: সিগারেট যারা খায় তাদের কমনসেন্স একটু কম থাকে। ( পাশের মানুষের যে ধোয়ায় কস্ট হচ্ছে সেটা তারা কেয়ার করেনা, যেখানে সেখানে সিগারেট বাট ছুড়ে ফেলে.... )

তারা যেহেতু নেশার কাছে পরাজিত তাই আমি বলি যে নিজের প্রতি তাদের নিয়ন্ত্রন কম।

উদাহরন হিসেবে সব সিগারেট খোর দেরই বলতে শুনবেন তারা কতবার সিগারেট ছেড়ে দিয়ে আবার শুরু করেছে...

সিগারেট রাস্ট অনুমুদিত একটা মাদক, সরকারকে ট্যাক্স দিয়ে এই মাদক বিক্রি হয়।

সিগারেট খাওয়াকে স্মাটনেস ভেবে শুরু করে সবাই, পরে নেশা হয়ে যায় আর ছাড়তে পারেনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: সিগারেট যারা খায় তাদের কমনসেন্স একটু কম থাকে। ( পাশের মানুষের যে ধোয়ায় কস্ট হচ্ছে সেটা তারা কেয়ার করেনা, যেখানে সেখানে সিগারেট বাট ছুড়ে ফেলে.... )

সিগারেট খাওয়া একটা বদ অভ্যাস। এটা ছেড়ে দেয়ার চেষ্টা করা উচিত।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

নতুন বলেছেন: আগের দিনে আমিও চাচী/দাদী বয়সীয়দের আমিও বিড়ী খেতে দেখেছি। মানুষ যারা জর্দা খায় তারাও নিকটিনের নেশা মেটায় মাত্র।

যেই সব নারীরা বিড়ি ফুকে নিজেকে স্মাট দেখাতে চেস্টা করে তারা নিজেদের দূর্বলতা ঢাকতে একটু অভিনয় করে মাত্র, পরে নেশায় পড়ে যায়।

তবে যেই সব পুরুষেরা নারীর বিড়ি খাওয়াকে খারাপ আর পুরুষের খাওয়া সাভাবিক এরা ভন্ড B-)

আরেকটা জিনিস সাপ গর্ত ঠিকই সোজা হয়েই ঢোকে.... দিনের শেষে ৯০% সিগারেট খোরই এই নেশা বাদ দেয়...

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে মজার মন্তব্য।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

আহলান বলেছেন: এসব করেই সমাজটা গেলো ...

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: গেলো গেলো সমাজটা গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.