নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

বাঙালী মুসলিম মেয়েরা বোরখা পড়ছে আল্লাহর ভয়ে নাকি পুরুষের এটেনশান পেতে?

২৩ শে মে, ২০২৪ রাত ১১:২০


সকলে লক্ষ্য করেছেন যে,বেশ কিছু বছর যাবৎ বাঙালী মেয়েরা বোরখা হিজাব ইত্যাদি বেশি পড়ছে। কেউ জোর করে চাপিয়ে না দিলে অর্থাৎ মেয়েরা যদি নিজ নিজ ইচ্ছায় বোরখা পড়ে তবে সেখানে বাঁধা প্রদান খ্যাত লোকদের বৈশিষ্ট্য সমুহের মধ্যে অন্যতম। সাধারণত ক্লাসলেস জঙ্গি মোল্লাগোষ্টী মেয়েদের উপর জোর করে বোরখা চাপিয়ে দেয়। একটি মেয়ে এক্সপোজিং ড্রেসাপ করলে পুরুষ সেক্সুয়ালি সুঁডসুঁড়ি অনুভব করবেই। আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত তরুণীরা সাধারণত কামিজ পরে, একটু হায়ার সোসাইটি যারা বিলং করে অর্থাৎ ধ্বনি পরিবারের মেয়েরা ওয়েস্টার্ন পরে। আর বোরখা বা হিজাব এমন একটি পোশাক যা ধনী মধ্যবিত্ত গরীব সবাই পরেন। নারী যে পোশাকে কমফোর্ট সে পোশাকই পরবে। জোর করে ওয়েস্টার্ন কিংবা বোরখা চাপিয়ে না দিলেই হইল।

বাঙালী মেয়েরা যদি আল্লাহর ভয়ে বা ধর্মকে সম্মান করে বোরখা পরতেন তবে সেটা নিয়ে কথা বলা খ্যাত লোকজনের কাজ।কারণ কেউ ধর্ম কর্ম করলে আমি বা আপনি বাঁধা দেয়া অনধিকারচর্চা। কিন্তু আপনি যদি বোরখার কোন শোরুমে যান দেখবেন, ডিজাইন গুলো এমন ভাবে করা বোরখা পরা আর না পরা সমান। আমার ধর্মীয় জ্ঞান নেই বললেই চলে। তবে আমার জানা মতে ইসলাম ফ্যাশন করার জন্য বোরখা পরার অনুমতি দেয়নি।বরং ইসলামে সেটা পাপ বলে গন্য হয়ে থাকে। একটি মেয়ে থ্রীপিছ, ওয়াস্টার্ন বা শাড়ি পরে বাসা থেকে বের হলে যেমন সবাই তার দিকে তাকায়, বোরখা পরে বের হলে আরও বেশি তাকায়। ওয়েস্টার্ন বা শাড়ি পরলে সৌন্দর্য, ফিগার তো দেখেই ফেলল, কিন্তু বোরখা পরলে মুখমণ্ডল ছাড়া আর কিছু দেখা যায়না। ফলে এট্রাকশনটা থাকে।

বোরখা পরা একটা ফ্যাশন বর্তমানে। ধর্মীয় কারণে ৫% এর বেশি কেউ বোরখা পরেনা। তাছাড়া কাশেম বিন আবু বকর সাহেব তার "বোরখা পরা সেই মেয়েটির" উপন্যাসে বোরখা পরে ইসলামি পদ্ধতিতে কিভাবে প্রেম করা হয় তা শিখয়েছেন তখনকার মেয়েদের যারা বর্তমানে মেয়ের মা। তাই কোন মেয়ে বোরখা পরলেই তারে জামায়াত শিবির পরিচালিত ছাত্রী সংস্থার ছাগী বা জংগী পরিচালিত কোন মোল্লানী মনে করার কোন কারন নেই। বর্তমানে অধিকাংশ মেয়েরা ছেলেদের এক্সপোজ করতেই বোরখা পরে। ধর্মীয় কোন কারণ নেই। তাই বোরখার ব্যাবহার বেড়ে যাচ্ছে বলে খ্যাত মোল্লা মৌলবাদী দের খুশি হওয়ার যেমন কোন কারণ নেই ঠিক তেমনি স্মার্ট মুক্তমনাদের হতাশাগ্রস্ত হওয়ারও কোন কারণ নেই।

ছবিতে লিনা। একটি স্মার্ট গুড লুকিং মেয়ে যেকোন ড্রেসাপে সুন্দর। হোক হিজাব বোরখা শাড়ি অথবা ওয়েস্টার্ন। তবে জোর করে হিজাব বা ওয়েস্টার্ন বা শাড়ি চাপিয়ে দিলে তা খুবই জঘন্য।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৪ রাত ১১:৩৩

কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন। বোরকা এখন পথচারীর দৃষ্টি আকর্ষণ করার পোষাক।

২৩ শে মে, ২০২৪ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।

২| ২৪ শে মে, ২০২৪ রাত ১২:০৫

ডার্ক ম্যান বলেছেন: ইদানিং একটা ট্রেন্ড চালু হয়েছে।
মাথায় হিজাব তবে বুকে হিজাব নাই। অবশ্য, সবই ব্যক্তিস্বাধীনতা।

২৪ শে মে, ২০২৪ সকাল ১০:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: হিজাব এখন ফ্যাশন। ধর্মীয় কোন কিছু নেই।

৩| ২৪ শে মে, ২০২৪ রাত ১:৪০

নতুন বলেছেন: সমাজে বোরকা পরে পুরুষ মানুষের চাপে। কিছু মাইয়া পরে কেউ চিনতে পারবেনা তাই।

যদি ধর্মের প্রতি ভালোবাসার জন্য হতো তবে আগে ৫ ওয়াক্ত নামাজ পরতো।

এখন সমাজে ৯০% মেয়ে বোরকা পরে কিনতু তাদের মাঝে ৫% কি ৫ ওয়াক্ত নামাজ পরে?

২৪ শে মে, ২০২৪ সকাল ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: না ৫ ওয়াক্ত পড়েনা। বরং যারা বোরখা পরেনা তারা ৫ ওয়াক্ত নামাজ পরে। যেমন লিনা।

৪| ২৪ শে মে, ২০২৪ রাত ৩:৫৫

কামাল১৮ বলেছেন: আমার মনে হয়,পুরুষকে আপমান করতে।

২৪ শে মে, ২০২৪ সকাল ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরুষ কে অপমান করে তাদের কি লাভ?

৫| ২৪ শে মে, ২০২৪ ভোর ৬:২১

নাহল তরকারি বলেছেন: মহনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নব্যুয়াত পাবার আগে নারীদের ভোগের দৃষ্টিতে দেখা হতো। একজন পুরুষ একজন নারীকে কিরুপ দৃষ্টিতে দেখে, সেটা আপনি পুরুষ হিসেবে ভালো জানেন। তাই ছেলেদের কু-দৃষ্টি থেকে বাচানোর জন্য বোরকা পড়ে। বর্তমানে ইভজিটারের অভাব না। তাই নিজেদের কে সেই পুরুষের কুদৃষ্টি থেকে বাচানোর জন্য বোরকা পড়ে। কেউ যদি বোরকা পড়িয়া নিজেকে নিরাপদ মনে করে, এখানে দোষের কিছু না।

২৪ শে মে, ২০২৪ সকাল ১০:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বর্তমানেও মোল্লারা নারীদের ভোগের সামগ্রী মনে করে। পুরুষের চোখ খারাপ। নারীর দোষ দিয়ে লাভ নাই।

৬| ২৪ শে মে, ২০২৪ সকাল ৮:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জনাব কামাল ১৮ এর মন্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই

আপনি উভয়পক্ষকে তেল দিয়ে এই যে পোস্ট রচনা করেছেন সেই পোস্টের বিপরীতে আমার কথা একটাই বাংলাদেশে ওয়াজী হুজুররা দুইটা বিষয়ে অত্যন্ত সফল্য লাভ করেছে।
এক হচ্ছে- তারা ছেলেদের গালে দাড়ি চাপিয়ে দিতে পেরেছে।
আর ২- বাংলাদেশের নিরীহ মেয়েদেরকে চাপিয়ে দিতে পেরেছে বোরকা হিজাব।
এগুলো কখনোই আপামর বাংলার সাধারণ নারীদের পোশাক ছিল না। আপনি হয়তো আমার সাথে একমত পোষণ করবেন না তারপরও এটাই বাস্তবতা।

২৪ শে মে, ২০২৪ সকাল ১০:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: তেল দেয়ার কি আছে? যা বাস্তবে ঘটছে তা লিখছি।

৭| ২৪ শে মে, ২০২৪ বিকাল ৩:৩৩

িজল্লুর রহমান সবুজ বলেছেন: মুরগীর স্বাধীনতা শেয়াল কখন চায় বা কেন চায়, তা সবাই জানে ।

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: একজন ব্লগার‍ যদি মেয়েদের মুরগী মনে করে তাহলে এই জাতীর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত।

৮| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
"বোরখা পরা সেই মেয়েটির" উপন্যাসটি পড়া হয়নাই ভাইজান। বাংলারে মেয়েরাকি এই উপন্যাসটি পড়েছে খুবকরে?

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: এই উপন্যাস একসময়ের খুব জনপ্রিয় উপন্যাস। আমি যখন ক্লাস ফোর এ পড়ি তখন সম্ভবত এই উপন্যাস পাবলিশ হয়েছিল। আমি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংস্থার আপুর কাছ থেকে নিয়ে পড়েছিলাম অনেক পরে। এইটা শরিয়তি চটি টাইপ।

৯| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

তানভী০৭ বলেছেন: এই লেখাটি বোরখা পড়া সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরেছে, যা অত্যন্ত চিন্তাশীল। বোরখা পড়া নিয়ে সামাজিক এবং ধর্মীয় আলোচনা গুরুত্বপুর্ণ। মেয়েরা নিজেদের ইচ্ছায় বা ধর্মীয় বিশ্বাসে বোরখা পরুক, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যেকোনো পোশাক পরা তাদের নিজস্ব স্বাধীনতা। আমাদের উচিত সকলের মতামত এবং সিদ্ধান্তকে সম্মান করা। লেখকের বিশ্লেষণ ও উপস্থাপন বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য।Tanvir sourov

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

তানভী০৭ বলেছেন: এই লেখাটি বোরখা পড়া সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরেছে, যা অত্যন্ত চিন্তাশীল। বোরখা পড়া নিয়ে সামাজিক এবং ধর্মীয় আলোচনা গুরুত্বপূর্ণ। মেয়েরা নিজেদের ইচ্ছায় বা ধর্মীয় বিশ্বাসে বোরখা পরুক, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যেকোনো পোশাক পরা তাদের নিজস্ব স্বাধীনতা। আমাদের উচিত সকলের মতামত এবং সিদ্ধান্তকে সম্মান করা। লেখকের বিশ্লেষণ ও উপস্থাপন বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

আরো তথ্যের জন্য ভিজিট করুন: dreamymediabd.com

১১| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

তানভী০৭ বলেছেন: এই লেখাটি বোরখা পড়া সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরেছে, যা অত্যন্ত চিন্তাশীল। বোরখা পড়া নিয়ে সামাজিক এবং ধর্মীয় আলোচনা গুরুত্বপূর্ণ। মেয়েরা নিজেদের ইচ্ছায় বা ধর্মীয় বিশ্বাসে বোরখা পরুক, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যেকোনো পোশাক পরা তাদের নিজস্ব স্বাধীনতা। আমাদের উচিত সকলের মতামত এবং সিদ্ধান্তকে সম্মান করা। লেখকের বিশ্লেষণ ও উপস্থাপন বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

আরো তথ্যের জন্য ভিজিট করুন: ড্রিমী মিডিয়া

১২| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

কামাল১৮ বলেছেন: তারা ভাবে পুরুষ বুঝি হায়ানার মতো।বোরখা না পরলে সে আমার উপর ঝাপিয়ে পরবে।এই ভেবে আমি আপমান বোধ করি।নিজেকে ছোট মনে হয়।

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধর্ষকরা আসলে ওয়েস্টার্ন পরলেও ধর্ষণ করবে বোরখা পরলেও।

১৩| ২৪ শে মে, ২০২৪ রাত ৮:০৫

নাহল তরকারি বলেছেন: মোল্লা হউক বা স্কুলে পড়ুয়া হউক। সব পুরুষই এক। তবে অনেক মোল্লাদের মেয়েদের দেখলে চোখ নামিয়ে নেয়। আর স্কুল পুরুয়া অনেক ছেলে ইভটিজিং করে। আর ভালো ছেলেরা ইভ টিজিং না করলেও ফেল ফেলাইয়া চাইয়্যা থাকে। যার কারনে অনেক নারী বিব্রত বোধ করে।

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: যে নারী যে ড্রেসে কমফোর্ট সে সে ড্রেসই পরবে।

১৪| ২৪ শে মে, ২০২৪ রাত ৮:২৩

মেঘনা বলেছেন: পোষ্টের শিরোনাম এ - " বাঙালী মেয়েরা বোরখা পড়ছে আল্লাহর ভয়ে নাকি পুরুষের এটেনশান পেতে?,"
- একটা ভুল চোখে পড়ল। পোস্টটি হওয়া উচিত ছিল- " মুসলমান বাঙালী মেয়েরা বোরখা পড়ছে আল্লাহর ভয়ে নাকি পুরুষের এটেনশান পেতে?" কারণ হিন্দু বাঙালি মেয়েরা বোরখা পড়ে না। এটা কি অসাবধানতা বসতো ভুল নাকি ইচ্ছাকৃত ভুল। আসলে বাংলাদেশের মুসলিমদের কিছু কিছু কথাবার্তা আচরণ এটাই বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশ শুধুমাত্র মুসলমান বাঙালিদের। লেখক ও সেই দলভূক্ত কিনা সেটাই প্রশ্ন ?

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। শিরোনাম ঠিক করে দিয়েছি। ভালো থাকুন।

১৫| ২৬ শে মে, ২০২৪ সকাল ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



লেখক বলেছেন: তেল দেয়ার কি আছে? যা বাস্তবে ঘটছে তা লিখছি।




এটা অবশ্যই একটি তৈলাক্ত পোস্ট।
বোরখা -হিজাব-নেকাব এগুলো কখনোই বাঙালী মেয়েদের পোশাক ছিল না।


বাংলাদেশে ওয়াজী হুজুররা দুইটা বিষয়ে অত্যন্ত সফল্য লাভ করেছে।
এক হচ্ছে- তারা ছেলেদের গালে দাড়ি চাপিয়ে দিতে পেরেছে।
আর ২- বাংলাদেশের নিরীহ মেয়েদেরকে চাপিয়ে দিতে পেরেছে বোরকা হিজাব।
এগুলো কখনোই আপামর বাংলার সাধারণ নারীদের পোশাক ছিল না। আপনি হয়তো আমার সাথে একমত পোষণ করবেন না তারপরও এটাই বাস্তবতা।

২৯ শে মে, ২০২৪ রাত ৮:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: দাড়ি এবং হিজাব দুইটাই এখন স্টাইল। প্যারা নাই চিল।

১৬| ২৬ শে মে, ২০২৪ সকাল ১১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নাহল তরকারি বলেছেন: মহনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নব্যুয়াত পাবার আগে নারীদের ভোগের দৃষ্টিতে দেখা হতো। একজন পুরুষ একজন নারীকে কিরুপ দৃষ্টিতে দেখে, সেটা আপনি পুরুষ হিসেবে ভালো জানেন। তাই ছেলেদের কু-দৃষ্টি থেকে বাচানোর জন্য বোরকা পড়ে। বর্তমানে ইভজিটারের অভাব না। তাই নিজেদের কে সেই পুরুষের কুদৃষ্টি থেকে বাচানোর জন্য বোরকা পড়ে। কেউ যদি বোরকা পড়িয়া নিজেকে নিরাপদ মনে করে, এখানে দোষের কিছু না।


নবী মুহাম্মদ ছিলেন সব চেয়ে বেশী নারীভোগী ব্যক্তি। শিশু, দাসী-বান্দী, বুড়ি কিছুই বাদ দেয়নি।

২৯ শে মে, ২০২৪ রাত ৮:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: একটা বই আছে - "বি স্মার্ট উইথ মোহাম্মদ স: " পড়িবেন।

১৭| ২৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৭

নয়ন বড়ুয়া বলেছেন: কেমন আছেন দাদা?

২৯ শে মে, ২০২৪ রাত ৮:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো দাদা। অনেকদিন পর। আপনি কেমন আছেন?

১৮| ২৯ শে মে, ২০২৪ দুপুর ১:২১

জ্যাক স্মিথ বলেছেন: এ বিষয়ে অবশ্য আমি কিছু জানি না।

২৯ শে মে, ২০২৪ রাত ৮:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: যে যেই ড্রেসে কমফোর্ট সে সেই ড্রেস পরুক।

১৯| ৩০ শে মে, ২০২৪ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



লেখক বলেছেন: একটা বই আছে - "বি স্মার্ট উইথ মোহাম্মদ স: " পড়িবেন।

একটা বাজে লোক সম্পর্কে আর পড়তে ইচ্ছে করে না।

আপনি A Dacoit of the Arabian Desert বইটি সংগ্রহ করে পড়তে পারেন।

০৪ ঠা জুন, ২০২৪ রাত ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সাজ্জাদ ভাই, তিনি আমার রাসুল। প্লিজ উনাকে অসম্মান করবেন না। পরের বার মন্তব্য ডিলেট করে দেয়া হবে।

২০| ০৩ রা জুন, ২০২৪ রাত ১:০৪

আরইউ বলেছেন:



লেখক বলেছেন: যে যেই ড্রেসে কমফোর্ট সে সেই ড্রেস পরুক।

এটাই আসল কথা। যার যে পোশাক পড়তে ভালো লাগবে সে সেই পোষাক পরুক। কেউ যদি বোরখা বা ওয়েস্টার্ন, বা বাঙালী পোষাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার কোন ক্ষতি না করে তাহলে আমি কে তাকে অন্য পোষাক পরতে বলার।

অফটপিকঃ আপনি কেমন আছেন? আপনার নাবিক ভাই আশাকরি ভালো আছেন। শুভকামনা!

০৪ ঠা জুন, ২০২৪ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: থ্যাংকস ভাইয়া।

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ নাবিক ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই অনেক খুশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.