| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালী আকাশ
এটি আমার সবচেয়ে প্রিয় ব্লগ। ব্লগিংয়ের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবাই অবদান রাখতে পারি।
আমি প্রথম সারির কোন এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকি। ২৫ অক্টোবরকে ঘিরে ক্যাম্পাসে এবং হলে ছাত্রদল, শিবির যাতে ঢুকতে না পারে এজন্যে শক্তি প্রদর্শনের জন্য ছাত্রলীগ হলের ভিতরে গতকাল রাতে মিছিল করেছে। আমাকে এবং অন্যান্য সাধারণ ছাত্রদের রিডিং রুম থেকে জোর করে মিছিল করার জন্য নিয়ে গেল। মিছিলের একটা স্লোগান ছিল এরকম শিক্ষা, শান্তি, প্রগতি-ছাত্রলীগের মুলনীতি। শিক্ষা যাদের মুলনীতি তারা কিভাবে রিডিং রুমে যেসব শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য পড়ছিল তাদের শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে জোর করে মিছিলে নিয়ে যায়!!! মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদের শতকরা ২৫ ভাগও ছাত্রলীগ তথা আওয়ামীলীগকে সমর্থন করে কিনা সন্দেহ আছে। আমি নিজে কখনো স্বেচ্ছায়-স্বতঃস্ফুর্তভাবে ছাত্রলীগের কোন মিছিলে যাইনি। মিছিলে না গেলে নাকি হল থেকে বের করে দিবে এজন্যে চরম অনীহা নিয়ে কোন মিছিলে যাই। মাস্টার্সের ছাত্র হয়েও ছাত্রলীগের এসব ‘গাঁয়ে মানেনা আপনি মোড়ল’ মার্কা নেতাদের জন্য আমার হলে থাকার কোন গ্যারান্টি নাই। হলগুলো মনে হয় ওদের বাপের সম্পত্তি তাই জোর করে হলের ছাত্রদের মিছিলে নিয়ে যায়। এজন্যই শিরোনাম দিলাম “জোর করে মিছিলে নেওয়া যায়, কিন্তু ভোট নেওয়া যায়না”।
২|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:০০
নাওেয়দ বলেছেন: "ছ্যাচরামী আনলিমিটেড" নামে একটা ৩ ঘন্টার সম্পূর্ন দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানাতে পারবেন এই সরকারকে নিয়ে।
৩|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৭
nurul amin বলেছেন: এই সরকার কি অবৈধ?
৪|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬
আমিনাথিং বলেছেন: হলের সিট পলিটিক্স ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মূল উৎস। এটা বন্ধ করা গেলে এই ফাউল রাজনীতি থেকে ছাত্ররা মুক্তি পাবে।
৫|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২
বশর সিদ্দিকী বলেছেন: হল যখন যার দখলে তখন তার গান গাইতেই হবে করার কিছু নাই।
৬|
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬
তানিয়া হাসান খান বলেছেন: নোংরা রাজনীতি .।
ধৈর্য ধরেন আর কি।
৭|
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪
সোহেল রনি বলেছেন: আপনার মত এমন অভিগ্গতা ভার্সিটি লাইফে আমার বেশ কয়েকবার হয়েছে।
মিছিলের পিছনে থেকে চুপিচুপি কেটে পড়তাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭
নীলতিমি বলেছেন: তাদের মুখে জুতার বাড়ি !