| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালী আকাশ
এটি আমার সবচেয়ে প্রিয় ব্লগ। ব্লগিংয়ের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবাই অবদান রাখতে পারি।
ভোটার হওয়ার পর থেকেই জীবনে প্রথম ভোট দিব ভেবে শিহরিত ছিলাম। কিন্তু আমার স্বপ্ন মনে হয় এবার পূরণ হচ্ছেনা। কারণ ইতোমধ্যে আমি যে আসনের ভোটার সে আসনে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে গিয়েছেন ! আমার ভোটাধিকার প্রয়োগের গণতান্ত্রিক অধিকার ক্ষমতা দস্যুদের দ্বারা লুন্ঠিত হয়েছে।
আমি আমার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যেই তিনি তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।যার প্রতিদানে বিয়ে হওয়ার আগেই বাচ্চা হওয়ার মতো নির্বাচন হওয়ার আগেই ১৫১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে গিয়েছেন। ১৫১ আসন হলো মোট ৩০০ আসনের অর্ধেকেরও বেশি। দেশে মোট ভোটার ৯ কোটি হলে তার অর্ধেক সাড়ে ৪ কোটিকে এই ১৫১ আসনে অন্যায়ভাবে ভোটাধিকার প্রয়োগ খেকে বঞ্চিত করা হচ্ছে। বাকি ১৪৯ আসনে মোট ভোটারের ৩০ ভাগের বেশি ভোটার ভোট দিবেন বলে মনে হচ্ছেনা। তার মানে প্রায় প্রায় সাড়ে ৭ কোটিরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটাই কি প্রধানমন্ত্রির ভোটাধিকার নিশ্চিত করার নমুনা !!! হায়রে গণতন্ত্র, ইচ্ছে করছে শহীদ নূর হোসেনরে মতো বুকে পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" লিখে মাঠে নেমে পুলিশের গুলিতে মারা যাই। তার বিনিময়েও যদি গণতন্ত্র ফিরে আসে, তাহলে মরেও আমার আত্মা শান্তি পাবে। আমার মতো দেশের সকল সাধারণ মানুষের আশা বর্তমান পাতানো প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভোটাধিকারের মতো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
পাঠক১৯৭১ বলেছেন: ভোট দেয়া আর বিয়ে করা সমান; বিয়ে করে ফেলেন।